ETV Bharat / entertainment

রাহুল রায়ের লিপে বাংলা রোম্যান্টিক গান, শেষ উত্তরবঙ্গের শুটিং পর্ব - Rahul Roy - RAHUL ROY

Rahul Roy Bengali Movie: 'আশিকি' ছবিতে তাঁর রোমান্টিসিজম আজও দর্শকদের নাড়িয়ে যায় ৷ সেই রাহুল রায়ের লিপে এবার শোনা যাবে বাংলা রোম্যান্টিক গান ৷ নেপথ্যে পরিচালক বাবাই সেন ৷ শেষ হল ছবির একাংশের শুটিং ৷

Rahul Roy Bengali Movie
বাংলা ছবিতে 'আশিকি' অভিনেতা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 19, 2024, 11:10 PM IST

কলকাতা, 19 মে: প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করছেন 'আশিকি বয়' রাহুল রায়। সম্প্রতি উত্তরবঙ্গ-সহ ভুটানে 'মিহিরা' ছবির শুটিঙের কাজ শেষ করলেন অভিনেতা ৷ টানা 15 দিন পাহাড়ের কোলে শুটিং করলেন 'আশিকি' অভিনেতা। তিনদিন কলকাতাতেও শুটিং হবে বলে জানিয়েছেন পরিচালক বাবাই সেন।

রাহুল রায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে পরিচালক ইটিভি ভারতকে বলেন, "অসম্ভব এনার্জি ওঁর। ভালো অভিনেতা তো বটেই, ভালো মানুষও। এই ছবিতে 2-3টে ফাইট সিকোয়েন্সে রয়েছে ওঁর। খুব ভালো ভয়েস আর্টিস্ট রাহুল রায়। এই ছবিতে আরও একবার রাহুল রায়ের লিপে থাকবে রোম্যান্টিক গান। যা মনে করাবে আশিকি বয় রাহুল রায়কে। তবে রাহুলের লিপে কার কণ্ঠ থাকবে নেপথ্যে তা এখনও ঠিক হয়নি ৷"

তিনি আরও বলেন, "অনেক ভাষাতেই রাহুল রায় কাজ করেছেন। বাংলা ভাষায় একেবারে অন্য ইমেজে দেখা যাবে তাঁকে। ওঁর বয়স অনুযায়ী চরিত্র দেওয়া হয়েছে।" এই ছবিতে রাহুলের পাশাপাশি আরিয়ান ভৌমিক এবং বিমল গিরিকেও অ্যাকশন করতে দেখা যাবে বলে জানিয়েছেন পরিচালক ।

কোচবিহারকে কেন্দ্রে রেখে তৈরি ছবির চিত্রনাট্য। কোচবিহারের বিভিন্ন হেরিটেজ জায়গা, রাজবংশী মানুষদের সুন্দর মানসিকতা উঠে আসবে ছবিতে। আপাদমস্তক রোম্যান্টিক হিরো রাহুল রায় বাংলা ছবিতে রোমাঞ্চ ছড়াবেন। রাহুল ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, চান্দ্রেয়ী ঘোষ, আরিয়ান ভৌমিক, বিমল গিরি-সহ আরও অনেকে। প্রযোজক সজল বর্মনের প্রযোজনায় আসছে এই ছবি । তত্ত্বাবধানে ‘চিরাগ গ্রুপ অফ কোম্পানি’। উল্লেখ্য, 2019 সালে জি-ফাইভ অরজিনাল ছবিতে কাজ করেছেন রাহুল ৷ এছাড়া 2023 সালে কানু বেহেল পরিচালিত 'আগরা' ছবিতে অভিনয় করেন তিনি ৷

আরও পড়ুন

  1. নির্মাণের আগেই 'কান ফিল্ম মার্কেটে' জায়গা পেল বাঙালি পরিচালকের 'জয়গুরু'
  2. রিজপুরের ভবিষ্যৎ কার হাতে? উত্তর দেবে দিতিপ্রিয়ার 'আবার রাজনীতি'
  3. কবে আসছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির 50তম ছবি 'অযোগ্য' ?

কলকাতা, 19 মে: প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করছেন 'আশিকি বয়' রাহুল রায়। সম্প্রতি উত্তরবঙ্গ-সহ ভুটানে 'মিহিরা' ছবির শুটিঙের কাজ শেষ করলেন অভিনেতা ৷ টানা 15 দিন পাহাড়ের কোলে শুটিং করলেন 'আশিকি' অভিনেতা। তিনদিন কলকাতাতেও শুটিং হবে বলে জানিয়েছেন পরিচালক বাবাই সেন।

রাহুল রায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে পরিচালক ইটিভি ভারতকে বলেন, "অসম্ভব এনার্জি ওঁর। ভালো অভিনেতা তো বটেই, ভালো মানুষও। এই ছবিতে 2-3টে ফাইট সিকোয়েন্সে রয়েছে ওঁর। খুব ভালো ভয়েস আর্টিস্ট রাহুল রায়। এই ছবিতে আরও একবার রাহুল রায়ের লিপে থাকবে রোম্যান্টিক গান। যা মনে করাবে আশিকি বয় রাহুল রায়কে। তবে রাহুলের লিপে কার কণ্ঠ থাকবে নেপথ্যে তা এখনও ঠিক হয়নি ৷"

তিনি আরও বলেন, "অনেক ভাষাতেই রাহুল রায় কাজ করেছেন। বাংলা ভাষায় একেবারে অন্য ইমেজে দেখা যাবে তাঁকে। ওঁর বয়স অনুযায়ী চরিত্র দেওয়া হয়েছে।" এই ছবিতে রাহুলের পাশাপাশি আরিয়ান ভৌমিক এবং বিমল গিরিকেও অ্যাকশন করতে দেখা যাবে বলে জানিয়েছেন পরিচালক ।

কোচবিহারকে কেন্দ্রে রেখে তৈরি ছবির চিত্রনাট্য। কোচবিহারের বিভিন্ন হেরিটেজ জায়গা, রাজবংশী মানুষদের সুন্দর মানসিকতা উঠে আসবে ছবিতে। আপাদমস্তক রোম্যান্টিক হিরো রাহুল রায় বাংলা ছবিতে রোমাঞ্চ ছড়াবেন। রাহুল ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, চান্দ্রেয়ী ঘোষ, আরিয়ান ভৌমিক, বিমল গিরি-সহ আরও অনেকে। প্রযোজক সজল বর্মনের প্রযোজনায় আসছে এই ছবি । তত্ত্বাবধানে ‘চিরাগ গ্রুপ অফ কোম্পানি’। উল্লেখ্য, 2019 সালে জি-ফাইভ অরজিনাল ছবিতে কাজ করেছেন রাহুল ৷ এছাড়া 2023 সালে কানু বেহেল পরিচালিত 'আগরা' ছবিতে অভিনয় করেন তিনি ৷

আরও পড়ুন

  1. নির্মাণের আগেই 'কান ফিল্ম মার্কেটে' জায়গা পেল বাঙালি পরিচালকের 'জয়গুরু'
  2. রিজপুরের ভবিষ্যৎ কার হাতে? উত্তর দেবে দিতিপ্রিয়ার 'আবার রাজনীতি'
  3. কবে আসছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির 50তম ছবি 'অযোগ্য' ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.