ETV Bharat / entertainment

মাদক চক্রে জড়িত! গ্রেফতার অভিনেত্রী রাকুলপ্রীত সিংয়ের ভাই - Rakul Preet Singh brother arrested

Rakul Preet Singh's brother Arrested: মাদক অভিযানে হাতেনাতে ধরা পড়লেন বলিউড অভিনেত্রী রাকুলপ্রীত সিংয়ের ভাই আমন প্রীত সিং ৷ তেলেঙ্গানা অ্যান্টি-নারকোটিক্স ব্যুরো এবং হায়দরাবাদের নরসিঙ্গি পুলিশের যৌথ অভিযানে আমন ছাড়াও গ্রেফতার হয়েছেন আরও নয়জন ৷

Rakul Preet Singh's brother Arrested
গ্রেফতার অভিনেত্রী রাকুলপ্রীত সিংয়ের ভাই (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 16, 2024, 10:39 AM IST

হায়দরাবাদ, 16 জুলাই: বড় বিপদে পড়েছেন রাকুলপ্রীত সিং ৷ নিষিদ্ধ মাদকের গ্রাহক হিসাবে পুলিশ সোমবার গ্রেফতার করেছে রাকুলের ভাই আমনপ্রীত সিংকে ৷ এই ঘটনায় রাকুলের ভাইকে নিয়ে মোট 10 জন পুলিশের জালে ধরা পড়ছে ৷ সাইবেরাবাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর মধ্যে পাঁচ মাদক কারবারিও রয়েছেন ৷ তেলেঙ্গানা অ্যান্টি-নারকোটিক্স ব্যুরো এবং হায়দরাবাদের নরসিঙ্গি পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে 199 গ্রাম নিষিদ্ধ মাদক ৷ যার বাজারমূল্য প্রায় 35 লাখ টাকা ৷

বিশ্বস্ত সূত্রের খবর, যৌথ অভিযান চালানো হয়েছিল বিশাল নগরের এক ফ্ল্যাটে ৷ সেখান থেকে 199 গ্রামের নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে ৷ এই প্রসঙ্গে ডিসিপি রাজেন্দ্র নগর শ্রীনিবাস বলেন, "এখন পর্যন্ত পাঁচজনকে এনে পরীক্ষা করানো হয়েছে ৷ প্রত্যেকের শরীরে মাদকের অস্তিত্ব পাওয়া গিয়েছে ৷ তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে ৷ নিষিদ্ধ মাদক ব্যবহারের তালিকায় রয়েছেন অনিকেত রেড্ডি, প্রসাদ, আমনপ্রীত সিং, মধূসুদন ও নিখিল দমন ৷ পুলিশের হেফাজতে প্রত্যেককে রাখা হবে ৷ শারীরিক পরীক্ষার পর আদালতে তোলা হবে ৷

পুলিশ আধিকারিকদের তরফে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে টিজিএএনবি এবং নরসিঙ্গি পুলিশ হায়দার শাকোটের বিশাল নগরের জনব ফোর্ট ভিউ অ্যাপার্টমেন্টের 202 নম্বর ফ্ল্যাটে অভিযান চালায় ৷ দুই বিদেশী নাগরিক-সহ পাঁচজনকে আটক করা হয় ৷ তাঁদের মধ্যে রয়েছেন আজিজ নোহিম আদেশোলা (29) ৷ তিনি নাইজেরিয়ার লাগোসের বাসিন্দা ৷

অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমের বাসিন্দা আল্লাম সত্য ভেঙ্কটা গৌথাম (31), অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার অমলাপুরমের বাসিন্দা সানাবোইনা বরুণ কুমার (42) এবং রাঙ্গারেডি জেলার বাসিন্দা মহম্মদ মাহাবুব শরীফ (36)। মাহাবুবকে পরে গ্রেফতার করে পুলিশ ৷অভিযানে পুলিশ দু'টি পাসপোর্ট, দু'টি মোটরসাইকেল, দশটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে ৷

হায়দরাবাদ, 16 জুলাই: বড় বিপদে পড়েছেন রাকুলপ্রীত সিং ৷ নিষিদ্ধ মাদকের গ্রাহক হিসাবে পুলিশ সোমবার গ্রেফতার করেছে রাকুলের ভাই আমনপ্রীত সিংকে ৷ এই ঘটনায় রাকুলের ভাইকে নিয়ে মোট 10 জন পুলিশের জালে ধরা পড়ছে ৷ সাইবেরাবাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর মধ্যে পাঁচ মাদক কারবারিও রয়েছেন ৷ তেলেঙ্গানা অ্যান্টি-নারকোটিক্স ব্যুরো এবং হায়দরাবাদের নরসিঙ্গি পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে 199 গ্রাম নিষিদ্ধ মাদক ৷ যার বাজারমূল্য প্রায় 35 লাখ টাকা ৷

বিশ্বস্ত সূত্রের খবর, যৌথ অভিযান চালানো হয়েছিল বিশাল নগরের এক ফ্ল্যাটে ৷ সেখান থেকে 199 গ্রামের নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে ৷ এই প্রসঙ্গে ডিসিপি রাজেন্দ্র নগর শ্রীনিবাস বলেন, "এখন পর্যন্ত পাঁচজনকে এনে পরীক্ষা করানো হয়েছে ৷ প্রত্যেকের শরীরে মাদকের অস্তিত্ব পাওয়া গিয়েছে ৷ তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে ৷ নিষিদ্ধ মাদক ব্যবহারের তালিকায় রয়েছেন অনিকেত রেড্ডি, প্রসাদ, আমনপ্রীত সিং, মধূসুদন ও নিখিল দমন ৷ পুলিশের হেফাজতে প্রত্যেককে রাখা হবে ৷ শারীরিক পরীক্ষার পর আদালতে তোলা হবে ৷

পুলিশ আধিকারিকদের তরফে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে টিজিএএনবি এবং নরসিঙ্গি পুলিশ হায়দার শাকোটের বিশাল নগরের জনব ফোর্ট ভিউ অ্যাপার্টমেন্টের 202 নম্বর ফ্ল্যাটে অভিযান চালায় ৷ দুই বিদেশী নাগরিক-সহ পাঁচজনকে আটক করা হয় ৷ তাঁদের মধ্যে রয়েছেন আজিজ নোহিম আদেশোলা (29) ৷ তিনি নাইজেরিয়ার লাগোসের বাসিন্দা ৷

অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমের বাসিন্দা আল্লাম সত্য ভেঙ্কটা গৌথাম (31), অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার অমলাপুরমের বাসিন্দা সানাবোইনা বরুণ কুমার (42) এবং রাঙ্গারেডি জেলার বাসিন্দা মহম্মদ মাহাবুব শরীফ (36)। মাহাবুবকে পরে গ্রেফতার করে পুলিশ ৷অভিযানে পুলিশ দু'টি পাসপোর্ট, দু'টি মোটরসাইকেল, দশটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.