ETV Bharat / entertainment

শহর ঢেকে যায় পোস্টারে! খ্রিস্টমাসের আগে বড় চমক প্রতীমের - CHAALCHITRO BIGGEST POSTER OUT

বড়দিনের আবহে মুক্তি পাচ্ছে প্রতীম ডি গুপ্তা পরিচালিত 'চালচিত্র' ৷ কলকাতার বুকে পড়ল ছবির সবচেয়ে বড় পোস্টার ৷

Etv Bharat
কলকাতার বুকে পড়ল ছবির সবচেয়ে বড় পোস্টার ৷ (PR Handout)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 14, 2024, 1:43 PM IST

কলকাতা, 14 নভেম্বর: সবথেকে বড় ইভেন্ট নিয়ে প্রত্যাশা বাড়ছিল সকলের মধ্যেই ৷ অবশেষে হাজির হয় সেই সন্ধিক্ষণ যখন সামনে আসে প্রতীম ডি গুপ্তর আসন্ন বাংলা ছবি ‘চালচিত্র’র পোস্টার। শহরের বুকে বড় পোস্টার টাঙানো হল 'চালচিত্র'র। সেই মুহূর্ত উপভোগ করতে সিটি সেন্টার 1-এ হাজির ছিলেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, রাইমা সেন, শান্তনু মাহেশ্বরী, ইন্দ্রজিৎ বসু-সহ আরও অনেকে।

পোস্টার দেখেই স্পষ্ট ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে টোটা রায়চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, অনির্বাণ চক্রবর্তীকে ৷ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বাংলাদেশের জিয়াউল ফারুক অপূর্ব ৷ এই ছবির হাত ধরেই টলিপাড়ায় পা রেখেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা অপূর্ব এবং 'গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি' খ্যাত অভিনেতা শান্তনু মাহেশ্বরী।

গোটা 'চালচিত্র' জুড়ে রয়েছে 'সিরিয়াল কিলিং'-এর মতো দৃশ্য। প্রথম ঝলকেই তা স্পষ্ট করেছেন পরিচালক। গল্পের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আলো-আঁধারি, রক্তপাত এবং নৃশংসতা। গল্পের দিকে তাকালে দেখা যাবে, কলকাতার বুকে ঘটে চলে একের পর এক ধারাবাহিক নৃশংস খুন। সেইসব খুনের তদন্তে জড়িয়ে পড়েন চারজন দুঁদে পুলিশ।

সেই চার পুলিশের চরিত্রেই দেখা যাবে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে। এক মাড়োয়ারি পুলিশ অফিসারের চরিত্রে পর্দায় হাজির হবেন শান্তনু। পুজোর আগে শহরে একের পর এক মেয়েকে খুন করছে কে? কেনই বা করছে? তাকে কি আদৌ থামানো যাবে? এই নিয়েই এগোবে 'চালচিত্র' ছবির গল্প।

জানা গিয়েছে, অপূর্ব অভিনীত চরিত্রটি যে বেশ ধূসর। একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ব্রাত্য বসু। রাইমা সেনকে দেখা যাবে টোটা রায়চৌধুরীর স্ত্রীর ভূমিকায়। চার পুলিশেকে কেন্দ্র করে তৈরি জমাটি রহস্য-রোমাঞ্চের এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল পুজোয়। কিন্তু তা রদবদল হয়ে মুক্তি পেতে চলেছে ক্রিসমাসের আবহে 20 ডিসেম্বর। এই দিনই মুক্তি পেতে চলেছে দেব, যিশু সেনগুপ্ত অভিনীত 'খাদান' ছবিও ।

কলকাতা, 14 নভেম্বর: সবথেকে বড় ইভেন্ট নিয়ে প্রত্যাশা বাড়ছিল সকলের মধ্যেই ৷ অবশেষে হাজির হয় সেই সন্ধিক্ষণ যখন সামনে আসে প্রতীম ডি গুপ্তর আসন্ন বাংলা ছবি ‘চালচিত্র’র পোস্টার। শহরের বুকে বড় পোস্টার টাঙানো হল 'চালচিত্র'র। সেই মুহূর্ত উপভোগ করতে সিটি সেন্টার 1-এ হাজির ছিলেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, রাইমা সেন, শান্তনু মাহেশ্বরী, ইন্দ্রজিৎ বসু-সহ আরও অনেকে।

পোস্টার দেখেই স্পষ্ট ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে টোটা রায়চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, অনির্বাণ চক্রবর্তীকে ৷ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বাংলাদেশের জিয়াউল ফারুক অপূর্ব ৷ এই ছবির হাত ধরেই টলিপাড়ায় পা রেখেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা অপূর্ব এবং 'গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি' খ্যাত অভিনেতা শান্তনু মাহেশ্বরী।

গোটা 'চালচিত্র' জুড়ে রয়েছে 'সিরিয়াল কিলিং'-এর মতো দৃশ্য। প্রথম ঝলকেই তা স্পষ্ট করেছেন পরিচালক। গল্পের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আলো-আঁধারি, রক্তপাত এবং নৃশংসতা। গল্পের দিকে তাকালে দেখা যাবে, কলকাতার বুকে ঘটে চলে একের পর এক ধারাবাহিক নৃশংস খুন। সেইসব খুনের তদন্তে জড়িয়ে পড়েন চারজন দুঁদে পুলিশ।

সেই চার পুলিশের চরিত্রেই দেখা যাবে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে। এক মাড়োয়ারি পুলিশ অফিসারের চরিত্রে পর্দায় হাজির হবেন শান্তনু। পুজোর আগে শহরে একের পর এক মেয়েকে খুন করছে কে? কেনই বা করছে? তাকে কি আদৌ থামানো যাবে? এই নিয়েই এগোবে 'চালচিত্র' ছবির গল্প।

জানা গিয়েছে, অপূর্ব অভিনীত চরিত্রটি যে বেশ ধূসর। একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ব্রাত্য বসু। রাইমা সেনকে দেখা যাবে টোটা রায়চৌধুরীর স্ত্রীর ভূমিকায়। চার পুলিশেকে কেন্দ্র করে তৈরি জমাটি রহস্য-রোমাঞ্চের এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল পুজোয়। কিন্তু তা রদবদল হয়ে মুক্তি পেতে চলেছে ক্রিসমাসের আবহে 20 ডিসেম্বর। এই দিনই মুক্তি পেতে চলেছে দেব, যিশু সেনগুপ্ত অভিনীত 'খাদান' ছবিও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.