ETV Bharat / entertainment

অমিতাভের নাতিকে দেখেই জড়িয়ে ধরলেন রেখা, ভাইরাল ভিডিয়ো - REKHA HUGS AMITABH GRANDSON

লেজেন্ডারি পরিচালক-অভিনেতা রাজ কাপুরের জন্মশতবর্ষে মুম্বইয়ে তারকাদের হাট ৷ অমিতাভ বচ্চনের নাতিকে জড়িয়ে ধরে আদর রেখার ৷ ভাইরাল ভিডিয়ো ৷

Etv Bharat
অমিতাভের নাতির সঙ্গে রেখা (এএনআই)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 14, 2024, 11:57 AM IST

হায়দরাবাদ, 14 ডিসেম্বর: ভারতীয় সিনেমার অন্যতম আইকন রাজ কাপুরের 100 তম জন্মদিন উদযাপন মুম্বইয়ে ৷ অনুষ্ঠানের একাধিক ভিডিয়ো ও ছবি ছড়িয়ে পড়েছে নেটপাড়ায় ৷ নজর কাড়ল রেখার সঙ্গে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার মুখোমুখি সাক্ষাৎ ৷

এদিন অনুষ্ঠানে কাপুর পরিবারের পাশাপাশি বলিউডের একাধিক তারকা রাজ কাপুরকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ৷ হাজির হয়েছিলেন বিউটি কুইন রেখাও ৷ অভিনেত্রীকে আলিয়া থেকে শুরু করে অন্যান্য তারকাদের সঙ্গে খোশ মেজাজে কথা বলতে দেখা যায় ৷ তারমধ্যেই ভাইরাল হয় বিশেষ এই মুহূর্ত ৷

যখন রেখার সামনে আসেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা ৷ তাঁকে দেখামাত্র ভালোবাসার সঙ্গে জড়িয়ে ধরেন রেখা ৷ এরপর ভিডিয়োতে দেখা যায়, অমিতাভের নাতির গালে স্নেহের পরশ দেন রেখা ৷ অন্যদিকে, অগস্ত্যকে দেখা যায়, রেখাকে দেখে করজোড়ে নমস্কার করতে ৷ অগস্ত্যর পাশে দেখা গিয়েছে সিকন্দর খেরকেও ৷

যদিও এদিনের অনুষ্ঠানে অনুপস্থিত ছিল বচ্চন পরিবার ৷ করিশ্মা কাপুরের সঙ্গে অভিষেক বচ্চনের সম্পর্কে ছেদ পরার পর থেকে নাকি দুই পরিবার একে অপরের সঙ্গে কথা বলেননি ৷ তবে শ্বেতা নন্দার সঙ্গে কাপুর পরিবারের সদস্যদের খুব ভালো সম্পর্ক ৷ কারণ শ্বেতা বিয়ে করেন নিখিল নন্দাকে ৷ নিখিল রীতু নন্দার ছেলে ৷ রীতু আবার পরিচালক রাজ কাপুরের মেয়ে ৷ যে কারণেই নভ্যা-অগস্ত্যকে প্রায় সময়ই কাপুর পরিবারের সঙ্গে দেখা যায় ৷

উল্লেখ্য, 13 ডিসেম্বর থেকে শুরু হওয়া রাজ কাপুরের সিনেমা নিয়ে এই ফেস্টিভ্যাল শেষ হবে 15 তারিখ ৷ রাজ কাপুরের স্মরণীয় 10টি সিনেমা শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানো হবে ৷

হায়দরাবাদ, 14 ডিসেম্বর: ভারতীয় সিনেমার অন্যতম আইকন রাজ কাপুরের 100 তম জন্মদিন উদযাপন মুম্বইয়ে ৷ অনুষ্ঠানের একাধিক ভিডিয়ো ও ছবি ছড়িয়ে পড়েছে নেটপাড়ায় ৷ নজর কাড়ল রেখার সঙ্গে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার মুখোমুখি সাক্ষাৎ ৷

এদিন অনুষ্ঠানে কাপুর পরিবারের পাশাপাশি বলিউডের একাধিক তারকা রাজ কাপুরকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ৷ হাজির হয়েছিলেন বিউটি কুইন রেখাও ৷ অভিনেত্রীকে আলিয়া থেকে শুরু করে অন্যান্য তারকাদের সঙ্গে খোশ মেজাজে কথা বলতে দেখা যায় ৷ তারমধ্যেই ভাইরাল হয় বিশেষ এই মুহূর্ত ৷

যখন রেখার সামনে আসেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা ৷ তাঁকে দেখামাত্র ভালোবাসার সঙ্গে জড়িয়ে ধরেন রেখা ৷ এরপর ভিডিয়োতে দেখা যায়, অমিতাভের নাতির গালে স্নেহের পরশ দেন রেখা ৷ অন্যদিকে, অগস্ত্যকে দেখা যায়, রেখাকে দেখে করজোড়ে নমস্কার করতে ৷ অগস্ত্যর পাশে দেখা গিয়েছে সিকন্দর খেরকেও ৷

যদিও এদিনের অনুষ্ঠানে অনুপস্থিত ছিল বচ্চন পরিবার ৷ করিশ্মা কাপুরের সঙ্গে অভিষেক বচ্চনের সম্পর্কে ছেদ পরার পর থেকে নাকি দুই পরিবার একে অপরের সঙ্গে কথা বলেননি ৷ তবে শ্বেতা নন্দার সঙ্গে কাপুর পরিবারের সদস্যদের খুব ভালো সম্পর্ক ৷ কারণ শ্বেতা বিয়ে করেন নিখিল নন্দাকে ৷ নিখিল রীতু নন্দার ছেলে ৷ রীতু আবার পরিচালক রাজ কাপুরের মেয়ে ৷ যে কারণেই নভ্যা-অগস্ত্যকে প্রায় সময়ই কাপুর পরিবারের সঙ্গে দেখা যায় ৷

উল্লেখ্য, 13 ডিসেম্বর থেকে শুরু হওয়া রাজ কাপুরের সিনেমা নিয়ে এই ফেস্টিভ্যাল শেষ হবে 15 তারিখ ৷ রাজ কাপুরের স্মরণীয় 10টি সিনেমা শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানো হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.