ETV Bharat / entertainment

ছেলেকে নিয়ে কলকাতায় পরীমণি, শুরু হচ্ছে তাঁর নতুন ছবির শ্যুটিং - PORI MONI IN KOLKATA - PORI MONI IN KOLKATA

Pori Moni in Kolkata: প্রথমবার টলিউড ছবিতে অভিনয় করতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণি ৷ শ্যুটিংয়ের জন্য মঙ্গলবার রাতে শহরে এসে পৌঁছেছেন তিনি ৷ সঙ্গে রয়েছে ছেলে পদ্মও ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 27, 2024, 9:53 AM IST

ছেলেকে সঙ্গে নিয়ে কলকাতায় পরীমণি

কলকাতা, 27 মার্চ: কল্লোলিনীতে পা দিলেন ওপার বাংলার সুপারস্টার পরীমণি । মঙ্গলবার রাত 9টা নাগাদ দমদমের নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে নামেন তিনি । সঙ্গে ছিল ছেলে পদ্ম এবং টিমের অন্যান্য সদস্যরা । এদিন তাঁকে দেখা গিয়েছে ঢিলেঢালা সবুজ শার্ট আর জিন্সে ৷ টলিউডে প্রথমবার কাজ করা নিয়ে ভীষণ এক্সাইটেড বলে জানালেন নায়িকা ৷

Porimoni at Kolkata
কলকাতায় পরীমণি

দেবরাজ সিংহ রায়ের 'ফেলু বক্সি' ছবির শ্যুটিংয়ের জন্যই কলকাতায় এসেছেন এই বাংলাদেশি নায়িকা । এই ছবিতে পরীমণি ছাড়াও অভিনয় করবেন সোহম চক্রবর্তী, মধুমিতা সরকার-সহ আরও অনেকে । ছবিতে পরীমণির চরিত্রের নাম লাবণ্য । এই ছবির মাধ্যমেই টলিউডে অভিষেক ঘটতে চলেছে ওপার বাংলার নায়িকার । বাংলাদেশ থেকে আগত নায়িকা জয়া এহসান, মিথিলা ও মাহিয়া মাহির পর তালিকায় নয়া সংযোজন পরীমণি ৷

প্রসঙ্গত, ফেলু বক্সি হলেন একজন নতুন প্রজন্মের ব্যক্তি ৷ যিনি অত্যন্ত বুদ্ধিমান, প্রযুক্তি-সচেতন এবং নিজেকে নতুন প্রযুক্তির সঙ্গে আপডেট রাখেন সবসময় । এই ছবিতে দেবযানীর চরিত্রে রেডিয়ো জকির ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী মধুমিতা সরকারকে ৷ যিনি গোপনে ফেলু বক্সির সহকারী হতে চান ।

Porimoni at Kolkata
কলকাতায় পরীমণি

এই ছবির লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরীমণি । অন্যান্য চরিত্রে অভিনয় করবেন সাতাফ ফিগার ও সৃজিত আয়ুষ্মান সরকার । 27 মার্চ থেকে কলকাতায় শুটিং শুরু হবে এই ছবির । আর সেই কারণেই শহরে পা রেখেছেন পরীমণি । ছবির ডিওপি 'ভিঞ্চি দা' খ্যাত সুদীপ্ত মজুমদার । ছবির সঙ্গীত পরিচালক হিসেবে থাকবেন অদিতি বসু ও অম্লান চক্রবর্তী । সব দিক ঠিক থাকলে পুজোর পর মুক্তি পেতে চলেছে এই ছবি ।

বলা বাহুল্য, দর্শক পেতে চলেছে এক নতুন গোয়েন্দাকে । আর এই প্রথমবার কোনও গোয়েন্দার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে । পাশাপাশি নতুন একটি জুটিকেও পেতে চলেছে টলিউড ।

আরও পড়ুন :

  1. দেশমাতা একটু নিরাপত্তা দিন ! কাতর আকুতি পরীমণির
  2. বাড়ি ছাড়ার নোটিস জেলফেরত পরীমণিকে, সমব্যথী তসলিমা

ছেলেকে সঙ্গে নিয়ে কলকাতায় পরীমণি

কলকাতা, 27 মার্চ: কল্লোলিনীতে পা দিলেন ওপার বাংলার সুপারস্টার পরীমণি । মঙ্গলবার রাত 9টা নাগাদ দমদমের নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে নামেন তিনি । সঙ্গে ছিল ছেলে পদ্ম এবং টিমের অন্যান্য সদস্যরা । এদিন তাঁকে দেখা গিয়েছে ঢিলেঢালা সবুজ শার্ট আর জিন্সে ৷ টলিউডে প্রথমবার কাজ করা নিয়ে ভীষণ এক্সাইটেড বলে জানালেন নায়িকা ৷

Porimoni at Kolkata
কলকাতায় পরীমণি

দেবরাজ সিংহ রায়ের 'ফেলু বক্সি' ছবির শ্যুটিংয়ের জন্যই কলকাতায় এসেছেন এই বাংলাদেশি নায়িকা । এই ছবিতে পরীমণি ছাড়াও অভিনয় করবেন সোহম চক্রবর্তী, মধুমিতা সরকার-সহ আরও অনেকে । ছবিতে পরীমণির চরিত্রের নাম লাবণ্য । এই ছবির মাধ্যমেই টলিউডে অভিষেক ঘটতে চলেছে ওপার বাংলার নায়িকার । বাংলাদেশ থেকে আগত নায়িকা জয়া এহসান, মিথিলা ও মাহিয়া মাহির পর তালিকায় নয়া সংযোজন পরীমণি ৷

প্রসঙ্গত, ফেলু বক্সি হলেন একজন নতুন প্রজন্মের ব্যক্তি ৷ যিনি অত্যন্ত বুদ্ধিমান, প্রযুক্তি-সচেতন এবং নিজেকে নতুন প্রযুক্তির সঙ্গে আপডেট রাখেন সবসময় । এই ছবিতে দেবযানীর চরিত্রে রেডিয়ো জকির ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী মধুমিতা সরকারকে ৷ যিনি গোপনে ফেলু বক্সির সহকারী হতে চান ।

Porimoni at Kolkata
কলকাতায় পরীমণি

এই ছবির লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরীমণি । অন্যান্য চরিত্রে অভিনয় করবেন সাতাফ ফিগার ও সৃজিত আয়ুষ্মান সরকার । 27 মার্চ থেকে কলকাতায় শুটিং শুরু হবে এই ছবির । আর সেই কারণেই শহরে পা রেখেছেন পরীমণি । ছবির ডিওপি 'ভিঞ্চি দা' খ্যাত সুদীপ্ত মজুমদার । ছবির সঙ্গীত পরিচালক হিসেবে থাকবেন অদিতি বসু ও অম্লান চক্রবর্তী । সব দিক ঠিক থাকলে পুজোর পর মুক্তি পেতে চলেছে এই ছবি ।

বলা বাহুল্য, দর্শক পেতে চলেছে এক নতুন গোয়েন্দাকে । আর এই প্রথমবার কোনও গোয়েন্দার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে । পাশাপাশি নতুন একটি জুটিকেও পেতে চলেছে টলিউড ।

আরও পড়ুন :

  1. দেশমাতা একটু নিরাপত্তা দিন ! কাতর আকুতি পরীমণির
  2. বাড়ি ছাড়ার নোটিস জেলফেরত পরীমণিকে, সমব্যথী তসলিমা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.