কলকাতা, 23 ফেব্রুয়ারি: হাসপাতালে চিকিৎসা চলছে দু'বার জাতীয় পুরস্কারজয়ী পরিচালক প্রভাত রায়ের ৷ শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বুধবার বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরিচালক ৷ বর্তমানে কেমন তাঁর শারীরিক অবস্থা তা জানানো হয়েছে হাসপাতাল তরফে ৷ চিকিৎসকের তরফে জানানো হয়েছে, পরিচালকের ডায়ালিসিস চললেও ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি।
শ্বাসকষ্টজনিত সমস্যা, বুকে ইনফেকশন, বুকে ফ্লুইড জমা থেকে শুরু করে দেহে ক্রিয়েটিনিনের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় প্রথমে দক্ষিণ কলকাতার টালিগঞ্জের কাছে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল পরিচালককে ৷ এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় আলিপুরের বেসরকারি একটি হাসপাতালে। সেখানেই এখনও চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন প্রবাদপ্রতিম পরিচালক প্রভাত রায়। প্রভাত রায়ের কন্যাসম একতা ভট্টাচার্য বলেন, "কবে বাবিকে ছুটি দেওয়া হবে তা এখনও জানানো হয়নি। বই প্রকাশের দিন একই আছে। এখন অনেকটা ভালো আছে বাবি।"
উল্লেখ্য, পরিচালকের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি বোর্ড গঠিত হয়েছে। তাতে রয়েছেন সুরেশ চুরারিরা (ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট), জয়ন্ত বসু (নেফ্রাওলজিস্ট),সুস্মিতা দেবনাথ (ক্রিটিকাল কেয়ার) এবং প্রসূণ মিত্র (জেনারেল মেডিসিন)-র মতো বিশিষ্ট চিকিৎসকেরা। প্রসঙ্গত, 7 মার্চ প্রকাশিত হতে চলেছে প্রভাত রায়ের আত্মজীবনী 'ক্ল্যাপস্টিক'। পরিচালকের অসুস্থতার কারণে বই প্রকাশের দিনক্ষণ পরিবর্তন করা হয়নি এখনও পর্যন্ত।
সম্প্রতি, ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রভাত রায় খুল্লামখুল্লা আড্ডা দিয়েছিলেন প্রতিনিধির সঙ্গে। উঠে এসেছিল রাহুল দেব বর্মনের সঙ্গে তাঁর বন্ধুত্বের কথাও ৷ প্রভাত রায়কে 'অসুর' বলে ডাকতেন আরডি। প্রভাত রায়ের হাত ধরেই এই ইন্ডাস্ট্রিতে পা রাখেন ঋতুপর্ণা সেনগুপ্ত। বহু অভিনেতার টলিউডে অভিষেক হয়েছে তাঁর হাত ধরেই। তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এই কামনা সকলের ৷
পরিচালককে দেখতে এসেছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, প্রেমেন্দু বিকাশ চাকী, সুদীপ্তা চক্রবর্তী এবং তাঁর পরিচালক স্বামী অভিষেক সাহা, সুদেষ্ণা রায়। একতা বলেন, "হরনাথ দা, প্রেমেন্দু দা সবসময়ই পাশে আছেন আমার। আছেন সুদীপ্তা চক্রবর্তীও।"
আরও পড়ুন:
1. সত্যজিৎ-পৌত্র সৌরদীপের বিয়ে, নতুন বউমাকে নিয়ে খুশি ললিতা রায়
2. সোনার কেল্লার 50 বছরে নিজের পাড়ায় ফিরল মুকুল, সঙ্গে তোপসে ও সন্দীপ রায়
3. দিদি নম্বর ওয়ানের মঞ্চ মাতালেন মমতা, অন্যরূপে রাজ্যের মুখ্যমন্ত্রী