ETV Bharat / entertainment

'হেডস অফ স্টেট' ছবির সেটে প্রিয়াঙ্কা, মুক্তি নিয়ে দিলেন বড় খবর - Priyanka Chopra Jonas - PRIYANKA CHOPRA JONAS

Priyanka Chopra Jonas Hollywood movie: নতুন একটি ছবির শুটিং শেষ করলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷ ইলিয়া নাইশুলার পরিচালিত 'হেডস অফ স্টেট' মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে ৷

Priyanka Chopra Jonas
প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas Instagram)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 8, 2024, 5:50 PM IST

লস অ্যাঞ্জেলস, 8 মে: নতুন একটি ছবির শুটিং শেষ করলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷ সোশাল মিডিয়ায় শেয়ার করলেন শুটিংয়ের নানা মুহূর্ত ৷ অনুরাগীদের প্রশ্ন, কবে মুক্তি পাচ্ছে 'হেডস অফ স্টেট' । হেডস অফ স্টেট-এর সেটে কাটানোর বিশেষ মুহূর্তগুলো নিয়ে তৈরি ভিডিয়ো শেয়ার করেন প্রিয়াঙ্কা ৷ তিনি লেখেন, "ইট'স আ ব়্যাপ ৷ প্রায় একবছর পর শেষ হল ছবির শুটিং ৷ অনেক কিছু ঘটেছে এর মধ্যে ৷ আজ এমন একটা ছবির শুটিং শেষ করলাম, যার সেটে সবসময় যেমন হাসি-ঠাট্টা চলত তেমনই থাকত কাজের প্রতি একনিষ্ঠতা ৷ এই ধরনের অদ্ভুত মেলবন্ধন সহজে কোনও শুটিং সেটে পাওয়া যায় না ৷"

দেশী গার্ল আরও বলেন, "এই ছবিটা হালকা বাতাসের মতো ৷ কারণ ছবির কলাকুশলীরা সকলেই অন্যরকম প্রস্তুতি নিয়ে আসত প্রতিদিন ৷ যা কাজটাকে আরও মজাদার করে তুলত ৷ আমি সম্মানিত এমন কিছু লেজেন্ডদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ৷ আশা করছি, আমরা যেটা তৈরি করেছি সেটা দেখে আপনাদের ভালো লাগবে ৷ হেডস অফ স্টেট আসবে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে ৷ কখন আসবে..ক্রমশ প্রকাশ্য ৷" ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি দেখা যাবে জন সেনা ও ইদ্রিস এলবাকে ৷

জানা গিয়েছে, 'নোবডি' খ্যাত ইলিয়া নাইশুলার এই ছবি পরিচালনা করেছেন ৷ চিত্রনাট্য লিখেছেন জোশ অ্যাপেলবাম এবং আন্দ্রে নেমেক। গল্পের ধারণা শুনে প্রাথমিকভাবে চিত্রনাট্যের খসড়া তৈরি করেন হ্যারিসন কোয়েরি ৷ ছবিটি প্রযোজনা করছে সাফরান কোম্পানির দুই পার্টনার পিটার সাফরান এবং জন রিকার্ড। উল্লেখ্য, কয়েকদিন আগেই ভারতে ঘুরে গিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও নিক জোনাস ৷ পরিবারের সঙ্গে ব্যক্তিগত সময় কাটানোর পাশাপাশি উঠে আসে বেশ কিছু কাজের কথা ৷ যার মধ্যে একদিকে যেমন রয়েছে ফারহান আখতারের ছবি তেমনই থাকার সম্ভাবনা রয়েছে সঞ্জয়লীলা বনশালির ছবি ৷

আরও পড়ুন

1. মেট গালার রেড কার্পেটে ডিজাইনার সব্যসাচী, তৈরি করলেন ইতিহাস

2. মেট গালায় সব্যসাচীর শাড়িতে 'ঐশ্বরিক' আলিয়া, রণবীর-জায়ায় মুগ্ধ নেটপাড়া

3. পদ্মশিবিরে যোগ অভিনেতা শেখর সুমনের, গেরুয়ায় সামিল কংগ্রেসের রাধিকা খেরা

লস অ্যাঞ্জেলস, 8 মে: নতুন একটি ছবির শুটিং শেষ করলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷ সোশাল মিডিয়ায় শেয়ার করলেন শুটিংয়ের নানা মুহূর্ত ৷ অনুরাগীদের প্রশ্ন, কবে মুক্তি পাচ্ছে 'হেডস অফ স্টেট' । হেডস অফ স্টেট-এর সেটে কাটানোর বিশেষ মুহূর্তগুলো নিয়ে তৈরি ভিডিয়ো শেয়ার করেন প্রিয়াঙ্কা ৷ তিনি লেখেন, "ইট'স আ ব়্যাপ ৷ প্রায় একবছর পর শেষ হল ছবির শুটিং ৷ অনেক কিছু ঘটেছে এর মধ্যে ৷ আজ এমন একটা ছবির শুটিং শেষ করলাম, যার সেটে সবসময় যেমন হাসি-ঠাট্টা চলত তেমনই থাকত কাজের প্রতি একনিষ্ঠতা ৷ এই ধরনের অদ্ভুত মেলবন্ধন সহজে কোনও শুটিং সেটে পাওয়া যায় না ৷"

দেশী গার্ল আরও বলেন, "এই ছবিটা হালকা বাতাসের মতো ৷ কারণ ছবির কলাকুশলীরা সকলেই অন্যরকম প্রস্তুতি নিয়ে আসত প্রতিদিন ৷ যা কাজটাকে আরও মজাদার করে তুলত ৷ আমি সম্মানিত এমন কিছু লেজেন্ডদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ৷ আশা করছি, আমরা যেটা তৈরি করেছি সেটা দেখে আপনাদের ভালো লাগবে ৷ হেডস অফ স্টেট আসবে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে ৷ কখন আসবে..ক্রমশ প্রকাশ্য ৷" ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি দেখা যাবে জন সেনা ও ইদ্রিস এলবাকে ৷

জানা গিয়েছে, 'নোবডি' খ্যাত ইলিয়া নাইশুলার এই ছবি পরিচালনা করেছেন ৷ চিত্রনাট্য লিখেছেন জোশ অ্যাপেলবাম এবং আন্দ্রে নেমেক। গল্পের ধারণা শুনে প্রাথমিকভাবে চিত্রনাট্যের খসড়া তৈরি করেন হ্যারিসন কোয়েরি ৷ ছবিটি প্রযোজনা করছে সাফরান কোম্পানির দুই পার্টনার পিটার সাফরান এবং জন রিকার্ড। উল্লেখ্য, কয়েকদিন আগেই ভারতে ঘুরে গিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও নিক জোনাস ৷ পরিবারের সঙ্গে ব্যক্তিগত সময় কাটানোর পাশাপাশি উঠে আসে বেশ কিছু কাজের কথা ৷ যার মধ্যে একদিকে যেমন রয়েছে ফারহান আখতারের ছবি তেমনই থাকার সম্ভাবনা রয়েছে সঞ্জয়লীলা বনশালির ছবি ৷

আরও পড়ুন

1. মেট গালার রেড কার্পেটে ডিজাইনার সব্যসাচী, তৈরি করলেন ইতিহাস

2. মেট গালায় সব্যসাচীর শাড়িতে 'ঐশ্বরিক' আলিয়া, রণবীর-জায়ায় মুগ্ধ নেটপাড়া

3. পদ্মশিবিরে যোগ অভিনেতা শেখর সুমনের, গেরুয়ায় সামিল কংগ্রেসের রাধিকা খেরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.