মুম্বই, 2 জুন: বলিউডে ফের জুটিতে প্রত্যাবর্তন প্রীতি জিন্টা ও সানি দেওলের ৷ হিট জুটির 'লাহোর 1947' দেখার অপেক্ষায় আগ্রহী অনুরাগীরা ৷ সম্প্রতি ছবির শুটিং শেষ করেছেন সানির অভিনেত্রী প্রীতি ৷ সোশাল মিডিয়ায় শুটিং ফ্লোরের নানা মুহূর্ত তুলে ধরে ধন্যবাদ জানান পরিচালক-সহ বাকি কলাকুশলীদের ৷
এদিন প্রীতি জিন্টা একটি ভিডিয়ো শেয়ার করেন ৷ ক্যাপশনে লেখেন, "লাহোর 1947 ছবির শুটিং শেষ হয়েছে ৷ অসাধারণ অভিজ্ঞতার জন্য পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ ৷ আশা করি এই ছবি যখন মুক্তি পাবে তখন তা দর্শকদের ভালো লাগবে ৷ আমি কেরিয়ারে যতগুলি ছবি করেছি, তার মধ্যে এই ছবিতে শুটিং করা সবচেয়ে কঠিন ছিল ৷ সকলকেই ফুল মার্কস দিতে চাই, যাঁরা এই ছবি তৈরির পিছনে কঠোর পরিশ্রম করেছেন ৷ সকলকে আমার আন্তরিক ভালোবাসা ৷"
ছবিটি পরিচালনা করছেন রাজকুমার সন্তোষী ৷ প্রযোজনার দায়িত্বে অভিনেতা আমির খানের সংস্থা ৷ এর আগে আমির খান পরিচালক রাজকুমার সন্তোষীর সঙ্গে 'আন্দাজ আপনা আপনা' ছবিতে কাজ করেছেন ৷ অন্যদিকে, সন্তোষী এবং দেওল এর আগে 'ঘায়েল', 'দামিনী' এবং 'ঘাতক'-এর মতো বক্স অফিসে সুপার হিট ছবি উপহার দিয়েছেন দর্শককে। ছবিতে সানি দেওল ও প্রীতি জিন্টা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাবানা আজমিকেও ৷ ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এআর রহমান ৷
পাশাপাশি, প্রীতি জিন্টা ও সানির অনস্ক্রিন রসায়ন আগেও উপভোগ করেছেন দর্শক ৷ 'হিরো: লাভ স্টোরি অফ আ স্পাই', 'ফর্জ', 'ভাইয়াজি সুপারহিট'-এর মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন প্রীতি-সানি। অনুরাগীদের আশা, দীর্ঘ সময় পর বিরতি নিয়ে সিনেপর্দায় ফিরছেন প্রীতি জিন্টা ৷ ফলে এই ছবিতে দর্শক ফের একবার নতুন রূপে পেতে চলেছে ৷ গতবছর সানি দেওল 'গদর 2' ছবির হাত ধরে বক্সঅফিসে ঝড় তোলেন ৷ 500 কোটির আয়ের মধ্য দিয়ে 2023 সালে সেরা ছবির তালিকায় ঢুকে পড়ে 'গদর 2' ৷ এখন দেখার দেশভাগের প্রেক্ষাপটে 'লাহোর 1947' দর্শক মন কাড়তে পারে কি না ৷