ETV Bharat / entertainment

বাংলা ছবিতে মারাঠি অভিনেতা উমাকান্ত, রহস্য-রোমাঞ্চে ঘেরা ছবিতে জুটিতে-প্রিয়াঙ্কা-তথাগত - Bhamira - BHAMIRA

Bhamira New Bengali Movie: 'লজ্জা' সিরিজে নজর কেড়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ৷ অন্যদিকে, 'পারিয়া' ছবি দিয়ে সকলকে চমকে দিয়েছেন তথাগত মুখোপাধ্যায় ৷ এবার প্রিয়াঙ্কা-তথাগত জুটি বাঁধছেন একসঙ্গে ৷ থাকছেন মারাঠি অভিনেতা উমাকান্ত পাতিলও ৷

Etv Bharat
রহস্য-রোমাঞ্চে ঘেরা ছবিতে জুটিতে-প্রিয়াঙ্কা-তথাগত
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 10:51 PM IST

কলকাতা, 29 মার্চ: তামিল, তেলুগু, কন্নড়, মারাঠি ছবিতে বাঙালি অভিনেতার অভিনয় করা নতুন ঘটনা নয় । তবে এবার বাংলা ছবিতে দেখা যাবে জনপ্রিয় এক মারাঠি অভিনেতাকে । 'জওয়ান', 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-খ্যাত মারাঠি অভিনেতা উমাকান্ত পাতিলকে দেখা যাবে আসন্ন বাংলা ছবি 'ভামিনী'তে ।

পেশায় চিকিৎসক স্বর্ণায়ু মৈত্র তথ্যচিত্র, স্বল্প সময়ের ছবির পর এবার বড়পর্দার জন্য বানাচ্ছেন তাঁর প্রথম বাংলা ছবি 'ভামিনী'। সেখানেই দেখা যাবে উমাকান্তকে । ছবিতে তাঁর চরিত্রে রয়েছে একাধিক বাংলা সংলাপ ৷ যে কারণে এখন বাংলা শিখতে ব্যস্ত অভিনেতা উমাকান্ত ৷ এড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার, তথাগত মুখোপাধ্যায়, সন্দীপ ভট্টাচার্য, ছন্দা করঞ্জি এবং বালুরঘাটের একদল মঞ্চাভিনেতা । সূত্রের খবর, বালুরঘাটেই হবে ছবির শুটিং ৷ প্রযোজনায় ওঙ্কার ফিল্মসের সন্দীপ সরকার । টানটান রহস্য রয়েছে এই ছবিতে । বাংলা ছবি সবসময়েই নায়কনির্ভর । কিন্তু এক্ষেত্রে অঙ্কটা অন্যরকম । এই গল্পের পটভূমিকায় এক নারীর লড়াইয়ের গল্প । যে উত্তরবঙ্গের 'গমীরা নাচ'-এর জনপ্রিয় নৃত্যশিল্পী ।

স্বর্ণায়ু বলেন, "ক্রাইম থ্রিলারের পাশাপাশি এটা একটা নারীকেন্দ্রিক ছবি । এই ছবির মাধ্যমে প্রত্যন্ত গ্রামের মানুষদের জীবনধারা এবং দিনাজপুরের লুপ্তপ্রায় সংস্কৃতি 'গমীরা নাচ'-এর কথা উঠে আসবে ।" মারাঠি অভিনেতা উমাকান্ত বলেন, "আমি এই প্রথম বাংলা ছবিতে অভিনয় করছি । কোনওদিন বাংলা বলিনি । এই ছবির জন্য বাংলা শেখার চেষ্টা করছি । নার্ভাস আছি । তবে, এত চ্যালেঞ্জ পেরিয়ে নিজেকে প্রমাণিত করার একটা ক্ষিদে আছে । তাই ডাক পাওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার ভাবিনি। আমি আপনাদের মতো বাংলা বলতে পারব না । তবে আমি আমার মতো করে চেষ্টা করব । আমি হিন্দি বেশি, বাংলা কম বলব ।

গল্পের দিকে তাকালে দেখা যাবে, নায়িকা সুহিতা পেশায় অধ্যাপিকা । তার বাড়িতে আশ্রিতা বাহা, মুন্নি আর মেঘা । এরা মিলিত প্রয়াসে 'গমীরা' নাচের দল চালান । আর সেই গমীরার আড়ালে সমাজের বিভিন্ন অসামাজিক কাজের বিরুদ্ধে লড়াই করেন । হঠাৎ শহরে অনৈতিকভাবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয় । যার প্রভাবে অনেক নাবালিকা ও মহিলা মারা যেতে থাকেন । সুহিতা ও তাঁর দল এর বিরুদ্ধে লড়াই শুরু করেন । তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সুহিতার প্রেমিক ও সহকর্মী কমল আর স্পেশাল ব্রাঞ্চ পুলিশ অফিসার ইন্দ্র । সুহিতারা কী পারবে এই চক্রের মূল পাণ্ডাকে খুঁজে বের করতে ? তা জানতে দর্শকদের দেখতে হবে 'ভামিনী' ৷

সুহিতার ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে । প্রিয়াঙ্কা এই মুহূর্তে ব্যস্ত 'গমীরা নাচ'-এর তালিম নিতে । উল্লেখ্য, টলিউডে এই প্রথম 'গমীরা নাচ' দেখবে দর্শক । সুহিতার সহকর্মীর ভূমিকায় তথাগত । পুলিশ অফিসারের চরিত্রে উমাকান্ত । মারাঠি অভিনেতা উমাকান্তর অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে রোহিত শেট্টির কপ ইউনিভার্সের ছবি 'সূর্যবংশী', অক্ষয় কুমারের 'সার্কাস' ।

আরও পড়ুন

1. 'তৃণমূলী ফতোয়া, আমাকে সিনেমায় নিলে হল মিলবে না !' রুদ্র-বাণে কী মত টলিপাড়ার

2. সিক্যুয়েল মুক্তির আগেই চমক, মাদাম তুসোয় পুষ্পার পোজে আল্লু অর্জুন

3. 'বাড়ির পাইথনদের সঙ্গে আলাপ হয়নি', ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় মিথিলা

কলকাতা, 29 মার্চ: তামিল, তেলুগু, কন্নড়, মারাঠি ছবিতে বাঙালি অভিনেতার অভিনয় করা নতুন ঘটনা নয় । তবে এবার বাংলা ছবিতে দেখা যাবে জনপ্রিয় এক মারাঠি অভিনেতাকে । 'জওয়ান', 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-খ্যাত মারাঠি অভিনেতা উমাকান্ত পাতিলকে দেখা যাবে আসন্ন বাংলা ছবি 'ভামিনী'তে ।

পেশায় চিকিৎসক স্বর্ণায়ু মৈত্র তথ্যচিত্র, স্বল্প সময়ের ছবির পর এবার বড়পর্দার জন্য বানাচ্ছেন তাঁর প্রথম বাংলা ছবি 'ভামিনী'। সেখানেই দেখা যাবে উমাকান্তকে । ছবিতে তাঁর চরিত্রে রয়েছে একাধিক বাংলা সংলাপ ৷ যে কারণে এখন বাংলা শিখতে ব্যস্ত অভিনেতা উমাকান্ত ৷ এড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার, তথাগত মুখোপাধ্যায়, সন্দীপ ভট্টাচার্য, ছন্দা করঞ্জি এবং বালুরঘাটের একদল মঞ্চাভিনেতা । সূত্রের খবর, বালুরঘাটেই হবে ছবির শুটিং ৷ প্রযোজনায় ওঙ্কার ফিল্মসের সন্দীপ সরকার । টানটান রহস্য রয়েছে এই ছবিতে । বাংলা ছবি সবসময়েই নায়কনির্ভর । কিন্তু এক্ষেত্রে অঙ্কটা অন্যরকম । এই গল্পের পটভূমিকায় এক নারীর লড়াইয়ের গল্প । যে উত্তরবঙ্গের 'গমীরা নাচ'-এর জনপ্রিয় নৃত্যশিল্পী ।

স্বর্ণায়ু বলেন, "ক্রাইম থ্রিলারের পাশাপাশি এটা একটা নারীকেন্দ্রিক ছবি । এই ছবির মাধ্যমে প্রত্যন্ত গ্রামের মানুষদের জীবনধারা এবং দিনাজপুরের লুপ্তপ্রায় সংস্কৃতি 'গমীরা নাচ'-এর কথা উঠে আসবে ।" মারাঠি অভিনেতা উমাকান্ত বলেন, "আমি এই প্রথম বাংলা ছবিতে অভিনয় করছি । কোনওদিন বাংলা বলিনি । এই ছবির জন্য বাংলা শেখার চেষ্টা করছি । নার্ভাস আছি । তবে, এত চ্যালেঞ্জ পেরিয়ে নিজেকে প্রমাণিত করার একটা ক্ষিদে আছে । তাই ডাক পাওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার ভাবিনি। আমি আপনাদের মতো বাংলা বলতে পারব না । তবে আমি আমার মতো করে চেষ্টা করব । আমি হিন্দি বেশি, বাংলা কম বলব ।

গল্পের দিকে তাকালে দেখা যাবে, নায়িকা সুহিতা পেশায় অধ্যাপিকা । তার বাড়িতে আশ্রিতা বাহা, মুন্নি আর মেঘা । এরা মিলিত প্রয়াসে 'গমীরা' নাচের দল চালান । আর সেই গমীরার আড়ালে সমাজের বিভিন্ন অসামাজিক কাজের বিরুদ্ধে লড়াই করেন । হঠাৎ শহরে অনৈতিকভাবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয় । যার প্রভাবে অনেক নাবালিকা ও মহিলা মারা যেতে থাকেন । সুহিতা ও তাঁর দল এর বিরুদ্ধে লড়াই শুরু করেন । তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সুহিতার প্রেমিক ও সহকর্মী কমল আর স্পেশাল ব্রাঞ্চ পুলিশ অফিসার ইন্দ্র । সুহিতারা কী পারবে এই চক্রের মূল পাণ্ডাকে খুঁজে বের করতে ? তা জানতে দর্শকদের দেখতে হবে 'ভামিনী' ৷

সুহিতার ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে । প্রিয়াঙ্কা এই মুহূর্তে ব্যস্ত 'গমীরা নাচ'-এর তালিম নিতে । উল্লেখ্য, টলিউডে এই প্রথম 'গমীরা নাচ' দেখবে দর্শক । সুহিতার সহকর্মীর ভূমিকায় তথাগত । পুলিশ অফিসারের চরিত্রে উমাকান্ত । মারাঠি অভিনেতা উমাকান্তর অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে রোহিত শেট্টির কপ ইউনিভার্সের ছবি 'সূর্যবংশী', অক্ষয় কুমারের 'সার্কাস' ।

আরও পড়ুন

1. 'তৃণমূলী ফতোয়া, আমাকে সিনেমায় নিলে হল মিলবে না !' রুদ্র-বাণে কী মত টলিপাড়ার

2. সিক্যুয়েল মুক্তির আগেই চমক, মাদাম তুসোয় পুষ্পার পোজে আল্লু অর্জুন

3. 'বাড়ির পাইথনদের সঙ্গে আলাপ হয়নি', ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় মিথিলা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.