হায়দরাবাদ, 20 এপ্রিল: গত বছর ডিসেম্বরের শুরুতে মুক্তি পেয়েছিল রণবীর কাপুরের 'অ্যানিম্যাল' ৷ 'ব্রহ্মাস্ত্র' অভিনেতার কেরিয়ারে অনবদ্য এই ছবি শুধু জনপ্রিয়তার শিখরে নিয়ে যায়নি, বক্সঅফিসেও ম্যাজিক দেখিয়েছে ৷ ছবির সাফল্য পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে ৷ তাই অ্যানিম্যাল ছবিতে দর্শক যে বিনোদন পেয়েছে তার থেকে বেশি মশালা 'অ্যানিম্যাল পার্ক' ছবিতে দিতে প্রস্তুত পরিচালক ৷
সূত্রের খবর, 2025 সালে অ্যানিম্যাল পার্ক ছবির শুটিং হওয়ার কথা জানিয়েছিলেন পরিচালক সন্দীপ ৷ তবে সেই সময় আরও পিছিয়ে গেল বলে জানা গিয়েছে ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন, 2025-এ নয়, 2026 সালে শুরু হবে 'অ্যানিম্যাল পার্ক' ছবির শুটিং ৷ পরিচালক আরও ইঙ্গিত দিয়েছেন যে এবার রণবীর কাপুরকে এমনভাবে তিনি সামনে আনবেন যার ভয়াবহতা হার মানাবে আগের ছবিকেও ৷
কেমন হবে 'অ্যানিম্যাল পার্ক', সূত্র মারফত তার একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে ৷ জানা গিয়েছে, রণবীর তথা রণবিজয় ও রশ্মিকা তথা গীতাঞ্জলির চরিত্র নতুন মোড় নেবে এই ছবিতে ৷ সম্পর্কের টানাপোড়েনের নতুন গাঁথনি শুরু হবে সেখান থেকেই ৷ এছাড়াও রণবীরের দ্বৈত চরিত্রতেও থাকছে চমক ৷ সেখানে রণবিজয় ও তাঁর নকল চরিত্রের নানা সিকোয়ন্স জমাটি হতে চলেছে বলে জানা গিয়েছে ৷
আপাতত, রণবীর নিজেকে ব্যস্ত রেখেছেন 'রামায়ণ' ছবির প্রস্তুতি নিয়ে ৷ অন্যদিকে, সন্দীপ সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন অভিনেতা আদিল হুসেনের সঙ্গে ৷ 'কবীর' সিং ছবিতে অভিনয় নিয়ে নিজের ভুল স্বীকারের পরেই আদিলকে একহাত নিয়েছেন পরিচালক সন্দীপ ৷ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আদিলের মুখ তিনি বদলে দেবেন এই আই প্রযুক্তির মাধ্যমে ৷ তাহলে আর 'রিগ্রেট' করতে হবে না আদিল হুসেনকে ৷
আরও পড়ুন
1. প্রকাশ্যে বাফটা-র তারিখ, পাশাপাশি সামনে এল কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল পোস্টার
2. লরেন্স বিষ্ণোইয়ের নামে সলমনের বাড়ির সামনে থেকে ক্যাব বুক, গ্রেফতার অভিযুক্ত
3. দেশের উন্নয়নে কাকে চায় জেন জি, ভিডিয়ো বার্তায় জানালেন কিরণ খের