ETV Bharat / entertainment

খুনের কিনারা করতে ডুয়ার্সে পাড়ি ইন্সপেক্টর নলিনীকান্তর, ঘনীভূত হচ্ছে রহস্যের জাল - Inspector Nalinikanta 2

author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 1, 2024, 12:11 PM IST

Inspector Nalinikanta 2 Coming Soon: খুন আর জটিল সম্পর্কের সমীকরণ ৷ রহস্য সমাধানে ডাক পড়েছে ইন্সপেক্টর নলিনীকান্তর ৷ ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক-এ আসছে 'ইন্সপেক্টর নলিনীকান্ত 2' ৷ এবার ডুয়ার্সে বসে খুনীকে খুঁজবেন অভিনেতা রজতাভ দত্ত তথা ইন্সপেক্টর নলিনীকান্ত ৷ কবে আসছে ক্রাইম-থ্রিলার এই সিরিজ?

Inspector Nalinikanta 2 Coming Soon
ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক-এ আসছে 'ইন্সপেক্টর নলিনীকান্ত 2' (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 1 অগস্ট: কলকাতার উপকণ্ঠে এক ফার্ম হাউসের জমি থেকে উদ্ধার দু'টি কঙ্কাল। কাদের কঙ্কাল সেটা? খুন নাকি অন্য কিছু তারই তদন্ত করতে ফের আসছেন পুলিশ অফিসার নলিনীকান্ত ৷ 2022 সালে মুক্তি পাওয়া ক্রাইম-থ্রিলার 'ইন্সপেক্টর নলিনীকান্ত' মন জয় করে দর্শকদের ৷ অগস্টেই আসতে চলেছে সিরিজের দ্বিতীয় ভাগ ৷

অগস্টেই ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক-এ আসছে ওয়েব সিরিজের দ্বিতীয় ভাগ ৷ মুখ্যচরিত্রে রয়েছেন রজতাভ দত্ত ,অমৃতা চট্টোপাধ্যায়, সুপ্রভাত দাস, ছন্দক চৌধুরী, রাজা চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে ৷ অভিনেতা রজতাভ দত্ত বলেন, "একটা সিরিজ জনপ্রিয় হলেই তবেই তার দ্বিতীয় পার্ট আসে ৷ নলিনীকান্ত কিন্তু প্রচলিত ধারার "সুপারকপ" নন। বরং তিনি একজন অনুভবী, স্নেহশীল মানুষ, অদ্ভুতভাবে মজার এক বিচিত্র ব্যক্তিত্ব। একটু বয়স্ক পুলিশ, কিছুটা অগোছালো, পুরোপুরি সুস্থ নয়; কিন্তু দৃঢ় সংকল্পের আইন রক্ষক।"

গতবারের সিজন মূলত, কলকাতার প্রেক্ষাপটেই ফুটে ওঠে ৷ এবার তদন্ত চলেছে পাহাড়ের বুকে ৷ অভিনেতা জানিয়েছেন, এবার এই সিরিজের শুটিং হয়েছে ডুয়ার্সে ৷ এটা কেবল গোয়েন্দা গল্প নয়, বরং চিত্রনাট্যের মধ্য দিয়ে মানুষের মনের বিচিত্র অলিগলিও উঠে আসবে এই সিজনে বলে জানিয়েছেন অভিনেতা রজতাভ ৷

প্রথম সিজনের মতোই দ্বিতীয় সিজন পরিচালনা করেছেন সৌমিক চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, "ইন্সপেক্টর নলিনীকান্ত চরিত্রটি আমার সৃষ্ট সবচেয়ে কাছের মানুষ গোয়েন্দাদের মধ্যে অন্যতম। ইন্সপেক্টর নলিনীকান্তের যে বিষয়টি তাঁকে অনন্য করে তোলে, তা হল তাঁর মানবিকতা, সাধারণ মানুষের মতোন কিছু স্বাস্থ্যের দুর্বলতা। তার সঙ্গে রয়েছে তীক্ষ্ণ ক্ষুরধার বুদ্ধি ও রসবোধ। তিনি খেতে ভালোবাসেন ৷ প্রায়ই তার উপস্থিতি খাদ্য সম্পর্কিত মজাদার উপমায় ভরা থাকে।"

সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অমৃতা চট্টোপাধ্যায়কে ৷ তিনি জানান, 'ইন্সপেক্টর নলিনীকান্ত' একটি ব্যতিক্রমী গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজ ৷ অভিনেত্রী বলেন, "আমাদের শুট ছিল উত্তরবঙ্গে। গোরুমারা এবং তার বাইরেও, ফাগু নদী, ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে, ছবির মতো লোকেশনে দারুণ শুট হয়েছে ৷ রজতাভ দত্তের সঙ্গে প্রথমবার কাজ করলাম ৷ তিনি অবসর সময়ে বিভিন্ন শুটিংয়ের গল্প করতেন ৷ একজন বন্ধুসুলভ সিনিয়র অভিনেতার কাছ থেকে শেখার জন্য সবসময় মুখিয়ে থাকা যায়।" প্রথমবারের মতো ইন্সপেক্টর নলিনীকান্ত খুনের রহস্যের কিনারা করতে পারেন কি না, তা জানা যাবে চলতি মাসেই ৷

হায়দরাবাদ, 1 অগস্ট: কলকাতার উপকণ্ঠে এক ফার্ম হাউসের জমি থেকে উদ্ধার দু'টি কঙ্কাল। কাদের কঙ্কাল সেটা? খুন নাকি অন্য কিছু তারই তদন্ত করতে ফের আসছেন পুলিশ অফিসার নলিনীকান্ত ৷ 2022 সালে মুক্তি পাওয়া ক্রাইম-থ্রিলার 'ইন্সপেক্টর নলিনীকান্ত' মন জয় করে দর্শকদের ৷ অগস্টেই আসতে চলেছে সিরিজের দ্বিতীয় ভাগ ৷

অগস্টেই ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক-এ আসছে ওয়েব সিরিজের দ্বিতীয় ভাগ ৷ মুখ্যচরিত্রে রয়েছেন রজতাভ দত্ত ,অমৃতা চট্টোপাধ্যায়, সুপ্রভাত দাস, ছন্দক চৌধুরী, রাজা চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে ৷ অভিনেতা রজতাভ দত্ত বলেন, "একটা সিরিজ জনপ্রিয় হলেই তবেই তার দ্বিতীয় পার্ট আসে ৷ নলিনীকান্ত কিন্তু প্রচলিত ধারার "সুপারকপ" নন। বরং তিনি একজন অনুভবী, স্নেহশীল মানুষ, অদ্ভুতভাবে মজার এক বিচিত্র ব্যক্তিত্ব। একটু বয়স্ক পুলিশ, কিছুটা অগোছালো, পুরোপুরি সুস্থ নয়; কিন্তু দৃঢ় সংকল্পের আইন রক্ষক।"

গতবারের সিজন মূলত, কলকাতার প্রেক্ষাপটেই ফুটে ওঠে ৷ এবার তদন্ত চলেছে পাহাড়ের বুকে ৷ অভিনেতা জানিয়েছেন, এবার এই সিরিজের শুটিং হয়েছে ডুয়ার্সে ৷ এটা কেবল গোয়েন্দা গল্প নয়, বরং চিত্রনাট্যের মধ্য দিয়ে মানুষের মনের বিচিত্র অলিগলিও উঠে আসবে এই সিজনে বলে জানিয়েছেন অভিনেতা রজতাভ ৷

প্রথম সিজনের মতোই দ্বিতীয় সিজন পরিচালনা করেছেন সৌমিক চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, "ইন্সপেক্টর নলিনীকান্ত চরিত্রটি আমার সৃষ্ট সবচেয়ে কাছের মানুষ গোয়েন্দাদের মধ্যে অন্যতম। ইন্সপেক্টর নলিনীকান্তের যে বিষয়টি তাঁকে অনন্য করে তোলে, তা হল তাঁর মানবিকতা, সাধারণ মানুষের মতোন কিছু স্বাস্থ্যের দুর্বলতা। তার সঙ্গে রয়েছে তীক্ষ্ণ ক্ষুরধার বুদ্ধি ও রসবোধ। তিনি খেতে ভালোবাসেন ৷ প্রায়ই তার উপস্থিতি খাদ্য সম্পর্কিত মজাদার উপমায় ভরা থাকে।"

সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অমৃতা চট্টোপাধ্যায়কে ৷ তিনি জানান, 'ইন্সপেক্টর নলিনীকান্ত' একটি ব্যতিক্রমী গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজ ৷ অভিনেত্রী বলেন, "আমাদের শুট ছিল উত্তরবঙ্গে। গোরুমারা এবং তার বাইরেও, ফাগু নদী, ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে, ছবির মতো লোকেশনে দারুণ শুট হয়েছে ৷ রজতাভ দত্তের সঙ্গে প্রথমবার কাজ করলাম ৷ তিনি অবসর সময়ে বিভিন্ন শুটিংয়ের গল্প করতেন ৷ একজন বন্ধুসুলভ সিনিয়র অভিনেতার কাছ থেকে শেখার জন্য সবসময় মুখিয়ে থাকা যায়।" প্রথমবারের মতো ইন্সপেক্টর নলিনীকান্ত খুনের রহস্যের কিনারা করতে পারেন কি না, তা জানা যাবে চলতি মাসেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.