হায়দরাবাদ, 2 মে: প্রথম ও দ্বিতীয় সিজনের সাফল্যের পর ফের পর্দায় আসছেন অভিষেক ত্রিপাঠী, মঞ্জু দেবি দুবে, ব্রিজ ভূষণ দুবে ৷ 28 মে আসছে 'পঞ্চায়েত' সিরিজের তৃতীয় ভাগ ৷ বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় জানানো হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিয়োর তরফে ৷
জীতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়জল মালিক, চন্দন রায় ও সনভিকা অভিনীত এই সিরিজ গেঁথে যায় সিনেমপ্রেমীদের মনে ৷ সিরিজটি পরিচালনার দায়িত্বে সামলেছেন দীপক কুমার মিশ্রা ৷ চিত্রনাট্য লিখেছেন চন্দন কুমার ৷ হিন্দির পাশাপাশি এই সিরিজ দর্শকরা দেখতে পাবেন তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড় ভাষায় ৷
সিরিজের কাহিনী মূলত গড়ে উঠেছে অভিষেক ত্রিপাঠীকে (জীতেন্দ্র কুমার) কেন্দ্র করে ৷ ইঞ্জিনিয়ারিং পাশ হওয়া সত্ত্বেও চাকরি না মেলায় উত্তরপ্রদেশের অখ্যাত ফুলেরা গ্রামে পঞ্চায়েত অফিসে কাজ শুরু করে ৷ তারপর থেকেই এগোয় সিরিজের চিত্রনাট্য ৷ হাস্যরসে মোড়া জীবনের অনেক কঠিন সত্য পরিচালক তুলে ধরেছেন সাদামাটা পর্দায় ৷ এবার 28 মে আসতে চলেছে এই সিরিজের তৃতীয় ভাগ ৷
অন্যদিকে, এই মাসেই আসতে চলেছে ব্লকব্লাস্টার সিনেমা 'বাহুবলি'র প্রিকুয়েল ৷ এসএস রাজামৌলি পরিচালিত অ্যানিমেটেড সিরিজের নাম 'বাহুবলি: ক্রাউন অফ ব্লাড' ৷ রাজামৌলির সঙ্গে অ্যানিমেটেড এই সিরিজে সহযোগিতা করেছেন 'দ্য লেজেন্ড অফ হনুমান' খ্যাত পরিচালক শরদ দেবারজন ৷ প্রভাস, রানা ডাগ্গাবুট্টি, অনুষ্কা শেট্টি, সত্যরাজ ও তমান্না ভাটিয়া অভিনীত এই ছবি তৈরি করে ইতিহাস ৷ 2015-তে মুক্তি পায় 'বাহুবলি: দ্য বিগিনিং' ৷
এরপর 'কাটাপ্পানে বাহুবলি কো কিউ মারা ?'-এই প্রশ্নের উত্তর জানতে দর্শককে অপেক্ষা করতে হয় 2017 পর্যন্ত ৷ মুক্তি পায় 'বাহুবলি: দ্য কনক্লুশন' ৷ মহিশমতি সাম্রাজ্যকে কীভাবে বাঁচালেন বাহুবলি, উঠে আসে গল্প ৷ আবারও সেই এপিক অ্যাডভেঞ্চারের সাক্ষী থাকতে চলেছেন দর্শক ৷ 17 মে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে আসছে 'বাহুবলি: ক্রাউন অফ ব্লাড' ৷
আরও পড়ুন
1. আবার শুরু পুষ্পা রাজ, শ্রীজাতর লেখনীতে 'দ্য রুলে'র প্রথম গান মুক্তি বাংলাতেও
2. পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ সিং, কেন?