হায়দরাবাদ, 19 মে: পরনে বেনারসী শাড়ি ৷ পাড় দেওয়া সেমি হাতা ব্লাউজ ৷ গলায়-কানে সোনার পুরনো দিনের ডিজাইনার গয়না ৷ মাথায় টিকলি, কপালে ছোট ছোট চন্দনের ফোঁটা ৷ সাদা-কালো ছবি দেখলে মনে হচ্ছে শান্ত মেয়ে হয়ে ঠিক যেন বসে আছেন সুচিত্রা সেন ৷ বাংলার মহানায়িকাকে অন্যরূপে শ্রদ্ধা জানালেন তাঁরই বড় নাতনি রাইমা সেন ৷
বাংলা ছবির আইকন তিনি ৷ যাঁর সৌন্দর্য ও অভিনয়ে আজও মুগ্ধ আবালবৃদ্ধবনিতা ৷ বাংলার মহানায়িকা সুচিত্রা সেনকে অন্যরকমভাবে শ্রদ্ধা জানালেন বড় নাতনি রাইমা সেন ৷ সোশাল মিডিয়ায় তাঁকে দেখে অনুরাগীরা অভিভূত ৷ সোশাল মিডিয়ায় মন্তব্য, "হারানো সুর-এর সুচিত্রা সেনের মতো লাগছে ৷" রবিবার সোশাল মিডিয়ায় অভিনেত্রী রাইমা সেনের রিক্রিয়েট ছবি নস্ট্যালজিক করে তুলেছে সকলকে ৷ এদিন রাইমার নতুন কনের বেশে অনেকগুলি ছবি শেয়ার করেছেন মেকআপ আর্টিস্ট প্রসেনজিৎ ৷ ক্যাপশনে লিখেছেন, "সুচিত্রা সেন-নিজেকে অসামান্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ভারতীয় সিনেমার আঙিনায় ৷ তিনি এমন এক ঐতিহ্যের ধারক ও বাহক, যার ধারেকাছে কেউ পৌঁছতে পারবেন না ৷"
তিনি আরও বলেন, "বাঁকা ভ্রুয়ের তীক্ষ্ণ চাহনির সাহায্যে তিনি একই সঙ্গে চিরাচরিত এবং আধুনিক রূপ তুলে ধরতে পারতেন ৷ আসলে তাঁর 'টাইমলেস বিউটি' অনুপ্রাণিত করে সকলকে ৷ তাঁর পরবর্তী প্রজন্ম সেই ধারাকেই বয়ে নিয়ে চলেছে ৷" ফটোশুটের পুরো ভাবনা মেকআপ আর্টিস্ট প্রসেনজিতের ৷ ছবি তুলেছেন প্রসেজিৎ বিশ্বাস ৷ স্টাইলিংয়ের দায়িত্বে ফ্যাশন ডিজাইনার অভিষেক রায় ৷ মূলত, রাইমা সেনের এই ছবি মনে করায় 1955 সালে মুক্তি পাওয়া 'দেবদাস' ছবির কথা ৷ বিমল রায় পরিচালিত এই ছবিতে বিয়ের সাজে দেখা গিয়েছিল মহানায়িকাকে ৷ কাল্ট ছবির সেই দৃশ্য আরও একবার ফুটে উঠল দর্শকদের সামনে ৷
আরও পড়ুন