ETV Bharat / entertainment

রামোজিতে শুরু 'পুষ্পা 2' ছবির শুটিং, অগস্টেই সেটে ফিরছেন আল্লু অর্জুন - Pushpa 2 the Rule Shooting - PUSHPA 2 THE RULE SHOOTING

The shooting of Pushpa 2: রামোজি ফিল্ম সিটিতে ফের শুরু 'পুষ্পা 2: দ্য রুল' ছবির শুটিং ৷ জানা গিয়েছে আগামী মাসের প্রথম সপ্তাহে ছবির গুরুত্বপূর্ণ বেশ কিছু অংশের শুটিংয়ে যোগ দেবেন আল্লু অর্জুন ৷ সুকুমার পরিচালিত এই ছবি চলতি বছর শেষের দিকে মুক্তি পাবে বলে জানা গিয়েছে ৷

The shooting of Pushpa 2
রামোজিতে শুরু 'পুষ্পা 2' ছবির শুটিং (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 29, 2024, 5:21 PM IST

হায়দরাবাদ, 29 জুলাই: বিগত কয়েক মাস ধরে আল্লু অর্জুনের 'পুষ্পা 2' রয়েছে খবরের শিরোনামে ৷ ছবি মুক্তির তারিখ পিছনো থেকে পরিচালক সুকুমারের সঙ্গে অভিনেতার দ্বন্দ্ব নানা বিষয় উঠে আসে ৷ তবে সেই সব গুজবকে পিছনে ফেলে ফেরে শুরু হয়েছে 'পুষ্পা 2: দ্য রুল' ছবির শুটিং ৷ রামোজি ফিল্ম সিটিতে 27 জুলাই থেকে ছবির গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং শুরু হয়েছে বলে জানা গিয়েছে ৷ আগামী মাসেই সেটে ফিরছেন আল্লু অর্জুন ৷

কিছুদিন আগেই ইউরোপে সপরিবারে বেড়াতে গিয়েছিলেন আল্লু ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যেই ৷ অন্যদিকে, 27 তারিখ অর্থাৎ শনিবার থেকেই বাকি থাকা ছবির নানা দৃশ্য অন্যান্য অভিনেতাদের নিয়ে শুট করতে ব্যস্ত পরিচালক সুকুমার ৷ জানা গিয়েছে, অগস্ট মাসের প্রথম সপ্তাহেই সেটে ফিরতে চলেছেন আল্লু ৷ নতুন এই শিডিউলে ছবির একাধিক বিশেষ দৃশ্য রয়েছে বলে জানা গিয়েছে ৷

ইতিমধ্যেই নির্মাতাদের তরফে ছবির দুটি গান সামনে আনা হয়েছে ৷ দুটি গানই ছিল লিরিক্স ভিত্তিক ৷ ফলে গানের দৃশ্যায়ন কেমন হবে, তা বোধ হয় প্রেক্ষাগৃহে বসেই দেখতে পাবেন দর্শকরা ৷ ইউটিউবে মুক্তি পাওয়া 'পুষ্পা পুষ্পা' গানটি মনে ধরে শ্রোতাদের ৷ হিন্দি ভার্সনে গানের ভিউয়ার সংখ্যা ছাড়িয়ে যায় 71 মিলিয়ন ৷ এরপর দ্বিতীয় গান 'আঙ্গারো' মুক্তি পায় ৷ যেখানে ধরা পড়ে পুষ্পা রাজ ও শ্রীভল্লির রোমাান্টিক কেমেষ্ট্রি ৷ গানে সুর দেন দেবী শ্রী প্রসাদ ৷ লিরিক্স লেখেন রাকিব আলম ৷ কণ্ঠ দেন শ্রেয়া ঘোষাল ৷

মাইথিরি প্রযোজনা সংস্থা ও মুট্টামশেট্টি মিডিয়া আনছে 'পুষ্পা 2' ৷ মুখ্যচরিত্রে দেখা যাবে আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা ও ফাওহাদ ফাসিলকে ৷ 'পুষ্পা: দ্য রাইজ' ছবির জন্যই জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন আল্লু অর্জুন ৷ এবার এই ছবির সেকেন্ড পার্ট দেখার অপেক্ষায় অনুরাগীরা ৷

হায়দরাবাদ, 29 জুলাই: বিগত কয়েক মাস ধরে আল্লু অর্জুনের 'পুষ্পা 2' রয়েছে খবরের শিরোনামে ৷ ছবি মুক্তির তারিখ পিছনো থেকে পরিচালক সুকুমারের সঙ্গে অভিনেতার দ্বন্দ্ব নানা বিষয় উঠে আসে ৷ তবে সেই সব গুজবকে পিছনে ফেলে ফেরে শুরু হয়েছে 'পুষ্পা 2: দ্য রুল' ছবির শুটিং ৷ রামোজি ফিল্ম সিটিতে 27 জুলাই থেকে ছবির গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং শুরু হয়েছে বলে জানা গিয়েছে ৷ আগামী মাসেই সেটে ফিরছেন আল্লু অর্জুন ৷

কিছুদিন আগেই ইউরোপে সপরিবারে বেড়াতে গিয়েছিলেন আল্লু ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যেই ৷ অন্যদিকে, 27 তারিখ অর্থাৎ শনিবার থেকেই বাকি থাকা ছবির নানা দৃশ্য অন্যান্য অভিনেতাদের নিয়ে শুট করতে ব্যস্ত পরিচালক সুকুমার ৷ জানা গিয়েছে, অগস্ট মাসের প্রথম সপ্তাহেই সেটে ফিরতে চলেছেন আল্লু ৷ নতুন এই শিডিউলে ছবির একাধিক বিশেষ দৃশ্য রয়েছে বলে জানা গিয়েছে ৷

ইতিমধ্যেই নির্মাতাদের তরফে ছবির দুটি গান সামনে আনা হয়েছে ৷ দুটি গানই ছিল লিরিক্স ভিত্তিক ৷ ফলে গানের দৃশ্যায়ন কেমন হবে, তা বোধ হয় প্রেক্ষাগৃহে বসেই দেখতে পাবেন দর্শকরা ৷ ইউটিউবে মুক্তি পাওয়া 'পুষ্পা পুষ্পা' গানটি মনে ধরে শ্রোতাদের ৷ হিন্দি ভার্সনে গানের ভিউয়ার সংখ্যা ছাড়িয়ে যায় 71 মিলিয়ন ৷ এরপর দ্বিতীয় গান 'আঙ্গারো' মুক্তি পায় ৷ যেখানে ধরা পড়ে পুষ্পা রাজ ও শ্রীভল্লির রোমাান্টিক কেমেষ্ট্রি ৷ গানে সুর দেন দেবী শ্রী প্রসাদ ৷ লিরিক্স লেখেন রাকিব আলম ৷ কণ্ঠ দেন শ্রেয়া ঘোষাল ৷

মাইথিরি প্রযোজনা সংস্থা ও মুট্টামশেট্টি মিডিয়া আনছে 'পুষ্পা 2' ৷ মুখ্যচরিত্রে দেখা যাবে আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা ও ফাওহাদ ফাসিলকে ৷ 'পুষ্পা: দ্য রাইজ' ছবির জন্যই জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন আল্লু অর্জুন ৷ এবার এই ছবির সেকেন্ড পার্ট দেখার অপেক্ষায় অনুরাগীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.