হায়দরাবাদ, 31 অগস্ট: এক গাল দাড়ি, মাথায় ঝাঁকড়া চুল, হাতে রাইফেল ৷ কঠোর দৃষ্টিতে তাকিয়ে লক্ষ্যের দিকে ৷ 40তম জন্মদিনে এমনই লুক দর্শকদের উপহার দিলেন অভিনেতা রাজকুমার রাও ৷ 'স্ত্রী 2'-এর সাফল্যের মাঝে নতুন ছবির ঘোষণা অভিনেতার ৷ সোশাল মিডিয়ায় শেয়ার করলেন 'মালিক' ছবির প্রথম পোস্টার ৷
এদিন রাজকুমার রাও সোশাল মিডিয়ায় লেখেন, "মালিকের দুনিয়ায় আপনাদের স্বাগত ৷ শুট শুরু হয়ে গিয়েছে ৷ খুব তাড়াতাড়ি দেখা হবে ৷" এমন পোস্টার সামনে আসতেই উচ্ছ্বসিত অনুরাগীরা ৷ অল্প সময়ের মধ্যে লাখো ভিউ ও কমেন্ট পড়তে থাকে সোশাল মিডিয়া সেকশনে ৷ কেউ লিখেছেন, "নতুন মিশনে রাজকুমার ৷" কেউ আবার লিখেছেন, "অপেক্ষায় রইলাম ৷"
যদি পোস্টারের দিকে নজর দেওয়া হয়, তাহলে বোঝাই যাবে খোলস ছাড়ছেন অভিনেতা রাজকুমার ৷ অর্থাৎ স্ত্রী 2 ছবিতে রোমান্টিকে ভরা, ভীতু কিন্তু বীরপুরুষ রাজকুমার এবার একেবারে অ্যাকশন মোডে ৷ যিনি লড়াই করতে ভয় পেতেন এবার তাঁকেই দেখা যাবে রাইফেল হাতে গুলি চালাতে ৷ শুধু তাই নয়, পুলিশের জিপের উপর দাঁড়িয়ে রাজকুমারের তীর্যক দৃষ্টি বলে দিচ্ছে এই যুদ্ধ হতে চলেছে ক্ষমতা আর কন্ট্রোলের ৷
ছবি পরিচালনা করছেন পুলকিত ৷ প্রযোজনা করছেন টিপস ফিল্মসের কুমার তৌরানি ও নর্দান লাইটস ফিল্মসের জয় শেওক্রমণি ৷ ছবি নিয়ে বিস্তারিত এখনও প্রকাশ্যে আনেননি নির্মাতারা ৷ এমনকী, রাজকুমারের বিপরীতে কোন অভিনেত্রীকে দেখা যাবে তাও স্পষ্ট নয় ৷ তবে বোঝা যাচ্ছে, অন্ধকার জগতে দাপট করতে আসছেন 'মালিক' ৷