হায়দরাবাদ, 2 নভেম্বর: তাঁর জন্মদিনে তাঁকে নিয়ে বলা শুরু করলে শেষ হবে না ৷ কিং খান শাহরুখের জন্মদিন উৎসবের চেয়ে কম কিছু নয় ৷ কখনও তিনি 'রাজু বন গয়া' জেন্টলম্যান ছবিতে রাজ মাথুর, 'আনজাম' ছবিতে বিজয় অগ্নিহোত্রী আবার কখনও 'চক দে ইন্ডিয়া' ছবিতে কবীর খান ৷ আচ্ছা মনে আছে, কতগুলো ছবিতে শাহরুখ রাহুল চরিত্রে অভিনয় করেছেন ৷ চলুন ঝালিয়ে নিয়ে যাক পুরনো স্মৃতি ৷
ডর (1993)- প্রথমবার পর্দায় খলনায়কের ভূমিকায় বাদশা ৷ রাহুল মেহরা চরিত্রে তিনি ছাপিয়ে যান সকলকে ৷ কি..কি...কি.... কিরণ সংলাপ নিশ্চই মনে আছে ৷
জমানা দিওয়ানা (1995)- শত্রুঘ্ন সিনহার ছেলের চরিত্রে এসআরকে ৷ পর্দায় তাঁর চরিত্রের নাম রাহুল ৷ ছবিতে প্রিয়ার (রবিনা ট্যান্ডন) প্রেমে পড়েন তিনি ৷ রমেশ সিপ্পি পরিচালিত এই ছবি দেখেছেন?
ইয়েস বস (1997)- আজিজ মির্জা পরিচালিত এক উচ্চাকাঙ্খী যুবকের চরিত্রে অভিনয় করেন শাহরুখ ৷ এই ছবিতেও রাহুল জোশির চরিত্রে অভিনয় করেন তিনি ৷
দিল তো পাগল হ্যায় (1997)- একই বছরে মুক্তি পায় যশ চোপড়ার দিল তো পাগল হ্যায় ৷ মাধুরী দীক্ষিত, করিশ্মা কাপুর ও অক্ষয় কুমার অভিনীত এই ছবি সিনেপ্রেমীদের মুগ্ধ করে ৷ পর্দায় অবশ্যই রোমান্সে ঝড় তোলেন রাহুল অর্থাৎ এসআরকে ৷
কুছ কুছ হোতা হ্যায় (1998)- শাহরুখ=রাহুল ৷ কিছুটা যেন এমনই সমীকরণ ৷ করণ জোহর পরিচালিত অঞ্জলি-রাহুল-টিনার প্রেম আজও ভালোবাসতে শেখায় সকলকে ৷
কভি খুশি কভি গম (2001)- রাহুল রায়চন্দ ৷ করণ জোহরের ফ্যামিলি ড্রামায় অনবদ্য শাহরুখ খান ৷
চেন্নাই এক্সপ্রেস (2013)- পরিচালক রোহিত শেঠ্ঠী ৷ শাহরুখের চরিত্রের নাম রাহুল ওয়াই ওয়াই মিঠায়ওয়ালা ৷ বিপরীতে দীপিকা পাড়ুকোন ৷ বক্সঅফিসে ঝড় তোলা অনবদ্য এক সিনেমা ৷
এছাড়াও 'হার দিল যো প্যায়ার করেগা' ছবিতে ক্যামিও করেন শাহরুখ খান ৷ সলমন খান, প্রীতি জিন্টা, রানি মুখোপাধ্যায় অভিনীত এই ছবিতে শাহরুখের নাম ছিল রাহুল ৷ এখন বলুন, রাহুল চরিত্রে শাহরুখের কোন ছবি আপনার পছন্দ?