হায়দরাবাদ, 22 জুলাই: দুবাই গান রেকর্ড করতে গিয়ে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলি খান ৷ প্রাক্তন ম্যানেজারের করা অভিযোগের ভিত্তিতে তিনি গ্রেফতার হয়েছেন বলে সোমবার সন্ধ্যায় খবর ছড়িয়ে পড়ে ৷ তবে খবরটি যে সত্যি নয়, তা ভিডিয়ো করে সোশাল মিডিয়ায় জানান শিল্পী ৷
এদিন তিনি ভিডিয়ো বার্তায় বলেন, "আমি দুবাইতে এসেছি একটি গানের শুটিংয়ের জন্য ৷ এখানে গানের শুটিং খুব সুন্দর হচ্ছে ৷ সবকিছু ঠিক আছে ৷ আমি আপনাদের সকলকে এটাই অনুরোধ করব, ভুয়ো খবরে কান দেবেন না ৷ শত্রুতা যেমনটা ভাবছেন তেমন কিছুই হয়নি ৷ খুব শীঘ্রই দারুণ একটা গান নিয়ে আমরা আসছি ৷ আর বিভিন্ন প্রান্তে আমার যত অনুরাগী আছেন, তাঁদের সকলকে বলতে চাই, গুজবে কান দেবেন না ৷ এই সব খবরে কান দিয়ে বাজে সময় নষ্ট করবেন না ৷ আমার অনুরাগীরাই আমার শক্তি ৷ ধন্যবাদ পাশে থাকার জন্য ৷"
সংবাদ সংস্থা এএনআই পাকিস্তানের জিও নিউজকে উদ্ধৃত করে এই খবর সামনে আনে ৷ সেই খবর থেকে জানা যায়, গায়কের প্রাক্তন ম্যানেজার সলমন আহমেদের দায়ের করা মানহানি মামলার অভিযোগে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে পাক গায়ককে ৷ সেই খবরে আরও বলা হয়, কয়েক মাস আগে ব্যক্তিগত বচসার কারণে ম্যানেজার আহমেদকে বরখাস্ত করেন গায়ক রাহাত ফতেহ আলি খান ৷ রাহাত ও আহমেদ দু'জনেই একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ৷ খবর ভাইরাল হতেই ভিডিয়ো প্রকাশ্যে আনেন শিল্পী ৷
Pakistan's Geo News reports, singer Rahat Fateh Ali Khan has been arrested in Dubai over a defamation complaint by his former manager Salman Ahmed, according to Dubai police sources. Rahat’s former manager Ahmed had submitted complaints against him to the Dubai authorities, as… pic.twitter.com/NYalzn1x6F
— ANI (@ANI) July 22, 2024
প্রসঙ্গত, পাকিস্তানি এই গায়কের বলিউডের সঙ্গীত জগতে অবদান অনস্বীকার্য ৷ সুফি ঘরানায় শিল্পীর অবাধ যাতায়াত ৷ 'লাভ আজ কাল', 'ইশকিয়া', 'মাই নেম ইজ খান', 'সুলতান', 'বডিগার্ড'-এর মতো ছবিতে হিট গান উপহার দিয়েছেন ৷ তাঁর কণ্ঠে শোনা গিয়েছে, 'আজ দিন চড়েয়া', 'দিল তো বাচ্চা হ্যায় জি', 'সজদা', 'তেরিমেরি', 'জগ ঘুমেয়া'-র মতো গান ৷ যা আজও জনপ্রিয় শ্রোতাদের কাছে ৷ এহেন শিল্পীর গ্রেফতারির খবর সামনে আসতে মন খারাপ হয় অনুরাগীদের ৷ তারপরেই জানা যায়, পুরো খবরটাই ভুয়ো ৷