ETV Bharat / entertainment

প্রথমবার ওটিটি'তে নীল-তৃণা জুটি, আসছে 'মিল্কশেক মার্ডার্স'; কোথায় দেখবেন? - Neel Trina New Web Series

Neel-Trina First time in Web Series: ওটিটি-র পর্দায় আগেই নিজের জায়গা বুঝে নিয়েছেন অভিনেত্রী তৃণা সাহা ৷ এবার ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন নীল ভট্টাচার্য ৷ অর্থাৎ 'তৃনীল' অনুরাগীদের কাছে বড় চমক ৷ প্রথমবার একসঙ্গে ওয়েব সিরিজে দেখা যাবে নীল-তৃণাকে ৷

Neel-Trina Web Series
ওটিটিতে আসছে 'মিল্কশেক মার্ডার্স' (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 13, 2024, 9:52 PM IST

হায়দরাবাদ, 13 জুন: থাইল্যান্ডের সুন্দর প্রাকৃতিক পরিবেশে ক্রমশ জমাট বাঁধছে রহস্য ৷ খুন-প্রতারণা-প্রতিহিংসার প্রেক্ষাপটে মুক্তির অপেক্ষায় 'মিল্কশেক মার্ডার্স' ৷ নেপথ্যে পরিচালক অর্ণব রিঙ্গো বন্দোপাধ্যায় ৷ প্রথমবার ওয়েব সিরিজে হাতেখড়ি নীল ভট্টাচার্যের ৷ তাঁকে সঙ্গত দিতে থাকছেন অভিনেত্রী তথা স্ত্রী তৃণা সাহাও ৷ গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৌরভ দাস-জয়ী দেব রায় ৷

পরিচালক রিংগো বলেন, "মিল্কশেক মার্ডার্স নতুন যুগের সঙ্গে তালমিলিয়ে তৈরি একটি ব্যতিক্রমী থ্রিলার। যার চরিত্রগুলি অদৃষ্টে লেখা ভাগ্যের আর হাতের মুঠোয় আকস্মিক সাফল্যের খেলায় লিপ্ত হয়ে পড়ে। সিরিজে অভিনেতাদের অভিন, দর্শকদের ভালো লাগবে দাবি করতে পারি ৷ অন্যদিকে, থাইল্যান্ডে শুটিং করার অভিজ্ঞতাও দারুণ ৷" তিনি আরও বলেন, "গল্পের স্বার্থে, কোনও কার্পণ্য না করে, থাইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য যথাসম্ভব ক্যামেরাবন্দি করেছি। 'বারাণসী জাংশান'এর পর 'পিলকুঞ্জ' আর এবার 'মিল্কশেক মার্ডার্স' সিরিজ আনছি দর্শকদের জন্য ৷ আশা করি মন জয় করতে পারব ৷"

প্রথমবার ওটিটি সিরিজে পা রেখে উচ্ছ্বসিত নীল ৷ তিনি বলেন, "একজন অভিনেতা হিসেবে ছোট পর্দায় বেশ কয়েক বছর কাটানোর পর ওয়েব সিরিজে হাতেখড়ি প্রথমবার। সৌরভ, জোয়ি এবং তৃণার মতো ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কাজ করা অবিশ্বাস্যরকম দারুণ ৷ স্ক্রিপ্ট পড়ার সময় থেকে শুরু করে, এক একটি দৃশ্য, সঙ্গীতের নিখুঁত বিবরণের মধ্য দিয়ে পরিচালক পর্দায় জাদু তৈরি করেছেন। পাশাপাশি পাটায়ার শুটিং সময়সূচি ভীষণ উপভোগ করেছি।"

তৃণা জানান, প্রযোজক ওহেন্দ্রিলা বন্দ্যোপাধ্যায় ও পরিচালক রিঙ্গোর সঙ্গে এটা দ্বিতীয় কাজ ৷ তবে আন্তর্জাতিক লোকেশনে শ্যুট করা প্রথম ওয়েব সিরিজ ৷ অন্যদিকে, স্বামী তথা নীলের সঙ্গে সহ-অভিনেতা হিসাবেও প্রথম কাজ ৷ সিরিজটি ঘিরে আশা রয়েছে ৷ অন্যদিকে, সৌরভের মতো বন্ধুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আলাদা ৷ সবমিলিয়ে, দর্শক এই থ্রিলার উপভোগ করতে পারবেন ৷

পাশাপাশি সৌরভ দাস বলেন, "প্রখ্যাত পরিচালক রাজা চন্দ পরিচালিত কাটাকুটি এবং পিকাসোতে অভিনয় করার পরে, এটি ক্লিকের সঙ্গে আমার তৃতীয় সিরিজ ৷ প্রতিটি সিরিজে আমার চরিত্র নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছে ৷ পরিচালক রিঙ্গোর সঙ্গে আমার প্রথম আউটডোরে শ্যুটিং যাওয়ার অভিজ্ঞতা অসাধারণ। আমার চরিত্র সম্পর্কে খুব বেশি কিছু বলা বারণ ৷ তবে দর্শক এই সিরিজ পরতে পরতে উপভোগ করবেন ৷" উল্লেখ্য, এক ব্যর্থ ও সফল লেখকের অদ্ভুত মেলবন্ধন তুলে ধরা হয়েছে এই সিরিজে ৷ থাইল্যান্ডের বৈচিত্র্যের মাঝে প্রেম-প্রতারণার রোমহর্ষক পাঁচ এপিসোডের এই সিরিজ ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকে দেখা যাবে জুলাই মাসে।

হায়দরাবাদ, 13 জুন: থাইল্যান্ডের সুন্দর প্রাকৃতিক পরিবেশে ক্রমশ জমাট বাঁধছে রহস্য ৷ খুন-প্রতারণা-প্রতিহিংসার প্রেক্ষাপটে মুক্তির অপেক্ষায় 'মিল্কশেক মার্ডার্স' ৷ নেপথ্যে পরিচালক অর্ণব রিঙ্গো বন্দোপাধ্যায় ৷ প্রথমবার ওয়েব সিরিজে হাতেখড়ি নীল ভট্টাচার্যের ৷ তাঁকে সঙ্গত দিতে থাকছেন অভিনেত্রী তথা স্ত্রী তৃণা সাহাও ৷ গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৌরভ দাস-জয়ী দেব রায় ৷

পরিচালক রিংগো বলেন, "মিল্কশেক মার্ডার্স নতুন যুগের সঙ্গে তালমিলিয়ে তৈরি একটি ব্যতিক্রমী থ্রিলার। যার চরিত্রগুলি অদৃষ্টে লেখা ভাগ্যের আর হাতের মুঠোয় আকস্মিক সাফল্যের খেলায় লিপ্ত হয়ে পড়ে। সিরিজে অভিনেতাদের অভিন, দর্শকদের ভালো লাগবে দাবি করতে পারি ৷ অন্যদিকে, থাইল্যান্ডে শুটিং করার অভিজ্ঞতাও দারুণ ৷" তিনি আরও বলেন, "গল্পের স্বার্থে, কোনও কার্পণ্য না করে, থাইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য যথাসম্ভব ক্যামেরাবন্দি করেছি। 'বারাণসী জাংশান'এর পর 'পিলকুঞ্জ' আর এবার 'মিল্কশেক মার্ডার্স' সিরিজ আনছি দর্শকদের জন্য ৷ আশা করি মন জয় করতে পারব ৷"

প্রথমবার ওটিটি সিরিজে পা রেখে উচ্ছ্বসিত নীল ৷ তিনি বলেন, "একজন অভিনেতা হিসেবে ছোট পর্দায় বেশ কয়েক বছর কাটানোর পর ওয়েব সিরিজে হাতেখড়ি প্রথমবার। সৌরভ, জোয়ি এবং তৃণার মতো ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কাজ করা অবিশ্বাস্যরকম দারুণ ৷ স্ক্রিপ্ট পড়ার সময় থেকে শুরু করে, এক একটি দৃশ্য, সঙ্গীতের নিখুঁত বিবরণের মধ্য দিয়ে পরিচালক পর্দায় জাদু তৈরি করেছেন। পাশাপাশি পাটায়ার শুটিং সময়সূচি ভীষণ উপভোগ করেছি।"

তৃণা জানান, প্রযোজক ওহেন্দ্রিলা বন্দ্যোপাধ্যায় ও পরিচালক রিঙ্গোর সঙ্গে এটা দ্বিতীয় কাজ ৷ তবে আন্তর্জাতিক লোকেশনে শ্যুট করা প্রথম ওয়েব সিরিজ ৷ অন্যদিকে, স্বামী তথা নীলের সঙ্গে সহ-অভিনেতা হিসাবেও প্রথম কাজ ৷ সিরিজটি ঘিরে আশা রয়েছে ৷ অন্যদিকে, সৌরভের মতো বন্ধুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আলাদা ৷ সবমিলিয়ে, দর্শক এই থ্রিলার উপভোগ করতে পারবেন ৷

পাশাপাশি সৌরভ দাস বলেন, "প্রখ্যাত পরিচালক রাজা চন্দ পরিচালিত কাটাকুটি এবং পিকাসোতে অভিনয় করার পরে, এটি ক্লিকের সঙ্গে আমার তৃতীয় সিরিজ ৷ প্রতিটি সিরিজে আমার চরিত্র নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছে ৷ পরিচালক রিঙ্গোর সঙ্গে আমার প্রথম আউটডোরে শ্যুটিং যাওয়ার অভিজ্ঞতা অসাধারণ। আমার চরিত্র সম্পর্কে খুব বেশি কিছু বলা বারণ ৷ তবে দর্শক এই সিরিজ পরতে পরতে উপভোগ করবেন ৷" উল্লেখ্য, এক ব্যর্থ ও সফল লেখকের অদ্ভুত মেলবন্ধন তুলে ধরা হয়েছে এই সিরিজে ৷ থাইল্যান্ডের বৈচিত্র্যের মাঝে প্রেম-প্রতারণার রোমহর্ষক পাঁচ এপিসোডের এই সিরিজ ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকে দেখা যাবে জুলাই মাসে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.