ETV Bharat / entertainment

আজই বলিউডে আত্মপ্রকাশ হয়েছিল কেকে'র, গায়ককে শ্রদ্ধা জানাল 'ডুডল' - GOOGLE DOODLE PAYS TRIBUTE TO KK

কৃষ্ণকুমার কুন্নাথ যাঁকে কেকে নামেই চেনে বিশ্ব ৷ 25 অক্টোবর সকালে তাঁকে শ্রদ্ধা জানিয়ে নিজেদের লোগো পরিবর্তন করল গুগল।

GOOGLE DOODLE PAYS TRIBUTE TO KK
গায়ককে শ্রদ্ধা জানিয়ে বদলাল গুগল ডুডল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 25, 2024, 1:42 PM IST

Updated : Oct 25, 2024, 1:48 PM IST

হায়দরাবাদ, 25 অক্টোবর: আইকনিক ভারতীয় প্লে-ব্যাক গায়ক কৃষ্ণকুমার কুন্নাথকে স্মরণ করে নিজেদের গুগল ডুডল বদলে গেল ৷ ভারতীয় সঙ্গীত জগতে ঝড়ে যাওয়া ধ্রুবতারাকে শ্রদ্ধা জানিয়ে শুক্রবার সকালে গুগল ডুডলে ফুটে উঠল কেকের গান গাওয়া ছবি ৷ গুগলের হোমপেজে জ্বলজ্বল করছে এই নয়া ডুডল।

23 অগস্ট, 1968 সালে দিল্লিতে জন্মগ্রহণ করেন ৷ তিনি কিরোরি মাল কলেজে মার্কেটিং বিভাগে পড়াশোনা শেষ করার পরে সঙ্গীতজগতে পা-রাখেন ৷ 2021 সালের 31মে কলকাতায় মিউজিক কনসার্টে গান করার সময় না-ফেরার দেশে চলে যান কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ। সংগীত পাগল মানুষটার জীবন শেষ হয়েছিল স্টেজ পারফরমেন্স দিয়েই ৷ লাইভ শো-র পরেই হার্ট অ্যাটাক ৷ হাসপাতালে ভর্তি করার সময়ও পাওয়া যায়নি। হৃদয় বিদারক সেই স্মৃতি আজও তাড়া করে গায়কের ভক্তদের।

আজকের দিনে গুগল ডুডলে কেকে'কে স্মরণের কারণ অবশ্য অন্য ৷ নেটাগরিকরা ভাবছেন, আজকের দিনে না-তো গায়ক কেকে-র জন্মদিন, না তিনি এইদিনে প্রয়াত হয়েছেন ৷ আসলে 1996 সালের আজকের দিনেই তিনি পরিচালক গুলজারের মাচিস ছবির হাত ধরে প্রথম বলিউডে পা-রাখেন ৷ বিখ্যাত গান 'ছোড় আয়ে হাম...' তাঁরই গাওয়া ৷ কেকে 'তড়াপ তড়াপ...', 'ইয়াদ আয়েঙ্গে ওহ পাল...', 'আঁখো মে তেরি...'-র মতো বহু হিট গান উপহার দিয়েছেন শ্রোতাদের। 26 বছরের কেরিয়ারে কেকে তামিল, তেলেগু, মালায়লাম-সহ বেশ কিছু ভাষায় গান গেয়েছেন। গান গেয়েছেন মরাঠি ভাষাতেও।

উল্লেখ্য, গত কয়েক বছরে গুগল তাঁর ডুডলের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে বিশ্বজুড়ে মহান ব্যক্তিদের। গুগলের ডুডলে কখনও এসেছে অলিম্পিক গেমস , বিশ্বকাপ ক্রিকেটের স্পোর্টস ইভেন্ট ও । এবার সেই তালিকায় নাম উঠল ভারতের আট থেকে আশি সকলের প্রিয় গায়ক কেকে-র ৷

হায়দরাবাদ, 25 অক্টোবর: আইকনিক ভারতীয় প্লে-ব্যাক গায়ক কৃষ্ণকুমার কুন্নাথকে স্মরণ করে নিজেদের গুগল ডুডল বদলে গেল ৷ ভারতীয় সঙ্গীত জগতে ঝড়ে যাওয়া ধ্রুবতারাকে শ্রদ্ধা জানিয়ে শুক্রবার সকালে গুগল ডুডলে ফুটে উঠল কেকের গান গাওয়া ছবি ৷ গুগলের হোমপেজে জ্বলজ্বল করছে এই নয়া ডুডল।

23 অগস্ট, 1968 সালে দিল্লিতে জন্মগ্রহণ করেন ৷ তিনি কিরোরি মাল কলেজে মার্কেটিং বিভাগে পড়াশোনা শেষ করার পরে সঙ্গীতজগতে পা-রাখেন ৷ 2021 সালের 31মে কলকাতায় মিউজিক কনসার্টে গান করার সময় না-ফেরার দেশে চলে যান কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ। সংগীত পাগল মানুষটার জীবন শেষ হয়েছিল স্টেজ পারফরমেন্স দিয়েই ৷ লাইভ শো-র পরেই হার্ট অ্যাটাক ৷ হাসপাতালে ভর্তি করার সময়ও পাওয়া যায়নি। হৃদয় বিদারক সেই স্মৃতি আজও তাড়া করে গায়কের ভক্তদের।

আজকের দিনে গুগল ডুডলে কেকে'কে স্মরণের কারণ অবশ্য অন্য ৷ নেটাগরিকরা ভাবছেন, আজকের দিনে না-তো গায়ক কেকে-র জন্মদিন, না তিনি এইদিনে প্রয়াত হয়েছেন ৷ আসলে 1996 সালের আজকের দিনেই তিনি পরিচালক গুলজারের মাচিস ছবির হাত ধরে প্রথম বলিউডে পা-রাখেন ৷ বিখ্যাত গান 'ছোড় আয়ে হাম...' তাঁরই গাওয়া ৷ কেকে 'তড়াপ তড়াপ...', 'ইয়াদ আয়েঙ্গে ওহ পাল...', 'আঁখো মে তেরি...'-র মতো বহু হিট গান উপহার দিয়েছেন শ্রোতাদের। 26 বছরের কেরিয়ারে কেকে তামিল, তেলেগু, মালায়লাম-সহ বেশ কিছু ভাষায় গান গেয়েছেন। গান গেয়েছেন মরাঠি ভাষাতেও।

উল্লেখ্য, গত কয়েক বছরে গুগল তাঁর ডুডলের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে বিশ্বজুড়ে মহান ব্যক্তিদের। গুগলের ডুডলে কখনও এসেছে অলিম্পিক গেমস , বিশ্বকাপ ক্রিকেটের স্পোর্টস ইভেন্ট ও । এবার সেই তালিকায় নাম উঠল ভারতের আট থেকে আশি সকলের প্রিয় গায়ক কেকে-র ৷

Last Updated : Oct 25, 2024, 1:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.