ETV Bharat / entertainment

'শো মাস্ট গো অন...' রাজ কাপুরের জন্মশতবার্ষিকীতে একফ্রেমে 'কাপুর' পরিবার - RAJ KAPOOR 100

মুম্বইয়ে শুরু হল 'রাজ কাপুর 100 - সেলিব্রেটিং দ্য সেটেনারি অফ দ্য গ্রেটেস্ট শোম্যান' ৷ অনুষ্ঠানে বসল তারকাদের হাট ৷

raj-kapoor-100th-birth-anniversary
একফ্রেমে 'কাপুর' পরিবার (এএনআই)
author img

By ANI

Published : 3 hours ago

মুম্বই, 14 ডিসেম্বর: আকাশের দিকে তখনও গুনেছেন কতগুলো তারা জ্বল জ্বল করছে ৷ বলা সত্যিই কঠিন ৷ শুক্রবার মুম্বইয়ের রাতও ছিল নক্ষোত্রজ্বল ৷ কারণ এদিন উদযাপিত হয়েছে 'ভারতের চার্লি চ্যাপলিন', 'দ্য শো-ম্যান' রাজ কাপুরের 100 তম জন্মবার্ষিকী ৷ রাজ কাপুরের সিনেমার যাঁরা অনুরাগী তাঁদের কাছে স্পেশাল এই দিনটা ৷

মুম্বইয়ে আজ থেকে শুরু হয়েছে লেজেন্ডারি অভিনেতা-পরিচালক-প্রযোজক রাজ কাপুর স্পেশাল ফিল্ম ফেস্টিভ্যাল ৷ বিশেষ এই দিন উদযাপন করতে এই ছাদের তলায় দেখা গেল 'কাপুর' খানদানকে ৷ শুক্রবার একসঙ্গে কাপুর পরিবারের সদস্যদের একসঙ্গে দেখা যায় আরকে@100 (RK@100) উদযাপন করার উদ্দেশ্যে ৷ এই দিন একসঙ্গে ক্যামেরাবন্দি হন পরিবারের সকলে ৷

উপস্থিত হন রাজ কাপুরের ছেলে রণধীর কাপুর, মেয়ে রীমা জৈন, পুত্রবধূ ববিতা-নীতু কাপুর ৷ অনুষ্ঠানে দেখা যায় নাতি রণবীর কাপুর ও নাতনি করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, রিধিমা কাপুর সাহনিকে ৷ ফ্যাম-জ্যাম ছবিতে ধরা পড়েন আলিয়া ভাট, সইফ আলি খান থেকে আরও অনেকে ৷ এই ছবি ও ভিডিয়ো নিমিষে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ যা দেখে মুগ্ধ নেটিজেনরা ৷ কাপুর খানদানকে দেখে কমেন্টে কেউ লেখেন 'আইকনিক' আবার কেউ লেখেন 'প্রাইসলেস' মোমেন্ট ৷

এদিনের উৎসব উৎযাপনে ও রাজ কাপুরের প্রতি শ্রদ্ধা জানাতে বলিউডের তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিত হয়েছিলেন ৷ নজরে আসেন প্রেম চোপড়া, জীতেন্দ্র, ভিকি কৌশল, রীতেশ দেশমুখ, হুমা কুরেশি থেকে শুরু করে সঞ্জয় লীলা বনশালি, শরমন জোশি, রেখা-সহ আরও অনেককে ৷

জমকালো উদযাপনের অংশ হিসেবে, আরকে. ফিল্মস, ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন, এবং এনএফডিসি-ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া উদযাপন করছে 'রাজ কাপুর 100 - সেলিব্রেটিং দ্য সেটেনারি অফ দ্য গ্রেটেস্ট শোম্যান' ৷ এই ফেস্টিভ্যালের মধ্য দিয়ে রাজ কাপুরের 10টি আইকনিক সিনেমা 40টি শহরের 135টি প্রেক্ষাগৃহে দেখানো হবে ৷ তালিকায় রয়েছে রাজ কাপুরের চারদশকের নানা সিনেমা ৷ যার মধ্যে উল্লেখ্যযোগ্য আগ (1948), বরসাত (1949), আওয়ারা (1951), শ্রী 420 (1955), জাগতে রহো (1956), জিস দেশ ম্যায় গঙ্গা বেহতি হ্যায় (1960), সঙ্গম (1964), মেরা নাম জোকার (1970), ববি (1973) ও রাম তেরি গঙ্গা মইলি (1985) ৷

কিছুদিন আগেই বিশেষ দিনে উপস্থিত থাকার জন্য় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানান কাপুর পরিবার ৷ নয়া দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন করিনা কাপুর, সইফ আলি খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, নীতু কাপুর, করিশ্মা কাপুর ও অন্য়ান্যরা ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন করিনা থেকে আলিয়া ৷ পাশাপাশি, মোদির সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান তাঁরা ৷ অন্যদিকে, তৈমুর ও জেহ-র জন্য প্রধানমন্ত্রীর অটোগ্রাফ নেন করিনা ৷ সেই ছবিও আসে প্রকাশ্যে ৷ উল্লেখ্য, 13 ডিসেম্বর শুরু হওয়া রাজ কাপুর ফিল্ম ফেস্টিভ্যাল চলবে 15 ডিসেম্বর পর্যন্ত ৷

মুম্বই, 14 ডিসেম্বর: আকাশের দিকে তখনও গুনেছেন কতগুলো তারা জ্বল জ্বল করছে ৷ বলা সত্যিই কঠিন ৷ শুক্রবার মুম্বইয়ের রাতও ছিল নক্ষোত্রজ্বল ৷ কারণ এদিন উদযাপিত হয়েছে 'ভারতের চার্লি চ্যাপলিন', 'দ্য শো-ম্যান' রাজ কাপুরের 100 তম জন্মবার্ষিকী ৷ রাজ কাপুরের সিনেমার যাঁরা অনুরাগী তাঁদের কাছে স্পেশাল এই দিনটা ৷

মুম্বইয়ে আজ থেকে শুরু হয়েছে লেজেন্ডারি অভিনেতা-পরিচালক-প্রযোজক রাজ কাপুর স্পেশাল ফিল্ম ফেস্টিভ্যাল ৷ বিশেষ এই দিন উদযাপন করতে এই ছাদের তলায় দেখা গেল 'কাপুর' খানদানকে ৷ শুক্রবার একসঙ্গে কাপুর পরিবারের সদস্যদের একসঙ্গে দেখা যায় আরকে@100 (RK@100) উদযাপন করার উদ্দেশ্যে ৷ এই দিন একসঙ্গে ক্যামেরাবন্দি হন পরিবারের সকলে ৷

উপস্থিত হন রাজ কাপুরের ছেলে রণধীর কাপুর, মেয়ে রীমা জৈন, পুত্রবধূ ববিতা-নীতু কাপুর ৷ অনুষ্ঠানে দেখা যায় নাতি রণবীর কাপুর ও নাতনি করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, রিধিমা কাপুর সাহনিকে ৷ ফ্যাম-জ্যাম ছবিতে ধরা পড়েন আলিয়া ভাট, সইফ আলি খান থেকে আরও অনেকে ৷ এই ছবি ও ভিডিয়ো নিমিষে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ যা দেখে মুগ্ধ নেটিজেনরা ৷ কাপুর খানদানকে দেখে কমেন্টে কেউ লেখেন 'আইকনিক' আবার কেউ লেখেন 'প্রাইসলেস' মোমেন্ট ৷

এদিনের উৎসব উৎযাপনে ও রাজ কাপুরের প্রতি শ্রদ্ধা জানাতে বলিউডের তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিত হয়েছিলেন ৷ নজরে আসেন প্রেম চোপড়া, জীতেন্দ্র, ভিকি কৌশল, রীতেশ দেশমুখ, হুমা কুরেশি থেকে শুরু করে সঞ্জয় লীলা বনশালি, শরমন জোশি, রেখা-সহ আরও অনেককে ৷

জমকালো উদযাপনের অংশ হিসেবে, আরকে. ফিল্মস, ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন, এবং এনএফডিসি-ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া উদযাপন করছে 'রাজ কাপুর 100 - সেলিব্রেটিং দ্য সেটেনারি অফ দ্য গ্রেটেস্ট শোম্যান' ৷ এই ফেস্টিভ্যালের মধ্য দিয়ে রাজ কাপুরের 10টি আইকনিক সিনেমা 40টি শহরের 135টি প্রেক্ষাগৃহে দেখানো হবে ৷ তালিকায় রয়েছে রাজ কাপুরের চারদশকের নানা সিনেমা ৷ যার মধ্যে উল্লেখ্যযোগ্য আগ (1948), বরসাত (1949), আওয়ারা (1951), শ্রী 420 (1955), জাগতে রহো (1956), জিস দেশ ম্যায় গঙ্গা বেহতি হ্যায় (1960), সঙ্গম (1964), মেরা নাম জোকার (1970), ববি (1973) ও রাম তেরি গঙ্গা মইলি (1985) ৷

কিছুদিন আগেই বিশেষ দিনে উপস্থিত থাকার জন্য় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানান কাপুর পরিবার ৷ নয়া দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন করিনা কাপুর, সইফ আলি খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, নীতু কাপুর, করিশ্মা কাপুর ও অন্য়ান্যরা ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন করিনা থেকে আলিয়া ৷ পাশাপাশি, মোদির সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান তাঁরা ৷ অন্যদিকে, তৈমুর ও জেহ-র জন্য প্রধানমন্ত্রীর অটোগ্রাফ নেন করিনা ৷ সেই ছবিও আসে প্রকাশ্যে ৷ উল্লেখ্য, 13 ডিসেম্বর শুরু হওয়া রাজ কাপুর ফিল্ম ফেস্টিভ্যাল চলবে 15 ডিসেম্বর পর্যন্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.