ETV Bharat / entertainment

গুরুতর অসুস্থ প্রভাত রায়, ফ্লু-শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভরতি হাসপাতালে - প্রভাত রায়

Prabhat Roy Hospitalised: বেশ কিছুদিন ধরেই অসুস্থ পরিচালক প্রভাত রায় ৷ প্রাথমিকভাবে টালিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকলেও ফ্লু-শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আপাতত আলিপুরের একটি হাসপাতালে ভরতি রয়েছেন প্রবাদপ্রতিম পরিচালক ৷ ডায়ালিসিসের পর আপাতত স্থিতিশীল রয়েছেন বর্ষীয়ান পরিচালক ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 11:05 PM IST

কলকাতা, 21 ফেব্রুয়ারি: গুরুতর অসুস্থ প্রভাত রায় ৷ নানা শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ পরিচালক। বুধবার সন্ধ্য়ায় সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে তাঁর অসুস্থতার খবর সম্পর্কে জ্ঞাত করেন কন্যাসম একতা ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, গত ছ'দিন ধরে ফ্লু এবং শ্বাসকষ্টজনিত জটিলতা নিয়ে টালিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন পরিচালক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একতা আরও জানান, কিডনিতে সমস্যার কারণে প্রভাত রায়ের ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গিয়েছে। হাসপাতালের মেডিকেল টিমের পরামর্শে পরিচালককে বর্তমানে পরিচালককে আলিপুরের অন্য আরেকটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বুধবার প্রথম ডায়ালিসিসের পর বর্ষীয়ান পরিচালক এখন স্থিতিশীল আছে বলেই জানিয়েছেন প্রভাতের কন্যাসম।

একতা এদিন আরও লিখেছেন, "বাবি (একতা এই নামে ডাকেন প্রভাত রায়কে) তাঁর অসুস্থতার খবর গোপন রাখতে বলেছিলেন। তাই মিডিয়া হাউজ এবং শুভাকাঙখীদের কাছে খবরটি পৌঁছে দিতে পারিনি।" দিনকয়েকের মধ্যেই প্রকাশিত হওয়ার কথা প্রভাত রায়ের আত্মজীবনী 'ক্ল্যাপস্টিক'। পরিচালকের অসুস্থতা সত্ত্বেও আপাতত আত্মজীবনী প্রকাশের দিন অপরিবর্তিতই রয়েছে বলে জানিয়েছেন একতা। কারণ, বইটির প্রকাশ নিয়ে নাকি খুবই ব্যাকুল কিংবদন্তি পরিচালক। আগামী 7 মার্চ 'ক্ল্যাপস্টিক' প্রকাশিত হওয়ার কথা।

আশি ছুঁই ছুঁই প্রভাত রায় পরিচালিত 'প্রতিদান' থেকে শুরু করে 'শ্বেত পাথরের থালা', 'সেদিন চৈত্র মাস', 'লাঠি', 'যোদ্ধা', 'শুভদৃষ্টি', 'প্রতীক'-সহ অগণিত বাংলা ছবি আজও বাঙালির মনের মণিকোঠায়। পাশাপাশি তিনি পরিচালনা করেছেন একাধিক টেলিফিল্ম-সহ তিনটি বাংলা ধারাবাহিক । পরিচালনা করেছেন হিন্দি ছবি 'জিন্দেগানি'। দীর্ঘকাল পরিচালক শক্তি সামন্তর সহ-পরিচালক হিসেবে কাজ করেছেন 'বরসাত কি এক রাত', 'মেহবুবা', 'আনন্দ আশ্রম', 'অমানুষ', 'অনুসন্ধান', 'আজনবি', 'জুগনু'-সহ একাধিক ছবিতে। নিজে অভিনয় করেছেন 'অভিমন্যু' এবং 'অমানুষ' ছবিতেও ।

স্ত্রী জয়শ্রী রায় মারা যাওয়ার পর একলা হয়ে পড়েছিলেন নিঃসন্তান প্রভাত রায়। এরপর একতা ভট্টাচার্য মেয়ে হয়ে পাশে দাঁড়ান তাঁর। দায়িত্ব নেন প্রবাদপ্রতীম পরিচালকের। আজ একতাই তাঁর সন্তান, ছায়াসঙ্গী, শাসক এবং বাহক।

আরও পড়ুন:

  1. হাসপাতালে মিঠুন, ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মোদি
  2. প্রধানমন্ত্রী ফোন করে 'বকা' দিয়েছেন, কবে ফিরবেন শুটিং ফ্লোরে, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে জানালেন মিঠুন
  3. শীঘ্রই আসছে প্রবাদপ্রতিম পরিচালক প্রভাত রায়ের আত্মজীবনী 'ক্ল্যাপস্টিক

কলকাতা, 21 ফেব্রুয়ারি: গুরুতর অসুস্থ প্রভাত রায় ৷ নানা শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ পরিচালক। বুধবার সন্ধ্য়ায় সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে তাঁর অসুস্থতার খবর সম্পর্কে জ্ঞাত করেন কন্যাসম একতা ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, গত ছ'দিন ধরে ফ্লু এবং শ্বাসকষ্টজনিত জটিলতা নিয়ে টালিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন পরিচালক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একতা আরও জানান, কিডনিতে সমস্যার কারণে প্রভাত রায়ের ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গিয়েছে। হাসপাতালের মেডিকেল টিমের পরামর্শে পরিচালককে বর্তমানে পরিচালককে আলিপুরের অন্য আরেকটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বুধবার প্রথম ডায়ালিসিসের পর বর্ষীয়ান পরিচালক এখন স্থিতিশীল আছে বলেই জানিয়েছেন প্রভাতের কন্যাসম।

একতা এদিন আরও লিখেছেন, "বাবি (একতা এই নামে ডাকেন প্রভাত রায়কে) তাঁর অসুস্থতার খবর গোপন রাখতে বলেছিলেন। তাই মিডিয়া হাউজ এবং শুভাকাঙখীদের কাছে খবরটি পৌঁছে দিতে পারিনি।" দিনকয়েকের মধ্যেই প্রকাশিত হওয়ার কথা প্রভাত রায়ের আত্মজীবনী 'ক্ল্যাপস্টিক'। পরিচালকের অসুস্থতা সত্ত্বেও আপাতত আত্মজীবনী প্রকাশের দিন অপরিবর্তিতই রয়েছে বলে জানিয়েছেন একতা। কারণ, বইটির প্রকাশ নিয়ে নাকি খুবই ব্যাকুল কিংবদন্তি পরিচালক। আগামী 7 মার্চ 'ক্ল্যাপস্টিক' প্রকাশিত হওয়ার কথা।

আশি ছুঁই ছুঁই প্রভাত রায় পরিচালিত 'প্রতিদান' থেকে শুরু করে 'শ্বেত পাথরের থালা', 'সেদিন চৈত্র মাস', 'লাঠি', 'যোদ্ধা', 'শুভদৃষ্টি', 'প্রতীক'-সহ অগণিত বাংলা ছবি আজও বাঙালির মনের মণিকোঠায়। পাশাপাশি তিনি পরিচালনা করেছেন একাধিক টেলিফিল্ম-সহ তিনটি বাংলা ধারাবাহিক । পরিচালনা করেছেন হিন্দি ছবি 'জিন্দেগানি'। দীর্ঘকাল পরিচালক শক্তি সামন্তর সহ-পরিচালক হিসেবে কাজ করেছেন 'বরসাত কি এক রাত', 'মেহবুবা', 'আনন্দ আশ্রম', 'অমানুষ', 'অনুসন্ধান', 'আজনবি', 'জুগনু'-সহ একাধিক ছবিতে। নিজে অভিনয় করেছেন 'অভিমন্যু' এবং 'অমানুষ' ছবিতেও ।

স্ত্রী জয়শ্রী রায় মারা যাওয়ার পর একলা হয়ে পড়েছিলেন নিঃসন্তান প্রভাত রায়। এরপর একতা ভট্টাচার্য মেয়ে হয়ে পাশে দাঁড়ান তাঁর। দায়িত্ব নেন প্রবাদপ্রতীম পরিচালকের। আজ একতাই তাঁর সন্তান, ছায়াসঙ্গী, শাসক এবং বাহক।

আরও পড়ুন:

  1. হাসপাতালে মিঠুন, ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মোদি
  2. প্রধানমন্ত্রী ফোন করে 'বকা' দিয়েছেন, কবে ফিরবেন শুটিং ফ্লোরে, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে জানালেন মিঠুন
  3. শীঘ্রই আসছে প্রবাদপ্রতিম পরিচালক প্রভাত রায়ের আত্মজীবনী 'ক্ল্যাপস্টিক
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.