ETV Bharat / entertainment

পরিবারে শয়তানের নজর, মেয়েকে বাঁচাতে মরিয়া চেষ্টা অজয়-জ্যোতিকার - Horror

Shaitaan Trailer Out: ঘরের মধ্যে অচেনা অতিথি যখন পরিবারের কাছে বিপদের কারণ হয়ে ওঠে তখন তাঁকে শয়তান ছাড়া আর কী কিছু বলা যায়? অজয় দেবগণ অভিনীত ও প্রযোজিত 'শয়তান' ছবির ট্রেলার দেবে এই প্রশ্নেরই উত্তর ৷

Etv Bharat
প্রকাশ্যে 'শয়তান' ছবির ট্রেলার
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 7:37 PM IST

হায়দরাবাদ, 22 ফেব্রুয়ারি: আপনি কি খারাপ নজরে বিশ্বাস করেন? বিশ্বাস করেন বশীকরণ বা সুপার-ন্যাচরাল শক্তিকে? উত্তর না কিংবা হ্যাঁ, যাই হোক না কেন, পরিবারে আগত অতিথি যদি শয়তান হয় তাহলে কী করণীয়? বিকাশ বহেল পরিচালিত 'শয়তান' ট্রেলার সেইরকম অভিজ্ঞতা দিতে চলেছে দর্শকদের ৷ অজয় দেবগণ, আর মাধবন ও জ্যোতিকা অভিনীত এই ছবি তুলবে অনেক প্রশ্ন ৷ প্রকাশ্যে আনবে এমন কিছু অ-প্রাকৃতিক শক্তিকে যা অনুভব করা যায় কিন্তু তা চোখে বিশ্বাস করা যায় না ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এই ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে আর মাধবনকে ৷ ছবির ট্রেলার শুরু হয়েছে অজয় দেবগণ ও জ্যোতিকার বাড়িতে অতিথি প্রবেশকে কেন্দ্র করে ৷ সেই অতিথি আর কেউ নন, আর মাধবন ৷ তাঁর উপস্থিতি অজয়-জ্যোতিকার মেয়ের সঙ্গে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা ৷ জানা যায়, আর মাধবন, নাকি তাঁকে বশীকরণ করেছে ৷ মেয়ের সম্মুখ বিপদ যতক্ষণে তাঁরা বুঝেছেন ততক্ষণে দেরি হয়ে গিয়েছে অনেকটাই ৷ মাধবনের এই পরিবারকে ক্ষতি করার কী উদ্দেশ্য সেই রহস্যের সমাধান সিনেমা দেখলেই বোঝা যাবে ৷ তবে অজয়-জ্যোতিকা নিজেদের মেয়েকে বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা করতে থাকেন ৷ ইতিমধ্যেই সেই ট্রেলার অনুরাগীদের যে মুগ্ধ করছে তা কমেন্ট সেকশন দেখলেই বোঝা যায় ৷ 'শয়তান' মুক্তি পাবে 8 মার্চ ৷

সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ছবির গান 'খুশিয়া বাটর লু' ৷ গানটি বেশ শ্রুতিমধুর ৷ অজয় ও আর মাধবন ছাড়াও জানকি বোদিওয়ালা ও অঙ্গদ মাহলয়কেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে ৷ অজয় দেবগণ ছাড়াও ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে জিও স্টুডিয়ো, প্যানোরমা স্টুডিয়ো-সহ আরও বেশ কয়েকজন ৷ অন্যদিকে, এই ঈদে একদিকে যেমন অজয় দেবগণের ময়দান মুক্তির অপেক্ষায় ৷ অন্যদিকে, আর মাধবনকেও দেখা যাবে কঙ্গনা রানাওয়াতের বিপরীতে সাইকোলজিক্যাল থ্রিলার ছবি যা পরিচালনা করছেন বিজয় ৷ এর আগে মাধবনকে কঙ্গনার সঙ্গে দেখা গিয়েছে 'তনু ওয়েডস মনু' ও 'তনু ওয়েডস মনু রিটার্নস' ছবিতে ৷

আরও পড়ুন:

1. মিলান ফ্যাশন উইকে মোহময়ী রশ্মিকা, কালো পোশাকে ম্যাজিক 'পুষ্পা' অভিনেত্রীর

2. ডব্লিউপিএল উদ্বোধনে আগুন ঝরাবেন শাহরুখ-শাহিদ-টাইগার শ্রফ

3. সেরা শাহরুখ-রানি-নয়নতারা, দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডস বিজয়ীদের সম্পূর্ণ তালিকা দেখে নিন

হায়দরাবাদ, 22 ফেব্রুয়ারি: আপনি কি খারাপ নজরে বিশ্বাস করেন? বিশ্বাস করেন বশীকরণ বা সুপার-ন্যাচরাল শক্তিকে? উত্তর না কিংবা হ্যাঁ, যাই হোক না কেন, পরিবারে আগত অতিথি যদি শয়তান হয় তাহলে কী করণীয়? বিকাশ বহেল পরিচালিত 'শয়তান' ট্রেলার সেইরকম অভিজ্ঞতা দিতে চলেছে দর্শকদের ৷ অজয় দেবগণ, আর মাধবন ও জ্যোতিকা অভিনীত এই ছবি তুলবে অনেক প্রশ্ন ৷ প্রকাশ্যে আনবে এমন কিছু অ-প্রাকৃতিক শক্তিকে যা অনুভব করা যায় কিন্তু তা চোখে বিশ্বাস করা যায় না ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এই ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে আর মাধবনকে ৷ ছবির ট্রেলার শুরু হয়েছে অজয় দেবগণ ও জ্যোতিকার বাড়িতে অতিথি প্রবেশকে কেন্দ্র করে ৷ সেই অতিথি আর কেউ নন, আর মাধবন ৷ তাঁর উপস্থিতি অজয়-জ্যোতিকার মেয়ের সঙ্গে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা ৷ জানা যায়, আর মাধবন, নাকি তাঁকে বশীকরণ করেছে ৷ মেয়ের সম্মুখ বিপদ যতক্ষণে তাঁরা বুঝেছেন ততক্ষণে দেরি হয়ে গিয়েছে অনেকটাই ৷ মাধবনের এই পরিবারকে ক্ষতি করার কী উদ্দেশ্য সেই রহস্যের সমাধান সিনেমা দেখলেই বোঝা যাবে ৷ তবে অজয়-জ্যোতিকা নিজেদের মেয়েকে বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা করতে থাকেন ৷ ইতিমধ্যেই সেই ট্রেলার অনুরাগীদের যে মুগ্ধ করছে তা কমেন্ট সেকশন দেখলেই বোঝা যায় ৷ 'শয়তান' মুক্তি পাবে 8 মার্চ ৷

সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ছবির গান 'খুশিয়া বাটর লু' ৷ গানটি বেশ শ্রুতিমধুর ৷ অজয় ও আর মাধবন ছাড়াও জানকি বোদিওয়ালা ও অঙ্গদ মাহলয়কেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে ৷ অজয় দেবগণ ছাড়াও ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে জিও স্টুডিয়ো, প্যানোরমা স্টুডিয়ো-সহ আরও বেশ কয়েকজন ৷ অন্যদিকে, এই ঈদে একদিকে যেমন অজয় দেবগণের ময়দান মুক্তির অপেক্ষায় ৷ অন্যদিকে, আর মাধবনকেও দেখা যাবে কঙ্গনা রানাওয়াতের বিপরীতে সাইকোলজিক্যাল থ্রিলার ছবি যা পরিচালনা করছেন বিজয় ৷ এর আগে মাধবনকে কঙ্গনার সঙ্গে দেখা গিয়েছে 'তনু ওয়েডস মনু' ও 'তনু ওয়েডস মনু রিটার্নস' ছবিতে ৷

আরও পড়ুন:

1. মিলান ফ্যাশন উইকে মোহময়ী রশ্মিকা, কালো পোশাকে ম্যাজিক 'পুষ্পা' অভিনেত্রীর

2. ডব্লিউপিএল উদ্বোধনে আগুন ঝরাবেন শাহরুখ-শাহিদ-টাইগার শ্রফ

3. সেরা শাহরুখ-রানি-নয়নতারা, দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডস বিজয়ীদের সম্পূর্ণ তালিকা দেখে নিন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.