ETV Bharat / entertainment

অম্বানি-পুত্রের প্রাক-বিবাহ অনুষ্ঠানে জামনগরে চাঁদের হাট, উপস্থিত রিহানা থেকে সলমন - Anant Ambani

Anant Ambani-Radhika Merchant Wedding: গুজরাতের জামনগরে তারকা হাট ৷ মুকেশ ও নীতা অম্বানির কনিষ্ঠ পুত্রের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে উপস্থিত হলিউড তারকা রিহানা ৷ আরও কে কে উপস্থতি, জানুন নীচের প্রতিবেদনে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ANI

Published : Feb 29, 2024, 6:06 PM IST

Updated : Feb 29, 2024, 6:14 PM IST

অম্বানি পুত্রের প্রাক বিবাহ অনুষ্ঠান

গুজরাত, 29 ফেব্রুয়ারি: শুরু হয়েছে বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং ৷ গুজরাতের জামনগরের বাড়িতে মুকেশ অম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি- ওয়েডিং আসর বসেছে ৷ ইতিমধ্যেই সেখানে আসতে শুরু করেছেন দেশ-বিদেশের নামজাদা অতিথিরা ৷ দেশের অন্যতম ধনী ব্যবসায়ী মুকেশ ও নীতা অম্বানির কনিষ্ঠ পুত্রে বিবাহের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন হলিউড পপ-স্টার রিহানা ৷ অম্বানি-পুত্রের বিয়েতে পারফর্ম করতেও দেখা যাবে তাঁকে ৷

2018 সালে ঈশা অম্বানি ও আনন্দ পিরামলের প্রি ওয়েডিং অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন আমেরিকার পপস্টার বিয়ন্সে ৷ এবার কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানির প্রি-ওয়েডিং অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন পপ-তারকা রিহানা ৷ অর্জুন কাপুর ও মালাইকা আরোরাও উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে ৷

এছাড়াও উপস্থিত হয়েছেন বলিউড তারকা রণবীর কাপুর, আলিয়া ভাট ও তাদের মেয়ে রেহা ৷ এদিন তারকাদের উপস্থিতিতে ঝলমলে গুজরাত বিমানবন্দর ৷ নীতু কাপুরকেও এদিন নিতে অনন্ত ও রাধিকার সঙ্গে সেলফি নিতে ৷ বলিউডের অন্যতম ডিজাইনার মণীশ মালহোত্রাকে এদিনের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছে ৷ দেশের অন্যতম ধনী ব্যবসায়ীর কনিষ্ঠ পুত্রের বিয়ের প্রি-ওয়েডিং অনুষ্ঠান জামনগরের বাড়িতে হচ্ছে ৷ 12 জুলাই বিয়ের অনুষ্ঠানে মাধ্যমে সম্পন্ন হবে এই অনুষ্ঠান ৷ এদিন প্রি-ওয়েডিং সেরেমনি শুরুর আগে অনন্ত-রাধিকা করলেন অন্নসেবা ৷

মূলত, এটি একটি পারিবারিক পরম্পরা, যেখানে হবু দম্পতি ও তাঁদের পরিবার একসঙ্গে অন্নসেবা করে থাকেন ৷ এদিন রাধিকা মার্চেন্টের পরনে ছিল সব্যসাচী চট্টোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক ৷ জামনগরে রিলায়েন্স টাওয়ারশিপের কাছে জোগওয়াড় হ্যামলেটের বাসিন্দাদের এদিন খাওয়ানো হয় বিশেষ গুজরাতি খাবার ৷ প্রায় 51 হাজার এলাকাবাসীকে অন্নসেবা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ শুধু তাই নয়, আগামী বেশ কয়েকদিন এই অন্নসেবা দেওয়া হবে বলেও জানা গিয়েছে ৷

এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য থাকে হবু বর-কনেকে আশীর্বাদ প্রদান করা ৷ অন্নসেবার মধ্য দিয়ে আগত অতিথিদের কাছ থেকে আগামীর শুভেচ্ছা ও আশীর্বাদ নেওয়া ৷ যাতে পরবর্তী জীবন সুন্দর ও সুখের হয় ৷ এদিন অন্নসেবার পাশাপাশি ট্রাডিশনাল লোকসংগীতেরও আয়োজন করা হয়েছিল ৷ অনুষ্ঠানে নজর কাড়েন গুজরাতি সঙ্গীতশিল্পী কীর্তিদান গাধভি ৷

আরও পড়ুন:

  1. ভারতে যৌথ ব্যবসা ওয়াল্ট ডিজনি-রিলায়েন্সের, বিনিয়োগ 70 হাজার কোটি
  2. অম্বানি পুত্রের বিয়েতে বড় চমক, নিমন্ত্রিত বিশ্বের অন্যতম ধনীরা
  3. জামনগরে তারকাদের হাট, অন্নসেবায় শুভ সূচনা অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং

অম্বানি পুত্রের প্রাক বিবাহ অনুষ্ঠান

গুজরাত, 29 ফেব্রুয়ারি: শুরু হয়েছে বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং ৷ গুজরাতের জামনগরের বাড়িতে মুকেশ অম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি- ওয়েডিং আসর বসেছে ৷ ইতিমধ্যেই সেখানে আসতে শুরু করেছেন দেশ-বিদেশের নামজাদা অতিথিরা ৷ দেশের অন্যতম ধনী ব্যবসায়ী মুকেশ ও নীতা অম্বানির কনিষ্ঠ পুত্রে বিবাহের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন হলিউড পপ-স্টার রিহানা ৷ অম্বানি-পুত্রের বিয়েতে পারফর্ম করতেও দেখা যাবে তাঁকে ৷

2018 সালে ঈশা অম্বানি ও আনন্দ পিরামলের প্রি ওয়েডিং অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন আমেরিকার পপস্টার বিয়ন্সে ৷ এবার কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানির প্রি-ওয়েডিং অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন পপ-তারকা রিহানা ৷ অর্জুন কাপুর ও মালাইকা আরোরাও উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে ৷

এছাড়াও উপস্থিত হয়েছেন বলিউড তারকা রণবীর কাপুর, আলিয়া ভাট ও তাদের মেয়ে রেহা ৷ এদিন তারকাদের উপস্থিতিতে ঝলমলে গুজরাত বিমানবন্দর ৷ নীতু কাপুরকেও এদিন নিতে অনন্ত ও রাধিকার সঙ্গে সেলফি নিতে ৷ বলিউডের অন্যতম ডিজাইনার মণীশ মালহোত্রাকে এদিনের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছে ৷ দেশের অন্যতম ধনী ব্যবসায়ীর কনিষ্ঠ পুত্রের বিয়ের প্রি-ওয়েডিং অনুষ্ঠান জামনগরের বাড়িতে হচ্ছে ৷ 12 জুলাই বিয়ের অনুষ্ঠানে মাধ্যমে সম্পন্ন হবে এই অনুষ্ঠান ৷ এদিন প্রি-ওয়েডিং সেরেমনি শুরুর আগে অনন্ত-রাধিকা করলেন অন্নসেবা ৷

মূলত, এটি একটি পারিবারিক পরম্পরা, যেখানে হবু দম্পতি ও তাঁদের পরিবার একসঙ্গে অন্নসেবা করে থাকেন ৷ এদিন রাধিকা মার্চেন্টের পরনে ছিল সব্যসাচী চট্টোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক ৷ জামনগরে রিলায়েন্স টাওয়ারশিপের কাছে জোগওয়াড় হ্যামলেটের বাসিন্দাদের এদিন খাওয়ানো হয় বিশেষ গুজরাতি খাবার ৷ প্রায় 51 হাজার এলাকাবাসীকে অন্নসেবা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ শুধু তাই নয়, আগামী বেশ কয়েকদিন এই অন্নসেবা দেওয়া হবে বলেও জানা গিয়েছে ৷

এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য থাকে হবু বর-কনেকে আশীর্বাদ প্রদান করা ৷ অন্নসেবার মধ্য দিয়ে আগত অতিথিদের কাছ থেকে আগামীর শুভেচ্ছা ও আশীর্বাদ নেওয়া ৷ যাতে পরবর্তী জীবন সুন্দর ও সুখের হয় ৷ এদিন অন্নসেবার পাশাপাশি ট্রাডিশনাল লোকসংগীতেরও আয়োজন করা হয়েছিল ৷ অনুষ্ঠানে নজর কাড়েন গুজরাতি সঙ্গীতশিল্পী কীর্তিদান গাধভি ৷

আরও পড়ুন:

  1. ভারতে যৌথ ব্যবসা ওয়াল্ট ডিজনি-রিলায়েন্সের, বিনিয়োগ 70 হাজার কোটি
  2. অম্বানি পুত্রের বিয়েতে বড় চমক, নিমন্ত্রিত বিশ্বের অন্যতম ধনীরা
  3. জামনগরে তারকাদের হাট, অন্নসেবায় শুভ সূচনা অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং
Last Updated : Feb 29, 2024, 6:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.