হায়দরাবাদ, 8 সেপ্টেম্বর: কন্যাসন্তানের জন্ম দিলেন দীপিকা পাড়ুকোন ৷ রবিবার সোশাল মিডিয়ায় প্রথম সন্তানের আগমনের কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং জুটি ৷ এ দিন ইনস্টাগ্রামে এই পাওয়ার কাপল লেখেন, "স্বাগত আমাদের কন্যা ৷" আর দীপবীরের এই ঘোষণার পরই শুভেচ্ছা বার্তায় ভরে যায় কমেন্ট বক্স ৷ আলিয়া ভাট থেকে প্রিয়াঙ্কা চোপড়া, নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি বলিউডের অন্য মায়েরা ৷
দীপবীরের পোস্টে গিয়ে হৃদয় এঁকে দেন রাহার মা ৷ নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সেলিব্রেশন ইমোজি দেন তিনি । তাঁর সঙ্গে যোগ দেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও ৷ তিনি রণবীর ও দীপিকাকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ একইসঙ্গে ক্যাটরিনা কাইফ, কৃতি সানন, পূজা হেগড়ে, শর্বরী-সহ অন্যান বিটাউনের সেলেবরাও নতুন বাবা-মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন । রণবীর সিংয়ের ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা অর্জুন কাপুর ৷ তিনিও দীপবীরকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ বন্ধুর মেয়ের আগমনে অর্জুন সোশাল মিডিয়ায় লেখেন, "লক্ষ্মী আয়ি হ্যায় !!! ❤️"
এ দিন সোশাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে, চর্চায় দীপিকা-রণবীরের সন্তান আগমনের খবর ৷ ইতিমধ্যে দীপবীরের কোল আলো করে সন্তান আসার খবরের পোস্টটি কয়েক লক্ষ মানুষের ভালোবাসা কুড়িয়েছে ৷ অনেকে অনুরাগী তো আবার দীপবীরের মেয়ের নামও বেছে দিচ্ছেন ৷ কেউ বলছেন, 'রণবীকা', তো কেউ আবার নাম দিচ্ছেন 'দীরা '৷ অনেকে এও লিখছেন, 'ছোট দীপিকাকে দেখার জন্য আমরা উৎসুক হয়ে বসে আছি' ৷
সোশাল মিডিয়ায় পোস্ট করলেও দীপবীর এখনও সন্তানের কোনও ছবি প্রকাশ্যে আনেননি ৷ এর আগে অনুষ্কা শর্মা-বিরাট কোহলি থেকে আলিয়া ভাট-রণবীর কাপুরও নিজেদের সন্তানকে জন্মের পর আড়ালে রেখেছিলেন ৷ পরে যদিও রণলিয়া জুটি মেয়ে রাহাকে ক্যামেরার সামনে এনে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন ৷ কিন্তু বিরুষ্কা জুটি তা অনুসরণ করেনি ৷ এখনও তাঁদের দুই সন্তান প্রকাশ্যে আনা হয়নি ৷ দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংও এখন সেই পথে হাঁটেন কি না তাই দেখার অপেক্ষা ৷