ETV Bharat / entertainment

নয়া ছবিতে সলমনের বিপরীতে 'সিকন্দর' রশ্মিকা! বি-টাউনে নতুন রসায়ন - SALMAN RASHMIKA NEW MOVIE - SALMAN RASHMIKA NEW MOVIE

Salman-Rashmika Movie: রণবীর কাপুরের সঙ্গে কাজ করে বিটাউনে নজর কাড়েন রশ্মিকা মন্দানা ৷ এবার সলমন খানের বিপরীতে কাজ করতে চলেছেন পুষ্পা অভিনেত্রী ৷ কোন ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে?

Salman-Rashmika Movie
সলমনের বিপরীতে 'সিকন্দর' রশ্মিকা! (এএনআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 9, 2024, 7:21 PM IST

হায়দরাবাদ, 9 মে: রশ্মিকা মন্দানা হতে চলেছেন সলমন খানের অভিনেত্রী ৷ সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল' খ্যাত অভিনেত্রীকে এবার দেখা যাবে 'সিকন্দর' ছবিতে ৷ প্রযোজনা করতে দেখা যাবে সাজিদ নাদিয়াদওয়ালাকে ৷ 'কিক' ছবির 10 বছর পর ফের সাজিদের সঙ্গে কাজ করতে চলেছেন ভাইজান সলমন ৷

এদিন প্রযোজনা সংস্থার তরফ থেকে সোশাল মিডিয়ায় জানানো হয় রশ্মিকা কাজ করতে চলেছেন সলমন খানের সঙ্গে ৷ ছবি পোস্ট করে লেখা হয়, "অসাধারণ অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে স্বাগত ৷ তাঁকে দেখা যাবে সলমন খানের বিপরীতে সিকন্দর ছবিতে ৷ অনস্ক্রিন কেমিষ্ট্রি দেখার জন্য অপেক্ষা করতে হবে 2025 সালের ঈদ পর্যন্ত ৷" অন্যদিকে, অভিনেত্রী রশ্মিকা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও খুশির এই খবর শেয়ার করেছেন ৷ তিনি লিখেছেন, "আমার অনুরাগীরা অনেকদিন ধরে জানতে চাইছিলেন আমার পরবর্তী প্রোজেক্ট সম্পর্কে ৷ অবশেষে প্রতীক্ষার অবসান ৷ আমি সত্যিই কৃতজ্ঞ ও সম্মানিত, সিকন্দর ছবির অংশ হতে পেরে ৷" ছবিটি পরিচালনা করবেন 'গজনি', 'হলিডে', 'আকিরা' খ্যাত পরিচালক এআর মুরুগাদোস ৷

উল্লেখ্য, 2014 সালে সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে শেষ কাজ করেছেন সলমন খান ৷ 'কিক' ছবির সুপার সাকসেসের পরও এই জুটিকে পরবর্তী ছবিতে দেখার জন্য অপেক্ষা করতে হল 10 বছর ৷ অন্যদিকে, দক্ষিণের অন্যতম অভিনেত্রী রশ্মিকা মন্দানা পর পর দুটি ছবিতে আলোড়ন ফেলেছেন বলিউডে ৷ একটি রণবীর কাপুরের বিপরীতে 'অ্যানিম্যাল' ও অপরটি আল্লু অর্জুনের বিপরীতে 'পুষ্পা' ছবিতে অভিনয় করে ৷ এবার তিনি হতে চলেছেন সলমন খানের অভিনেত্রী ৷

2022 সালে 'গুডবাই' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন রশ্মিকা মন্দানা ৷ এরপর তাঁকে দেখা গিয়েছে 'মিশন মজনু' ছবিতেও ৷ সলমনের পাশাপাশি ভিকি কৌশলের 'কাভা' ছবিতেও দেখা যাবে রশ্মিকাকে ৷ অন্যদিকে দক্ষিণে মুক্তির অপেক্ষায় রয়েছে আল্লু অর্জুনের সঙ্গে 'পুষ্পা:দ্য রুল' ও ধনুশের সঙ্গে 'কুবেরা' ৷

আরও পড়ুন:

1. 'হেডস অফ স্টেট' ছবির সেটে প্রিয়াঙ্কা, মুক্তি নিয়ে দিলেন বড় খবর

2. মেট গালার রেড কার্পেটে ডিজাইনার সব্যসাচী, তৈরি করলেন ইতিহাস

3. মেট গালায় সব্যসাচীর শাড়িতে 'ঐশ্বরিক' আলিয়া, রণবীর-জায়ায় মুগ্ধ নেটপাড়া

হায়দরাবাদ, 9 মে: রশ্মিকা মন্দানা হতে চলেছেন সলমন খানের অভিনেত্রী ৷ সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল' খ্যাত অভিনেত্রীকে এবার দেখা যাবে 'সিকন্দর' ছবিতে ৷ প্রযোজনা করতে দেখা যাবে সাজিদ নাদিয়াদওয়ালাকে ৷ 'কিক' ছবির 10 বছর পর ফের সাজিদের সঙ্গে কাজ করতে চলেছেন ভাইজান সলমন ৷

এদিন প্রযোজনা সংস্থার তরফ থেকে সোশাল মিডিয়ায় জানানো হয় রশ্মিকা কাজ করতে চলেছেন সলমন খানের সঙ্গে ৷ ছবি পোস্ট করে লেখা হয়, "অসাধারণ অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে স্বাগত ৷ তাঁকে দেখা যাবে সলমন খানের বিপরীতে সিকন্দর ছবিতে ৷ অনস্ক্রিন কেমিষ্ট্রি দেখার জন্য অপেক্ষা করতে হবে 2025 সালের ঈদ পর্যন্ত ৷" অন্যদিকে, অভিনেত্রী রশ্মিকা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও খুশির এই খবর শেয়ার করেছেন ৷ তিনি লিখেছেন, "আমার অনুরাগীরা অনেকদিন ধরে জানতে চাইছিলেন আমার পরবর্তী প্রোজেক্ট সম্পর্কে ৷ অবশেষে প্রতীক্ষার অবসান ৷ আমি সত্যিই কৃতজ্ঞ ও সম্মানিত, সিকন্দর ছবির অংশ হতে পেরে ৷" ছবিটি পরিচালনা করবেন 'গজনি', 'হলিডে', 'আকিরা' খ্যাত পরিচালক এআর মুরুগাদোস ৷

উল্লেখ্য, 2014 সালে সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে শেষ কাজ করেছেন সলমন খান ৷ 'কিক' ছবির সুপার সাকসেসের পরও এই জুটিকে পরবর্তী ছবিতে দেখার জন্য অপেক্ষা করতে হল 10 বছর ৷ অন্যদিকে, দক্ষিণের অন্যতম অভিনেত্রী রশ্মিকা মন্দানা পর পর দুটি ছবিতে আলোড়ন ফেলেছেন বলিউডে ৷ একটি রণবীর কাপুরের বিপরীতে 'অ্যানিম্যাল' ও অপরটি আল্লু অর্জুনের বিপরীতে 'পুষ্পা' ছবিতে অভিনয় করে ৷ এবার তিনি হতে চলেছেন সলমন খানের অভিনেত্রী ৷

2022 সালে 'গুডবাই' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন রশ্মিকা মন্দানা ৷ এরপর তাঁকে দেখা গিয়েছে 'মিশন মজনু' ছবিতেও ৷ সলমনের পাশাপাশি ভিকি কৌশলের 'কাভা' ছবিতেও দেখা যাবে রশ্মিকাকে ৷ অন্যদিকে দক্ষিণে মুক্তির অপেক্ষায় রয়েছে আল্লু অর্জুনের সঙ্গে 'পুষ্পা:দ্য রুল' ও ধনুশের সঙ্গে 'কুবেরা' ৷

আরও পড়ুন:

1. 'হেডস অফ স্টেট' ছবির সেটে প্রিয়াঙ্কা, মুক্তি নিয়ে দিলেন বড় খবর

2. মেট গালার রেড কার্পেটে ডিজাইনার সব্যসাচী, তৈরি করলেন ইতিহাস

3. মেট গালায় সব্যসাচীর শাড়িতে 'ঐশ্বরিক' আলিয়া, রণবীর-জায়ায় মুগ্ধ নেটপাড়া

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.