মুম্বই, 29 এপ্রিল: বিশ্ব সিনেমা দরবারে তিনি 'হাসিল' করেছিলেন 'দ্য ওয়ারিয়র' খ্যাতি ৷ 30 বছরের ফিল্মি কেরিয়ারে খুঁজে নিয়েছিলেন 'আপনা আসমান' ৷ সাদা মাটা চেহারা, উসকো-খুসকো চুল থাকলেও গভীর দুটো চোখে ছিল এমন ম্যাজিক, যা দেখে 'সাত খুন মাফ'-ও করা যায় ! ইরফান খান ৷ আজকের দিনেই তিনি পাড়ি দিয়েছিলেন না ফেরার দেশে, 'সাচ আ লং জার্নি' ৷ শেষ হয়েছিল বলিউডের এক 'হায়দার'-এর 'কিস্সা' ৷
1988 সালে 'সালাম বোম্বে' ছবিতে ছোট্ট একটা চরিত্রে অভিনয় করে বি-টাউনে লড়াই শুরু করেন অভিনেতা ইরফান খান ৷ 2001 সালে ব্রিটিশ ছবি 'দ্য ওয়ারিয়র' ছবির পর জনপ্রিয়তা এনে দেয় 'হাসিল' ও 'মকবুল'-এর মতো ছবি ৷ 2006 সালে 'দ্য নেমসেক' ছবি তাঁর জনপ্রিয়তা ও খ্যাতি বাড়িয়ে দেয় আরও কয়েক ধাপ ৷ একনজরে ফিরে দেখা যাক ইরফান খান অভিনীত কয়েকটি সেরা ছবির ঝলক ৷
দ্য লাঞ্চবক্স (2013): রোমান্টিক ড্রামা ছবিতে ইরফানের চরিত্র সাজন ফার্নান্ডেজকে আজও মনে রেখেছে দর্শক ৷ একটা লাঞ্চবক্সের মধ্য দিয়ে একাকী অফিস কর্মচারীর গড়ে ওঠা বন্ধুত্ব এনে দেয় এক মুঠো তাজা বাতাস ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
মকবুল (2003): বিশাল ভরদ্বাজ পরিচালিত শেকস্পিয়ারের 'ম্যাকবেথ' অবলম্বনে তৈরি 'মকবুল' ছবিটি যাঁরা দেখেছেন, তাঁর ভুলতে পারেননি ইরফানের ম্যাজিক ৷ অন্ধকার জগতের সঙ্গে যুক্ত থেকেও উচ্চাভিলাষী মকবুলের জার্নি মনে রাখার মতোই৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
লাইফ অফ পাই(2012): ইয়ান মার্টেলের উপন্যাস অবলম্বনে অ্যাংলি পরিচালিত লাইফ অফ পাই আন্তর্জাতির স্তরে আলাদা জায়গা তৈরি করে নিয়েছিল ৷ পি পাটেলের চরিত্রে ইরফান খানের জার্নি এককথায় অসাধারণ !
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
দ্য নেমসেক(2006): ঝুম্পা লাহিড়ীর উপন্যাস অবলম্বনে পরিচালক মীরা নাইয়ার সিনেপ্রেমীদের উপহার দেন এই ছবি ৷ ভারতীয়-আমেরিকান পরিবারের সত্ত্বা ও জার্নি আরও বেশি উজ্জ্বল করে তোলেন অশোক গঙ্গোপাধ্যায়ের চরিত্র তথা ইরফানের খানের চরিত্র ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
পিকু (2015): কমেডি ও ড্রামা একসঙ্গে উপহার দেন পরিচালক সুজিত সিরকার ৷ অমিতাভ বচ্চন ও দীপিকার তথা বাবা-মেয়ের মিষ্টি ঝগড়ার মধ্যে ইরফান তথা রানা চৌধুরী কীভাবে জুড়ে যান, সেই জার্নি বলে পিকু ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
এছাড়াও আরও এমন অনেক ছবি রয়েছে, যেখানে অভিনয়ের আলাদা ছাপ রেখে গিয়েছেন অভিনেতা ইরফান খান ৷ মৃ্ত্যুর চার বছর পরেও আজও ইরফান মুম্বই তথা অনুরাগীদের মনের স্থায়ী জায়গায় রয়েছেন-থাকবেন ৷
আরও পড়ুন
1. আমেরিকায় দিলজিতের 'চমকিলা' সফর, তৈরি হল ইতিহাস
2. পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ সিং, কেন?
3. কোলে উঠে গালে চুমু! ওরাংওটাং 'প্রেমে' মজলেন নুসরত, কটাক্ষ নেটপাড়ায়