ETV Bharat / entertainment

বিনোদন ইন্ডাস্ট্রিতে 'যৌন হেনস্থা'! মুখ খুললেন পৌষালী - POUSALI BANERJEE

"ভগবান যে কোনও কন্যা সন্তানকেই সিক্স সেন্স দিয়ে পাঠান পৃথিবীতে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কীভাবে একটা মেয়ে সেটা কাজে লাগাবে সেই দায়িত্বটাও তার।"

Etv Bharat
পৌষালী বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 2 hours ago

কলকাতা, 17 ডিসেম্বর: বিনোদন দুনিয়ায় কাস্টিং কাউচের ঘটনা নতুন নয়। স্টুডিও পাড়ায় হোক বা গান রেকর্ডিং- এই ঘটনার শিকার হয়েছেন অনেক গুণী শিল্পীই। কেউ প্রতিবাদী হয়েছেন। কেউ বা ভয়ে চুপ থেকেছেন। কেউ আবার কাজ হারানোর ভয়ে নিজের গলা নিজেই টিপে ধরেছেন। কেউ আবার কাজের তোয়াক্কা না করে গর্জে উঠেছেন।

এহেন ঘটনার সম্মুখীন কি কখনও হতে হয়েছে সঙ্গীত শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়কে? তাঁর কাছে প্রশ্ন রাখলে তিনি ইটিভি ভারতকে বলেন, "আমি এরকম ঘটনার সম্মুখীন হইনি কখনও। আমি আশা রাখব এরকম কোনওদিন ঘটবে না। কারণ মেয়েদের একটা সিক্স সেন্স কাজ করে। ভগবান যে কোনও কন্যা সন্তানকেই সেই সিক্স সেন্স দিয়ে পাঠান পৃথিবীতে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই সিক্স সেন্স কীভাবে একটা মেয়ে কাজে লাগাবে সেই দায়িত্বটাও তার। ঈশ্বরের নয়। তিনি কেবল দিয়ে পাঠিয়েছেন। এবার মেয়েটার দায়িত্ব সেটাকে কীভাবে কাজে লাগাবে। আমি সেটা প্রচণ্ড কাজে লাগাই। তাতে আমার চারটে সুযোগ কম আসলে আসবে। আমার রাতের ঘুমটা ভালো হবে।"

বিনোদন দুনিয়ায় মেয়েদের নিরাপত্তা নিয়ে মুখ খুললেন পৌষালী (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, "এই কথাবার্তাগুলো আমি আমার জীবনে আসতেই দিই না। একটা সরু লাইন আছে আমার। যেটা আমি কাউকে ক্রস করতে দেব না। এমন একটা পার্সোনালিটি নিয়ে আমি চলার চেষ্টা করি তাতে কেউ সেই লাইনটা ক্রস করতেও পারবে না কিংবা আমিই ক্রস করতে দেব না।"

উল্লেখ্য, চলতি বছর বিনোদন দুনিয়ায় হেটা কমিটির রিপোর্ট সাড়া ফেলে ৷ তার প্রভাব পড়ে বাংলা ছবির জগতেও ৷ কাজের জায়গায় মেয়েদের নিরাপত্তা নিয়ে জোর সওয়াল ওঠে ৷ সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে রক্ষা করা বা খারাপ কিছু হওয়ার থেকে দূরে কীভাবে থাকা যায়, তারই স্পষ্ট ভাবনা তুলে ধরলেন শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায় ৷

কলকাতা, 17 ডিসেম্বর: বিনোদন দুনিয়ায় কাস্টিং কাউচের ঘটনা নতুন নয়। স্টুডিও পাড়ায় হোক বা গান রেকর্ডিং- এই ঘটনার শিকার হয়েছেন অনেক গুণী শিল্পীই। কেউ প্রতিবাদী হয়েছেন। কেউ বা ভয়ে চুপ থেকেছেন। কেউ আবার কাজ হারানোর ভয়ে নিজের গলা নিজেই টিপে ধরেছেন। কেউ আবার কাজের তোয়াক্কা না করে গর্জে উঠেছেন।

এহেন ঘটনার সম্মুখীন কি কখনও হতে হয়েছে সঙ্গীত শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়কে? তাঁর কাছে প্রশ্ন রাখলে তিনি ইটিভি ভারতকে বলেন, "আমি এরকম ঘটনার সম্মুখীন হইনি কখনও। আমি আশা রাখব এরকম কোনওদিন ঘটবে না। কারণ মেয়েদের একটা সিক্স সেন্স কাজ করে। ভগবান যে কোনও কন্যা সন্তানকেই সেই সিক্স সেন্স দিয়ে পাঠান পৃথিবীতে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই সিক্স সেন্স কীভাবে একটা মেয়ে কাজে লাগাবে সেই দায়িত্বটাও তার। ঈশ্বরের নয়। তিনি কেবল দিয়ে পাঠিয়েছেন। এবার মেয়েটার দায়িত্ব সেটাকে কীভাবে কাজে লাগাবে। আমি সেটা প্রচণ্ড কাজে লাগাই। তাতে আমার চারটে সুযোগ কম আসলে আসবে। আমার রাতের ঘুমটা ভালো হবে।"

বিনোদন দুনিয়ায় মেয়েদের নিরাপত্তা নিয়ে মুখ খুললেন পৌষালী (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, "এই কথাবার্তাগুলো আমি আমার জীবনে আসতেই দিই না। একটা সরু লাইন আছে আমার। যেটা আমি কাউকে ক্রস করতে দেব না। এমন একটা পার্সোনালিটি নিয়ে আমি চলার চেষ্টা করি তাতে কেউ সেই লাইনটা ক্রস করতেও পারবে না কিংবা আমিই ক্রস করতে দেব না।"

উল্লেখ্য, চলতি বছর বিনোদন দুনিয়ায় হেটা কমিটির রিপোর্ট সাড়া ফেলে ৷ তার প্রভাব পড়ে বাংলা ছবির জগতেও ৷ কাজের জায়গায় মেয়েদের নিরাপত্তা নিয়ে জোর সওয়াল ওঠে ৷ সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে রক্ষা করা বা খারাপ কিছু হওয়ার থেকে দূরে কীভাবে থাকা যায়, তারই স্পষ্ট ভাবনা তুলে ধরলেন শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.