ETV Bharat / entertainment

'আরআরআর' ছবির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে 'পুষ্পা 2', নবম দিনেই ভাঙবে রেকর্ড? - PUSHPA 2 BOX OFFICE COLLECTION

এক সপ্তাহের মধ্যে একাধিক ছবির রেকর্ড ভেঙেছে 'পুষ্পা 2'। এবার লক্ষ্য গ্লোবালি সবচেয়ে বেশি আয় করা ভারতীয় সিনেমাকে ছাপিয়ে যাওয়া।

Pushpa 2 Box Office Collection Worldwide day 8
'পুষ্পা 2' বক্সঅফিস (মুভি পোস্টার)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 13, 2024, 10:42 AM IST

হায়দরাবাদ, 13 ডিসেম্বর: আল্লু অর্জুন-রশ্মিকা মন্দানার ছবি 'পুষ্পা 2: দ্য রুল' প্রেক্ষাগৃহে একসপ্তাহ কাটিয়ে ফেলেছে ৷ মাত্র 8 দিনে 'পুষ্পা 2' ভারত ও বিশ্বব্যাপী বক্সঅফিসে একাধিক রেকর্ড ভেঙেছে আবার তৈরিও করেছে। আয়ের দিক থেকে, 'কল্কি 2898 এডি', 'স্ত্রী 2', 'জওয়ান', 'পাঠান'-এর মতো ব্লকবাস্টার সিনেমাকে পিছনে ফেলেছে। একই সঙ্গে হিন্দি বক্স অফিসে নতুন ইতিহাস তৈরি করেছে সুকুমার পরিচালিত ছবিটি।

এখন তার চোখ অস্কার জয়ী ছবি 'আরআরআর'-এর দিকে। এসএস রাজামৌলি পরিচালিত এই ছবিটিকে গ্লোবাল বক্সঅফিসে হারানোর ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গিয়েছে পুষ্পা 2 ৷ একই অবস্থা ভারতীয় বক্সঅফিসের ক্ষেত্রেও ৷ মনে করা হচ্ছে, নবম দিনেই ভারতে 'আরআরআর'কে পিছনে ফেলতে পারে আল্লু অর্জুনের ছবি ৷

পুষ্পা 2 বক্সঅফিস কালেকশন (অষ্টম দিন)

স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, 'পুষ্পা 2' এখনও পর্যন্ত ভারতের সমস্ত ভাষায় 726.26 কোটি টাকা আয় করেছে। নির্মাতাদের মতে, ছবিটি এখন পর্যন্ত বিশ্বব্যাপী 1,086 কোটি টাকা আয় করেছে। প্রথম সপ্তাহান্তে, ছবিটি 529 কোটি টাকা আয় করে একাধিক রেকর্ড ভেঙেছে। যদিও তারপরে অনেকটা কমে যায় ছবির বক্সঅফিস কালেকশন ৷ সোমবার ছবির আয় হয়েছে 64.45 কোটি টাকা, মঙ্গলবার 51.55 কোটি টাকা এবং বুধবার সমস্ত ভাষায় 43.35 কোটি টাকা আয় করেছে। স্যাকনিল্কের মতে, দ্বিতীয় বৃহস্পতিবার অর্থাৎ মুক্তির অষ্টম দিনে, 'পুষ্পা 2' ভারতে 37.9 কোটি টাকা আয় করেছে।

দিনভারতে নেট কালেকশন
প্রথম দিন 164.25 কোটি টাকা
দ্বিতীয় দিন93.8 কোটি টাকা
তৃতীয় দিন 119.25 কোটি টাকা
চতুর্থ দিন141.05 কোটি টাকা
পঞ্চম দিন64.45 কোটি টাকা
ষষ্ঠ দিন51.55 কোটি টাকা
সপ্তম দিন 43.35 কোটি টাকা
অষ্টম দিন 37.9 কোটি টাকা
মোট726.26 কোটি টাকা

আরআরআর' ছবিকে পিছনে ফেলতে প্রস্তুত 'পুষ্পা 2'
'পুষ্পা 2: দ্য রুল' ভারতীয় বক্স অফিসে 726.26 কোটি টাকা আয় করেছে, এটি সর্বকালের চতুর্থ সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রে পরিণত হয়েছে। এখন ভারতে 'আরআরআর'-এর লাইফটাইম কালেকশন (772 কোটি টাকা) অতিক্রম করে তিন নম্বর স্থান দখল করার পথে আল্লু অর্জুনের ছবি ।

অন্যদিকে, নির্মাতাদের তরফে জানানো হয়েছে, সপ্তম দিনে শুধুমাত্র হিন্দি ভাষায় ছবির আয় 406.5 কোটি টাকা ৷ অষ্টম দিনে সুকুমার পরিচালিত ছবি হিন্দিতে আয় করেছে 27.5 কোটি টাকা ৷ মনে করা হচ্ছে, দ্বিতীয় সপ্তাহ চলাকালীন শুধুমাত্র হিন্দিতেই ছবির আয় পৌঁছে যাবে 500 কোটির ঘরে ৷

পুষ্পা 2 গ্লোবাল কালেকসন (প্রথম সপ্তাহ)

'পুষ্পা 2: দ্য় রুল' মুক্তি পেয়েছে 5 ডিসেমম্বর ৷ এখনও পর্যন্ত বক্সঅফিসে টাকার সুনামি আনছে এই ছবি ৷ মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যে ছবি ঢুকে গিয়েছে 1000 কোটির ক্লাবে ৷ নির্মাতাদের মতে, পুষ্পা 2 প্রথম সপ্তাহে গ্লোবালি আয় করেছে 1086 কোটি টাকা ৷ যা ভারতীয় সিনেমার ইতিহাসে মাইলস্টোন তৈরি করেছে ৷ গ্লোবালি প্রভাস অভিনীত 'কল্কি 2898' এডির লাইফটাইম কালেকশন (1,042.25 কোটি টাকা) ছাপিয়ে যাওয়ার পর পাখির চোখ 'কেজিএফ 2', 'আরআরআর', 'দঙ্গল'-এর মতো ছবি ৷

হায়দরাবাদ, 13 ডিসেম্বর: আল্লু অর্জুন-রশ্মিকা মন্দানার ছবি 'পুষ্পা 2: দ্য রুল' প্রেক্ষাগৃহে একসপ্তাহ কাটিয়ে ফেলেছে ৷ মাত্র 8 দিনে 'পুষ্পা 2' ভারত ও বিশ্বব্যাপী বক্সঅফিসে একাধিক রেকর্ড ভেঙেছে আবার তৈরিও করেছে। আয়ের দিক থেকে, 'কল্কি 2898 এডি', 'স্ত্রী 2', 'জওয়ান', 'পাঠান'-এর মতো ব্লকবাস্টার সিনেমাকে পিছনে ফেলেছে। একই সঙ্গে হিন্দি বক্স অফিসে নতুন ইতিহাস তৈরি করেছে সুকুমার পরিচালিত ছবিটি।

এখন তার চোখ অস্কার জয়ী ছবি 'আরআরআর'-এর দিকে। এসএস রাজামৌলি পরিচালিত এই ছবিটিকে গ্লোবাল বক্সঅফিসে হারানোর ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গিয়েছে পুষ্পা 2 ৷ একই অবস্থা ভারতীয় বক্সঅফিসের ক্ষেত্রেও ৷ মনে করা হচ্ছে, নবম দিনেই ভারতে 'আরআরআর'কে পিছনে ফেলতে পারে আল্লু অর্জুনের ছবি ৷

পুষ্পা 2 বক্সঅফিস কালেকশন (অষ্টম দিন)

স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, 'পুষ্পা 2' এখনও পর্যন্ত ভারতের সমস্ত ভাষায় 726.26 কোটি টাকা আয় করেছে। নির্মাতাদের মতে, ছবিটি এখন পর্যন্ত বিশ্বব্যাপী 1,086 কোটি টাকা আয় করেছে। প্রথম সপ্তাহান্তে, ছবিটি 529 কোটি টাকা আয় করে একাধিক রেকর্ড ভেঙেছে। যদিও তারপরে অনেকটা কমে যায় ছবির বক্সঅফিস কালেকশন ৷ সোমবার ছবির আয় হয়েছে 64.45 কোটি টাকা, মঙ্গলবার 51.55 কোটি টাকা এবং বুধবার সমস্ত ভাষায় 43.35 কোটি টাকা আয় করেছে। স্যাকনিল্কের মতে, দ্বিতীয় বৃহস্পতিবার অর্থাৎ মুক্তির অষ্টম দিনে, 'পুষ্পা 2' ভারতে 37.9 কোটি টাকা আয় করেছে।

দিনভারতে নেট কালেকশন
প্রথম দিন 164.25 কোটি টাকা
দ্বিতীয় দিন93.8 কোটি টাকা
তৃতীয় দিন 119.25 কোটি টাকা
চতুর্থ দিন141.05 কোটি টাকা
পঞ্চম দিন64.45 কোটি টাকা
ষষ্ঠ দিন51.55 কোটি টাকা
সপ্তম দিন 43.35 কোটি টাকা
অষ্টম দিন 37.9 কোটি টাকা
মোট726.26 কোটি টাকা

আরআরআর' ছবিকে পিছনে ফেলতে প্রস্তুত 'পুষ্পা 2'
'পুষ্পা 2: দ্য রুল' ভারতীয় বক্স অফিসে 726.26 কোটি টাকা আয় করেছে, এটি সর্বকালের চতুর্থ সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রে পরিণত হয়েছে। এখন ভারতে 'আরআরআর'-এর লাইফটাইম কালেকশন (772 কোটি টাকা) অতিক্রম করে তিন নম্বর স্থান দখল করার পথে আল্লু অর্জুনের ছবি ।

অন্যদিকে, নির্মাতাদের তরফে জানানো হয়েছে, সপ্তম দিনে শুধুমাত্র হিন্দি ভাষায় ছবির আয় 406.5 কোটি টাকা ৷ অষ্টম দিনে সুকুমার পরিচালিত ছবি হিন্দিতে আয় করেছে 27.5 কোটি টাকা ৷ মনে করা হচ্ছে, দ্বিতীয় সপ্তাহ চলাকালীন শুধুমাত্র হিন্দিতেই ছবির আয় পৌঁছে যাবে 500 কোটির ঘরে ৷

পুষ্পা 2 গ্লোবাল কালেকসন (প্রথম সপ্তাহ)

'পুষ্পা 2: দ্য় রুল' মুক্তি পেয়েছে 5 ডিসেমম্বর ৷ এখনও পর্যন্ত বক্সঅফিসে টাকার সুনামি আনছে এই ছবি ৷ মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যে ছবি ঢুকে গিয়েছে 1000 কোটির ক্লাবে ৷ নির্মাতাদের মতে, পুষ্পা 2 প্রথম সপ্তাহে গ্লোবালি আয় করেছে 1086 কোটি টাকা ৷ যা ভারতীয় সিনেমার ইতিহাসে মাইলস্টোন তৈরি করেছে ৷ গ্লোবালি প্রভাস অভিনীত 'কল্কি 2898' এডির লাইফটাইম কালেকশন (1,042.25 কোটি টাকা) ছাপিয়ে যাওয়ার পর পাখির চোখ 'কেজিএফ 2', 'আরআরআর', 'দঙ্গল'-এর মতো ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.