ETV Bharat / entertainment

কাজ হাতছাড়া, ওজন বৃদ্ধি, অন্তঃসত্ত্বা হওয়ার গুজব; 'চমকিলা' সফর সহজ ছিল না পরিণীতির - Parineeti Chopra

Parineeti Chopra as Amarjot Kaur: ওটিটি মুক্তির পরেই চর্চায় এসেছে 'অমর সিং চমকিলা' ৷ দিলজিৎ দোসাঞ্জের পাশাপাশি গুরুত্ব পেয়েছে পরিনীতি চোপড়ার চরিত্র ৷ যা ফুটিয়ে তোলার ক্ষেত্রে অনেক কাজ যেমন হাতছাড়া হয়েছে তেমনই অভিনেত্রীকে বাড়াতে হয়েছে ওজন ৷ আর কী কী সহ্য করতে হয়েছে অভিনেত্রীকে, শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 7:52 PM IST

হায়দরাবাদ, 17 এপ্রিল: পঞ্জাবি গানের বেতাজ বাদশা ছিলেন 'অমর সিং চমকিলা' ৷ যিনি গানে গানে সেই সময়ে বিপ্লব জাগিয়েছিলেন ৷ তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন স্ত্রী অমরজোৎ ৷ তাঁদের জীবন কাহিনী পরিচালক ইমতিয়াজ আলি তুলে আনেন ছবির পর্দায় ৷ অমর সিং চমকিলার চরিত্রে দেখা গিয়েছে দিলজিৎ দোসাঞ্জকে ও তাঁর স্ত্রীর চরিত্রে দেখা গিয়েছে পরিণীতি চোপড়াকে ৷ কেমন ছিল সেই সফর, সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী ৷

পরিণীতি বেশ কিছু শুটিং সেটের ছবি শেয়ার করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, "আমার মেকআপ টিমকে ধন্যবাদ, যাঁরা আমাকে চমকিলা (উজ্জ্বল) অর্থাৎ অমরজোৎ কৌর হতে সাহায্য করেছিল ৷ গুরুদ্বারা ছবির শুটিংয়ের নানা মুহূর্তের ঝলক রইল এখানে ৷" মূলত, এই ছবির জন্য শারীরিকভাবে একাধিক পরিবর্তন আনতে হয়েছিল অভিনেত্রীকে ৷ এমনকী, চরিত্রের জন্য 15 কিলো ওজনও বাড়িয়েছিলেন তিনি ৷

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরি জানান, পরিচালক ইমতিয়াজ আলি অনুরোধ করেছিলেন তাঁকে ওজন বাড়ানোর জন্য ৷ পাশাপাশি, কোনও রকম মেকআপ ব্যবহারও করতে চাননি তিনি ৷ আমাকে এখানে কোনও গ্ল্যামারাস রূপে নয়, বরং চমকিলা যেমন তেমনই রাখতে চেয়েছিলেন পরিচালক ৷ আমি বাধ্য মেয়ের মতো সেটাই করেছি ৷ শোনা যায়, ওজন বৃদ্ধির বিষয়ে অনেকে তাঁকে নাকি সচেতন পর্যন্ত করেছিলেন ৷ কিন্তু পরি নাকি, 'দ্য ডার্টি পিকচার'-এর বিদ্যা বালানকে দেখে অনুপ্রাণিত হন ৷

অন্যদিকে, এই প্রজেক্টের জন্য অনেক ছবির প্রস্তাবও নাকি ফেরাতে হয়েছে অভিনেত্রীকে ৷ তিনি বলেন, "আমি চমকিলা ছবির শুটিং দু'বছর ধরে করেছি ৷ যে কারণে আমার অনেক কাজ হাতছাড়া হয়েছে ৷ আমাকে দেখতে খুব বাজে লাগছিল ৷ তারমধ্যে ছিল প্লাস্টিক সার্জারি ও অন্তঃসত্ত্বা হওয়ার গুজবও ৷" 12 এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে 'অমর সিং চমকিলা' ৷ গানে অশ্লীল শব্দ ব্যবহার করে যিনি খ্যাতির শিখরে যত দ্রুত উঠেছিলেন তত তাড়াতাড়ি তাঁকে মৃত্যুবরণ করতে হয়েছিল ৷ শিল্পীর সেই সফরনামা, সেই বিপ্লবকেই পরিচালক ইমতিয়াজ আলি তুলে ধরেছেন দর্শকদের সামনে ৷

আরও পড়ুন

1. প্রতারণা ও বিশ্বাসঘাতকতার শিকার জাহ্নবী, কীভাবে নিজেকে রক্ষা করবেন ?

2. অমিতাভের মুকুটে আরও এক পালক, কী পুরস্কার পাচ্ছেন ?

3. সলমনের বাড়িতে শিন্ডে, লরেন্স বিষ্ণোই গ্যাংকে শেষ করার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী

হায়দরাবাদ, 17 এপ্রিল: পঞ্জাবি গানের বেতাজ বাদশা ছিলেন 'অমর সিং চমকিলা' ৷ যিনি গানে গানে সেই সময়ে বিপ্লব জাগিয়েছিলেন ৷ তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন স্ত্রী অমরজোৎ ৷ তাঁদের জীবন কাহিনী পরিচালক ইমতিয়াজ আলি তুলে আনেন ছবির পর্দায় ৷ অমর সিং চমকিলার চরিত্রে দেখা গিয়েছে দিলজিৎ দোসাঞ্জকে ও তাঁর স্ত্রীর চরিত্রে দেখা গিয়েছে পরিণীতি চোপড়াকে ৷ কেমন ছিল সেই সফর, সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী ৷

পরিণীতি বেশ কিছু শুটিং সেটের ছবি শেয়ার করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, "আমার মেকআপ টিমকে ধন্যবাদ, যাঁরা আমাকে চমকিলা (উজ্জ্বল) অর্থাৎ অমরজোৎ কৌর হতে সাহায্য করেছিল ৷ গুরুদ্বারা ছবির শুটিংয়ের নানা মুহূর্তের ঝলক রইল এখানে ৷" মূলত, এই ছবির জন্য শারীরিকভাবে একাধিক পরিবর্তন আনতে হয়েছিল অভিনেত্রীকে ৷ এমনকী, চরিত্রের জন্য 15 কিলো ওজনও বাড়িয়েছিলেন তিনি ৷

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরি জানান, পরিচালক ইমতিয়াজ আলি অনুরোধ করেছিলেন তাঁকে ওজন বাড়ানোর জন্য ৷ পাশাপাশি, কোনও রকম মেকআপ ব্যবহারও করতে চাননি তিনি ৷ আমাকে এখানে কোনও গ্ল্যামারাস রূপে নয়, বরং চমকিলা যেমন তেমনই রাখতে চেয়েছিলেন পরিচালক ৷ আমি বাধ্য মেয়ের মতো সেটাই করেছি ৷ শোনা যায়, ওজন বৃদ্ধির বিষয়ে অনেকে তাঁকে নাকি সচেতন পর্যন্ত করেছিলেন ৷ কিন্তু পরি নাকি, 'দ্য ডার্টি পিকচার'-এর বিদ্যা বালানকে দেখে অনুপ্রাণিত হন ৷

অন্যদিকে, এই প্রজেক্টের জন্য অনেক ছবির প্রস্তাবও নাকি ফেরাতে হয়েছে অভিনেত্রীকে ৷ তিনি বলেন, "আমি চমকিলা ছবির শুটিং দু'বছর ধরে করেছি ৷ যে কারণে আমার অনেক কাজ হাতছাড়া হয়েছে ৷ আমাকে দেখতে খুব বাজে লাগছিল ৷ তারমধ্যে ছিল প্লাস্টিক সার্জারি ও অন্তঃসত্ত্বা হওয়ার গুজবও ৷" 12 এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে 'অমর সিং চমকিলা' ৷ গানে অশ্লীল শব্দ ব্যবহার করে যিনি খ্যাতির শিখরে যত দ্রুত উঠেছিলেন তত তাড়াতাড়ি তাঁকে মৃত্যুবরণ করতে হয়েছিল ৷ শিল্পীর সেই সফরনামা, সেই বিপ্লবকেই পরিচালক ইমতিয়াজ আলি তুলে ধরেছেন দর্শকদের সামনে ৷

আরও পড়ুন

1. প্রতারণা ও বিশ্বাসঘাতকতার শিকার জাহ্নবী, কীভাবে নিজেকে রক্ষা করবেন ?

2. অমিতাভের মুকুটে আরও এক পালক, কী পুরস্কার পাচ্ছেন ?

3. সলমনের বাড়িতে শিন্ডে, লরেন্স বিষ্ণোই গ্যাংকে শেষ করার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.