মুম্বই, 14 মে: বান্দ্রায় বলিউড ভাইজানের বাইরে গুলিকাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতার করা হল 6 জনকে ৷ তাঁর বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলি চলার পর থেকেই দেশজুড়ে তোলপাড় শুরু হয়। সেই ঘটনার সিসিটিভি ফুটেজও সামনে এসেছে ৷ ঘটনায় অভিযুক্তরা এখন মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হেফাজতে ৷ এই ঘটনায় মুম্বই পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও তার ছোট ভাই আনমোল বিষ্ণোইকে 'ওয়ান্টেড' হিসাবে ঘোষণা করেছে। গোটা ঘটনার দায় স্বীকার করে নিয়েছে বিষ্ণোই গ্যাং। তারা শুধু ঘটনার দায় স্বীকারই করেনি, সোশাল মিডিয়ায় পোস্ট দিয়ে রীতিমতো হুমকি দিয়েছে অভিনেতাকে ৷
গত 28 এপ্রিল শনিবার গ্যাংস্টার লরেন্সের ভাই আনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করা হয় ৷ এরপর আজ আরও একজনকে পাকড়াও করা হয় ৷ গত 14 এপ্রিল ভোররাতে সলমন খানের বাড়ির সামনে পুলিশ মোতায়েন থাকা সত্বেও দুই ব্যক্তি প্রকাশ্যে গুলি চালিয়ে পালিয়ে যায়। মোট সাত রাউন্ড গুলি চালায় ওই দুই যুবক ৷ গতকাল যাকে গ্রেফতার করা হয়েছে সে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়েরই, জানিয়েছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷ অভিযুক্ত হরিয়ানার ফতেহাবাদের বাসিন্দা ৷ নাম হরপাল সিং ৷ বছর 34 ৷
সোমবার সন্ধ্যায় মুম্বই ক্রাইম ব্রাঞ্চের একটি দল তাকে হরিয়ানা থেকে গ্রেফতার করে ৷ আজ ভোরে মুম্বইয়ে আনা হয়। আগামিকাল আদালতে তাকে হাজির করা হবে ৷ এর আগে অভিযুক্ত মহম্মদ রফিক চৌধুরীকে জিজ্ঞাসাবাদের সময় এই হরপালের নাম উঠে আসে ৷ এই মাসের শুরুর দিকেও গ্রেফতার হয় বিষ্ণোই গ্যাংয়ের আরেক সদস্য। লরেন্স বিষ্ণোই, বর্তমানে গুজরাতের আমেদাবাদের সবরমতি কেন্দ্রীয় কারাগারে বন্দি ৷ তার ছোট ভাই আনমোল বিষ্ণোই কানাডায় রয়েছে বলে অনুমান পুলিশের ৷
আরও পড়ুন: