ETV Bharat / entertainment

দু'দশক পরেও বাংলা সিনেমায় রাখির দাপট, গর্বিত 'আমার বস' টিম - 55TH IFFI

21 বছর পর বাংলা সিনেমায় ফিরেছেন অভিনেত্রী রাখি গুলজার তথা সকলের প্রিয় রাঙাপিসি ৷ ছবি মুক্তির আগেই জাতীয় স্তরে খ্যাতি পেলেন অভিনেত্রী ৷

amar boss Bengali cinema
মুক্তির অপেক্ষায় 'আমার বস' (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 25, 2024, 1:36 PM IST

কলকাতা, 25 অক্টোবর: ছবি মুক্তির আগেই নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মুকুটে জুড়ল নতুন পালক ৷
'55তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া'র ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে মনোনীত হয়েছে নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত উইন্ডোজের আসন্ন বাংলা ছবি 'আমার বস'। এই ছবির হাত ধরেই দীর্ঘ সময় পর সিনেপর্দায় দেখা যাবে রাখি গুলজারকে ৷ শুক্রবার উইন্ডোজের তরফে সোশাল মিডিয়ায় খুশির খবর ভাগ করে নেওয়া হয়েছে ৷

সামাজিক মাধ্যমে টিম উইন্ডোজ লিখেছে 'আমরা গর্বিত'। এমন খবরে উচ্ছ্বসিত অভিনেত্রী শ্রুতি দাসও ৷ এই ছবির হাত ধরেই ধারাবাহিক থেকে সিনেপর্দায় যাত্রা শুরু করেছেন অভিনেত্রী ৷ তার সঙ্গে ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হলে 'রাঙাবউ' খ্যাত অভিনেত্রী বলেন, "আমি ভীষণ খুশি। 55 তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া'র ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে এই ছবি মনোনীত হওয়ায় গর্ব হচ্ছে ৷"

তিনি আরও বলেন, "এখনও ভাবলে স্বপ্নের মতো লাগে যে এত বড় প্রোডাকশন হাউজ অডিশন না নিয়েই আমায় এত বড় সুযোগ ও দায়িত্ব দিয়েছিল। এক বছর হতে চলল আমার এই স্বপ্নপূরণের। উইন্ডোজ আমার কাজ না থাকাকালীনও আমার পাশে থেকেছে মানসিকভাবে। আমিও উইন্ডোজের সঙ্গে সারাজীবন থাকব এভাবেই। চিরকাল কৃতজ্ঞ থাকব শিবুদা আর নন্দিতাদির পাশাপাশি গোটা টিমের কাছে।" পাশাপাশি, ছবির এই সাফল্যকে মায়ের জন্মদিনে বিশেষ উপহার হিসাবে উৎসর্গ করেছেন অভিনেত্রী শ্রুতি ৷

প্রসঙ্গত, সিনেপ্রেমীদের মনে আজও 'শুভ মহরৎ'-এর রাঙাপিসির উজ্জ্বল উপস্থিতি রয়েছে ৷ তারপর কেটে গিয়েছে দু'দশকের বেশি সময় ৷ ফের বাংলা ছবিতে ফিরলেন রাখি গুলজার ৷ ঋতুপর্ণ ঘোষের 'শুভ মহরৎ' ছবিতে রাঙা পিসির চরিত্রের জন্য 'বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেস' হিসেবে জাতীয় পুরস্কার পান রাখি গুলজার। এরপর 2019 সালে গৌতম হালদারের পরিচালনায় 'নির্বাণ' ছবিতে অভিনয় করেন তিনি। যদিও ছবিটি মুক্তি পায়নি।

সেই অর্থে 21 বছর পর শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের হাত ধরে বাংলা সিনেমায় ফিরলেন রাখি ৷ ছবিতে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ছাড়াও রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, ঐশ্বর্য সেন, শ্রুতি দাস-সহ আরও অনেকে৷

উল্লেখ্য, 'আমার বস' ছাড়াও চলচ্চিত্র উৎসবে দেখানো হবে আরও দু'টি বাংলা ছবি- সৌকর্য ঘোষাল পরিচালিত ‘ভূতপরী’ আর সৌরভ পালোধী পরিচালিত ‘অঙ্ক কি কঠিন’। 'ভূতপরী'তে জয়া এহসান রয়েছেন মুখ্য ভূমিকায়। ছবিতে তিনি ভূতের চরিত্রে। সৌরভ পালোধির 'অঙ্ক কি কঠিন'-এর হিরো তিন শিশু । যাদের মধ্যে একজন বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, আরেকজন ইঞ্জিনিয়ার হতে চায়, আরেকজন মায়ের মতো নার্স হতে চায় । পাশাপাশি, টুয়েলভথ ফেল’, ‘কল্কি 2898 এডি’-র মতো ছবি রয়েছে মেনস্ট্রিম ফিচার ফিল্ম বিভাগে।

কলকাতা, 25 অক্টোবর: ছবি মুক্তির আগেই নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মুকুটে জুড়ল নতুন পালক ৷
'55তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া'র ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে মনোনীত হয়েছে নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত উইন্ডোজের আসন্ন বাংলা ছবি 'আমার বস'। এই ছবির হাত ধরেই দীর্ঘ সময় পর সিনেপর্দায় দেখা যাবে রাখি গুলজারকে ৷ শুক্রবার উইন্ডোজের তরফে সোশাল মিডিয়ায় খুশির খবর ভাগ করে নেওয়া হয়েছে ৷

সামাজিক মাধ্যমে টিম উইন্ডোজ লিখেছে 'আমরা গর্বিত'। এমন খবরে উচ্ছ্বসিত অভিনেত্রী শ্রুতি দাসও ৷ এই ছবির হাত ধরেই ধারাবাহিক থেকে সিনেপর্দায় যাত্রা শুরু করেছেন অভিনেত্রী ৷ তার সঙ্গে ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হলে 'রাঙাবউ' খ্যাত অভিনেত্রী বলেন, "আমি ভীষণ খুশি। 55 তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া'র ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে এই ছবি মনোনীত হওয়ায় গর্ব হচ্ছে ৷"

তিনি আরও বলেন, "এখনও ভাবলে স্বপ্নের মতো লাগে যে এত বড় প্রোডাকশন হাউজ অডিশন না নিয়েই আমায় এত বড় সুযোগ ও দায়িত্ব দিয়েছিল। এক বছর হতে চলল আমার এই স্বপ্নপূরণের। উইন্ডোজ আমার কাজ না থাকাকালীনও আমার পাশে থেকেছে মানসিকভাবে। আমিও উইন্ডোজের সঙ্গে সারাজীবন থাকব এভাবেই। চিরকাল কৃতজ্ঞ থাকব শিবুদা আর নন্দিতাদির পাশাপাশি গোটা টিমের কাছে।" পাশাপাশি, ছবির এই সাফল্যকে মায়ের জন্মদিনে বিশেষ উপহার হিসাবে উৎসর্গ করেছেন অভিনেত্রী শ্রুতি ৷

প্রসঙ্গত, সিনেপ্রেমীদের মনে আজও 'শুভ মহরৎ'-এর রাঙাপিসির উজ্জ্বল উপস্থিতি রয়েছে ৷ তারপর কেটে গিয়েছে দু'দশকের বেশি সময় ৷ ফের বাংলা ছবিতে ফিরলেন রাখি গুলজার ৷ ঋতুপর্ণ ঘোষের 'শুভ মহরৎ' ছবিতে রাঙা পিসির চরিত্রের জন্য 'বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেস' হিসেবে জাতীয় পুরস্কার পান রাখি গুলজার। এরপর 2019 সালে গৌতম হালদারের পরিচালনায় 'নির্বাণ' ছবিতে অভিনয় করেন তিনি। যদিও ছবিটি মুক্তি পায়নি।

সেই অর্থে 21 বছর পর শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের হাত ধরে বাংলা সিনেমায় ফিরলেন রাখি ৷ ছবিতে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ছাড়াও রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, ঐশ্বর্য সেন, শ্রুতি দাস-সহ আরও অনেকে৷

উল্লেখ্য, 'আমার বস' ছাড়াও চলচ্চিত্র উৎসবে দেখানো হবে আরও দু'টি বাংলা ছবি- সৌকর্য ঘোষাল পরিচালিত ‘ভূতপরী’ আর সৌরভ পালোধী পরিচালিত ‘অঙ্ক কি কঠিন’। 'ভূতপরী'তে জয়া এহসান রয়েছেন মুখ্য ভূমিকায়। ছবিতে তিনি ভূতের চরিত্রে। সৌরভ পালোধির 'অঙ্ক কি কঠিন'-এর হিরো তিন শিশু । যাদের মধ্যে একজন বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, আরেকজন ইঞ্জিনিয়ার হতে চায়, আরেকজন মায়ের মতো নার্স হতে চায় । পাশাপাশি, টুয়েলভথ ফেল’, ‘কল্কি 2898 এডি’-র মতো ছবি রয়েছে মেনস্ট্রিম ফিচার ফিল্ম বিভাগে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.