ETV Bharat / entertainment

অনন্ত-রাধিকার প্রাক্ বিয়ের অনুষ্ঠানে 'হবু মা' দীপিকাকে আগলালেন রণবীর - Anant Radhika Wedding

Ranveer-Deepika at Jamnagar: জোরকদমে শুরু অনন্ত অম্বানি-রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং সেরেমনি ৷ একে একে বিদেশের নানা ব্যক্তিত্বরা পৌঁছানোর পাশাপাশি উপস্থিত বলিউড তারকারাও ৷ হাজির হবু বাবা-মা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনও ৷ হবু মায়ের প্রতি রণবীরের বিশেষ যত্ন মন ভালো করে দিয়েছে সকলের ৷

Etv Bharat
জামনগের রণবীর সিং-দীপিকা পাড়ুকোন
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 1, 2024, 1:37 PM IST

হবু মা দীপিকাকে দু'হাতে আগলালেন রণবীর

হায়দরাবাদ, 1 মার্চ: অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন ৷ হবু মা-কে বেশ আগলে রেখে 'গুড হাজব্যান্ড'-এর দায়িত্ব সামলালেন রণবীর সিং ৷ বৃহস্পতিবারই সোশাল মিডিয়ায় খুশির খবর জানিয়েছেন দীপিকা ৷ তাঁদের জীবনে আসতে চলেছে নতুন সদস্য ৷ ফলে এখন থেকেই অতিরিক্ত সাবধানে থাকতে হবে মস্তানি অভিনেত্রীকে ৷ এই পরিস্থিতিতে রণবীরের কেয়ারনেস নজর কেড়েছে নেটিজেনদের ৷

মূলত, গুজরাতের জামনগরে বেশ কয়েকদিন ধরেই চলছে ভিভিআইপিদের আনাগোনা ৷ গতকালই অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের পরিবার সেরেছে অন্নসেবা অনুষ্ঠান ৷ পয়লা মার্চ থেকে শুরু প্রি-ওয়েডিং সেরেমনি ৷ সেখানেই দেশ-বিদেশের একাধিক ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন ৷ পৌঁছেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনও ৷

এদিন মুম্বই বিমান বন্দরে হবু মা-বাবাকে শুভেচ্ছা জানান পাপারাৎজিরা ৷ কেক ও ফুল দিয়ে অভিনন্দন জানান নুতন সূচনার ৷ এরপর জামনগর পৌঁছতেই বাজিরাও মস্তানিকে একঝলক দেখতে ভিড় জমান সাধারণ মানুষ ৷ পাশাপাশি পাপারাৎজিরা ব্যস্ত হয়ে পড়েন ছবি তুলতে ৷ সেখানেই দু'হাত দিয়ে দীপিকাকে 'এসকর্ট'কে করে নিয়ে যেতে দেখা যায় রণবীরকে ৷ সেই ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই 'খিলজি'র প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা ৷

ভিডিয়োতে দেখা যায়, অতিরিক্ত ভিড়ের মধ্যে দীপিকাকে সামনে রেখে দু'হাত প্রসারিত করে 'দীপু'কে আগলে রাখেন রণবীর ৷ তারপর ধীরে ধীরে ওই ভাবেই তাঁকে নিয়ে যায় গাড়ির দিকে ৷ এদিন রণবীর ও দীপিকা দু'জনেই বেছে নিয়েছিলেন সাদা রঙের পোশাক ৷ সিম্পল অথচ এলিগ্যান্ট লুক নজর কাড়ে সকলের ৷ পাশাপাশি, প্রি-ওয়েডিং সেরেমনিতে উপস্থিত থাকতে জানমগর পৌঁছে গিয়েছেন প্রযোজক বনি কাপুর, পরিচালক অয়ন মুখোপাধ্যায় ও অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ও ৷ আগেই পৌঁছে গিয়েছেন সলমন খান, মেটা অধিকর্তা মার্ক জুকেরবার্গ-সহ আরও অনেকেই ৷ পৌঁছে গিয়েছে টিম রিহানাও ৷

অন্যদিকে, কেন গুজরাতের জামনগরকে বিশেষ এই অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হয়েছে, তার ব্যাখ্যা করে একটি ভিডিয়ো শেয়ার করেছেন অনন্ত অম্বানি মা তথা মুকেশ অম্বানির স্ত্রী নীতা অম্বানি ৷ তাঁদের পরিবারের সঙ্গে গুজরাতের সম্পর্ক, সেখানকার সংস্কৃতি ও ঐতিহ্যের পাশাপাশি কীভাবে জীবনে এগিয়ে যেতে এই গুজরাত থেকেই সফর শুরু করেছিলেন, তার একটা ছোট্ট ব্যাখ্যা শুনিয়েছেন নীতা অম্বানি ৷ সব মিলিয়ে এই তিনদিন জামনগরে উল্লেখযোগ্য একাধিক চমকের সাক্ষী থাকতে চলেছে বিশ্ববাসী ৷

আরও পড়ুন

1. রণবীর-দীপিকার জীবনে আসছে নতুন সদস্য, কবে জেনে নিন

2. জামনগরে তারকাদের হাট, অন্নসেবায় শুভ সূচনা অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং

3. অম্বানি-পুত্রের প্রাক-বিবাহ অনুষ্ঠানে জামনগরে চাঁদের হাট, উপস্থিত রিহানা থেকে সলমন

হবু মা দীপিকাকে দু'হাতে আগলালেন রণবীর

হায়দরাবাদ, 1 মার্চ: অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন ৷ হবু মা-কে বেশ আগলে রেখে 'গুড হাজব্যান্ড'-এর দায়িত্ব সামলালেন রণবীর সিং ৷ বৃহস্পতিবারই সোশাল মিডিয়ায় খুশির খবর জানিয়েছেন দীপিকা ৷ তাঁদের জীবনে আসতে চলেছে নতুন সদস্য ৷ ফলে এখন থেকেই অতিরিক্ত সাবধানে থাকতে হবে মস্তানি অভিনেত্রীকে ৷ এই পরিস্থিতিতে রণবীরের কেয়ারনেস নজর কেড়েছে নেটিজেনদের ৷

মূলত, গুজরাতের জামনগরে বেশ কয়েকদিন ধরেই চলছে ভিভিআইপিদের আনাগোনা ৷ গতকালই অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের পরিবার সেরেছে অন্নসেবা অনুষ্ঠান ৷ পয়লা মার্চ থেকে শুরু প্রি-ওয়েডিং সেরেমনি ৷ সেখানেই দেশ-বিদেশের একাধিক ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন ৷ পৌঁছেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনও ৷

এদিন মুম্বই বিমান বন্দরে হবু মা-বাবাকে শুভেচ্ছা জানান পাপারাৎজিরা ৷ কেক ও ফুল দিয়ে অভিনন্দন জানান নুতন সূচনার ৷ এরপর জামনগর পৌঁছতেই বাজিরাও মস্তানিকে একঝলক দেখতে ভিড় জমান সাধারণ মানুষ ৷ পাশাপাশি পাপারাৎজিরা ব্যস্ত হয়ে পড়েন ছবি তুলতে ৷ সেখানেই দু'হাত দিয়ে দীপিকাকে 'এসকর্ট'কে করে নিয়ে যেতে দেখা যায় রণবীরকে ৷ সেই ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই 'খিলজি'র প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা ৷

ভিডিয়োতে দেখা যায়, অতিরিক্ত ভিড়ের মধ্যে দীপিকাকে সামনে রেখে দু'হাত প্রসারিত করে 'দীপু'কে আগলে রাখেন রণবীর ৷ তারপর ধীরে ধীরে ওই ভাবেই তাঁকে নিয়ে যায় গাড়ির দিকে ৷ এদিন রণবীর ও দীপিকা দু'জনেই বেছে নিয়েছিলেন সাদা রঙের পোশাক ৷ সিম্পল অথচ এলিগ্যান্ট লুক নজর কাড়ে সকলের ৷ পাশাপাশি, প্রি-ওয়েডিং সেরেমনিতে উপস্থিত থাকতে জানমগর পৌঁছে গিয়েছেন প্রযোজক বনি কাপুর, পরিচালক অয়ন মুখোপাধ্যায় ও অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ও ৷ আগেই পৌঁছে গিয়েছেন সলমন খান, মেটা অধিকর্তা মার্ক জুকেরবার্গ-সহ আরও অনেকেই ৷ পৌঁছে গিয়েছে টিম রিহানাও ৷

অন্যদিকে, কেন গুজরাতের জামনগরকে বিশেষ এই অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হয়েছে, তার ব্যাখ্যা করে একটি ভিডিয়ো শেয়ার করেছেন অনন্ত অম্বানি মা তথা মুকেশ অম্বানির স্ত্রী নীতা অম্বানি ৷ তাঁদের পরিবারের সঙ্গে গুজরাতের সম্পর্ক, সেখানকার সংস্কৃতি ও ঐতিহ্যের পাশাপাশি কীভাবে জীবনে এগিয়ে যেতে এই গুজরাত থেকেই সফর শুরু করেছিলেন, তার একটা ছোট্ট ব্যাখ্যা শুনিয়েছেন নীতা অম্বানি ৷ সব মিলিয়ে এই তিনদিন জামনগরে উল্লেখযোগ্য একাধিক চমকের সাক্ষী থাকতে চলেছে বিশ্ববাসী ৷

আরও পড়ুন

1. রণবীর-দীপিকার জীবনে আসছে নতুন সদস্য, কবে জেনে নিন

2. জামনগরে তারকাদের হাট, অন্নসেবায় শুভ সূচনা অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং

3. অম্বানি-পুত্রের প্রাক-বিবাহ অনুষ্ঠানে জামনগরে চাঁদের হাট, উপস্থিত রিহানা থেকে সলমন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.