ETV Bharat / entertainment

অনন্ত-রাধিকা মঙ্গলকামনায় প্রি-ওয়েডিং অনুষ্ঠানে নাচলেন নীতা - Ranbir Kapoor

Ambani Pre-Wedding bash: শেষ হল অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং সেরেমনি ৷ তৃতীয় দিনে বিশেষ চমক নীতা অম্বানির নাচ ৷ অনুষ্ঠান শেষে ঘরে ফেরার পালা তারকাদের ৷ রণবীর-রাহা-আলিয়া থেকে বচ্চন পরিবার, ফিরলেন মুম্বই ৷

Etv Bharat
অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং সেরেমনি শেষে বাড়ি ফিরছেন তারকারা
author img

By ANI

Published : Mar 4, 2024, 1:55 PM IST

বিশ্বম্ভরী স্তুতি নৃত্য প্রদর্শন নীতা অম্বানির

জামনগর, 4 মার্চ: বিগত তিন দিন ধরে বিশ্ববাসীর নজর ছিল জামনগরের দিকে ৷ মুকেশ ও নীতা অম্বানির ছোট ছেলে অনন্তের প্রি-ওয়েডিং সেরেমনির আলোচনা উঠে এসেছে আন্তর্জাতিক স্তরে ৷ 1 মার্চ থেকে শুরু হওয়া এই সেরেমনি শেষ হল রবিবার ৷ শেষ দিন ছেলের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে নৃত্য প্রদর্শন করেন নীতা অম্বানি ৷ অনুষ্ঠান শেষে একে একে বাড়ির পথে পা বাড়ান দেশ-বিদেশের তারকারা৷

অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানের তৃতীয় দিনে ছেলে-বৌমার জন্য বিশেষ পারফরম্যান্স করলেন মা নীতা ৷ এদিন তিনি মা অম্বেকে স্মরণ করে বিশ্বম্ভরী স্তুতি নৃত্য দর্শকদের সামনে তুলে ধরেন ৷ সোশাল মিডিয়ায় নাচের সেই ঝলক নীতা মুকেশ অম্বানি কালচারাল সেন্টারের তরফে তুলে ধরা হয়েছে ৷ ক্যাপশনে লেখা হয়েছে, "ঐতিহ্য ও পরম্পরা উদযাপিত ৷ মা অম্বেকে উদ্দেশ্য করে মিসেস নীতা অম্বানির নৃত্য প্রদর্শন বিশেষ তাৎপর্যপূর্ণ ৷ প্রত্যেক নবরাত্রিতে সেই ছোটবেলা থেকে এই স্তুতি তিনি শুনে আসছেন ৷ অনন্ত-রাধিকা আগামী যাতে শুভ হয়, সেই কারণে মা অম্বের আশীর্বাদ প্রার্থনা এই নৃত্যশৈলীর মাধ্যমে ৷"

অন্যদিকে, গালা টাইম কাটিয়ে রাত থেকেই বাড়ি ফেরার উদ্দেশ্যে পাড়ি জমান বলি তারকা থেকে শুরু করে বিদেশি অতিথিরা ৷ রাতেই অনুষ্ঠান শেষে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেন অমিতাভ বচ্চন ও তাঁর পরিবার ৷ পাশাপাশি বিমানবন্দরে দেখা যায়, পরিচালক রাজকুমার হিরানি, স্বামী নেনের সঙ্গে মাধুরী দীক্ষিতকে ৷ রাতেই বিমান ধরেন অক্ষয় কুমার-সারা আলি খান ও ইব্রাহিম খান ৷ অন্যদিকে, সাত-সকালে মুম্বইয়ের উদ্দেশ্যে বিমান ধরার জন্য চলে আসেন রণবীর কাপুর ও আলিয়া ভাট ৷ ছোট্ট রাহাকে কোলে নিয়ে বাবা রণবীর পাপারাৎজিদের দেখে হাতও নাড়েন ৷

অন্যদিকে, একে একে বিমান বন্দরে দেখা যায়, অন্তঃসত্ত্বা নাতাশার সঙ্গে হবু বাবা বরুণ ধাওয়ানকে ৷ দেখা যায় কিয়ারা আদবানি-সিদ্ধার্থ মালহোত্রাকে ৷ নজরে আসেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল ৷ সব মিলিয়ে তিন দিনের আনন্দ উৎসব ভালোমতোই উপভোগ করছেন দেশ-বিদেশের তারকারা ৷ 12 জুলাই চারহাত একহাত চলেছে অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের ৷

আরও পড়ুন

1. খুদে রাহার সঙ্গে হাত মেলালেন অনন্ত, তিন খান থেকে দীপবীরের নাচে জমজমাট প্রি-ওয়েডিং

2. জামনগর জমজমাট! রণবীরের সঙ্গে 'গল্লা গোরিয়া'য় পা মেলালেন 'মম টু বি' দীপিকা, দেখুন ভিডিয়ো

3. অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং মিলিয়ে দিল খান ত্রয়ীকে, অস্কারজয়ী গানে পা মেলালেন শাহরুখ-সলমন-আমির

বিশ্বম্ভরী স্তুতি নৃত্য প্রদর্শন নীতা অম্বানির

জামনগর, 4 মার্চ: বিগত তিন দিন ধরে বিশ্ববাসীর নজর ছিল জামনগরের দিকে ৷ মুকেশ ও নীতা অম্বানির ছোট ছেলে অনন্তের প্রি-ওয়েডিং সেরেমনির আলোচনা উঠে এসেছে আন্তর্জাতিক স্তরে ৷ 1 মার্চ থেকে শুরু হওয়া এই সেরেমনি শেষ হল রবিবার ৷ শেষ দিন ছেলের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে নৃত্য প্রদর্শন করেন নীতা অম্বানি ৷ অনুষ্ঠান শেষে একে একে বাড়ির পথে পা বাড়ান দেশ-বিদেশের তারকারা৷

অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানের তৃতীয় দিনে ছেলে-বৌমার জন্য বিশেষ পারফরম্যান্স করলেন মা নীতা ৷ এদিন তিনি মা অম্বেকে স্মরণ করে বিশ্বম্ভরী স্তুতি নৃত্য দর্শকদের সামনে তুলে ধরেন ৷ সোশাল মিডিয়ায় নাচের সেই ঝলক নীতা মুকেশ অম্বানি কালচারাল সেন্টারের তরফে তুলে ধরা হয়েছে ৷ ক্যাপশনে লেখা হয়েছে, "ঐতিহ্য ও পরম্পরা উদযাপিত ৷ মা অম্বেকে উদ্দেশ্য করে মিসেস নীতা অম্বানির নৃত্য প্রদর্শন বিশেষ তাৎপর্যপূর্ণ ৷ প্রত্যেক নবরাত্রিতে সেই ছোটবেলা থেকে এই স্তুতি তিনি শুনে আসছেন ৷ অনন্ত-রাধিকা আগামী যাতে শুভ হয়, সেই কারণে মা অম্বের আশীর্বাদ প্রার্থনা এই নৃত্যশৈলীর মাধ্যমে ৷"

অন্যদিকে, গালা টাইম কাটিয়ে রাত থেকেই বাড়ি ফেরার উদ্দেশ্যে পাড়ি জমান বলি তারকা থেকে শুরু করে বিদেশি অতিথিরা ৷ রাতেই অনুষ্ঠান শেষে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেন অমিতাভ বচ্চন ও তাঁর পরিবার ৷ পাশাপাশি বিমানবন্দরে দেখা যায়, পরিচালক রাজকুমার হিরানি, স্বামী নেনের সঙ্গে মাধুরী দীক্ষিতকে ৷ রাতেই বিমান ধরেন অক্ষয় কুমার-সারা আলি খান ও ইব্রাহিম খান ৷ অন্যদিকে, সাত-সকালে মুম্বইয়ের উদ্দেশ্যে বিমান ধরার জন্য চলে আসেন রণবীর কাপুর ও আলিয়া ভাট ৷ ছোট্ট রাহাকে কোলে নিয়ে বাবা রণবীর পাপারাৎজিদের দেখে হাতও নাড়েন ৷

অন্যদিকে, একে একে বিমান বন্দরে দেখা যায়, অন্তঃসত্ত্বা নাতাশার সঙ্গে হবু বাবা বরুণ ধাওয়ানকে ৷ দেখা যায় কিয়ারা আদবানি-সিদ্ধার্থ মালহোত্রাকে ৷ নজরে আসেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল ৷ সব মিলিয়ে তিন দিনের আনন্দ উৎসব ভালোমতোই উপভোগ করছেন দেশ-বিদেশের তারকারা ৷ 12 জুলাই চারহাত একহাত চলেছে অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের ৷

আরও পড়ুন

1. খুদে রাহার সঙ্গে হাত মেলালেন অনন্ত, তিন খান থেকে দীপবীরের নাচে জমজমাট প্রি-ওয়েডিং

2. জামনগর জমজমাট! রণবীরের সঙ্গে 'গল্লা গোরিয়া'য় পা মেলালেন 'মম টু বি' দীপিকা, দেখুন ভিডিয়ো

3. অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং মিলিয়ে দিল খান ত্রয়ীকে, অস্কারজয়ী গানে পা মেলালেন শাহরুখ-সলমন-আমির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.