হায়দরাবাদ, 7 অক্টোবর: দিওয়ালিত মুক্তি পাবে রোহিত শেঠ্ঠীর কপ ইউনিভার্সের নতুন সংযোজন 'সিংঘম এগেইন' ৷ সোমবার রয়েছে ছবির ট্রেলার লঞ্চ ৷ তা দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা ৷ খবর, অনেক অনুরাগী আবার অপেক্ষা করে রয়েছেন অনুষ্ঠানে শক্তি শেঠ্ঠী রূপে দীপিকা পাড়ুকোনকে দেখার জন্য ৷
সেপ্টেম্বরে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা ৷ তারপর থেকে এখনও পর্যন্ত দর্শকদের সামনে আসেননি রণবীর ঘরনী ৷ ফলে বহু প্রতীক্ষিত এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে রোহিত শেঠ্ঠীর সঙ্গে বাকি কলাকুশলীরা উপস্থিত থাকছেন ৷ তার মধ্যে দীপিকার উপস্থিতি নিয়ে বেশি কৌতুহল দর্শক মহলে ৷ ফলে কিছু সময় পরেই বোঝা যাবে 'লেডি সিংঘম' এদিনের অনুষ্ঠানে নজর কাড়ছেন না স্কিপ করলেন ৷ যদিও অনুষ্ঠানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন 'পাপা' রণবীর সিং ৷
সিংঘম এগেইন ছবিতে অজয় দেবগণের পাশাপাশি, রোহিত তাঁর বাকি পুলিশ তারকাদের নিয়ে আসছেন পর্দায় ৷ ফলে একদিকে যেমন সিম্বা অর্থাৎ রণবীর সিংকে দেখা যাবে তেমনই নজরে আসতে দেখা যাবে সূর্যবংশী অর্থাৎ অক্ষয় কুমারকে৷ অন্যদিকে, 2021 সালের পর পর্দায় একসঙ্গে কাজ করলেন দীপিকা রণবীর ৷ শেষ এই জুটিকে একসঙ্গে দেখা গিয়েছে '83' ছবিতে ৷
অন্যদিকে, প্রথমবার খলনায়কের চরিত্রে নজর কাড়তে চলেছেন অর্জুন কাপুর ৷ কীভাবে এই চরিত্রের জন্য নিজেকে তৈরি করেছেন, তার ঝলক সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা ৷ বক্সঅফিসের দিকে নজর দিলে দেখা যায়, দিওয়ালিতে এই ছবির সঙ্গে ক্ল্যাশ লাগছে কার্তিক আরিয়ান ও বিদ্যা বালান অভিনীত ভুল ভুলাইয়া 3 ছবির ৷ এখন দেখার দিওয়ালির বক্সঅফিসের দখল নেয় কোন ছবি ৷