ETV Bharat / entertainment

ঝুলিতে উচ্চশিক্ষার ডিগ্রি, তবু বলিউডে ভাগ্য পরীক্ষা শাহরুখ-অমিতাভ থেকে পরিণীতি-বিদ্যার - NATIONAL EDUCATION DAY 2024

2024 সালের জাতীয় শিক্ষা দিবসে, নজরে সেই সকল তারকা যাঁরা উচ্চশিক্ষিত হয়েও বেছে নিয়েছেন রূপালি সিনেমার জগত ৷

Highly Edcated actors
উচ্চশিক্ষিত বলিউড তারকারা (আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 11, 2024, 5:11 PM IST

হায়দরাবাদ, 11 নভেম্বর : প্রত্যেক বছর এই দিন পালিত হয় জাতীয় শিক্ষা দিবস ৷ 2008 সালের 11 নভেম্বর দেশে জাতীয় শিক্ষা দিবস উদযাপন শুরু হয়। সেই থেকে বিগত 16 বছর ধরে দেশে বিশেষ এই দিন পালন করা হয়ে থাকে ৷ এই উপলক্ষে এক নজরে দেখে নেওয়া যাক, বলিউড তারকাদের শিক্ষাগত যোগ্যতার দিকে ৷ সিনেমায় হাতেখড়ি হওয়ার আগে কোন তারকা, কোন বিষয়ে উচ্চশিক্ষা করেছেন দেখে নেওয়া যাক ৷

পরিণীতি চোপড়া

রাজনীতিবিদ রাঘব চাড্ডার তারকা স্ত্রী পরিণীতি চোপড়া উচ্চ শিক্ষিত তারকাদের মধ্যে একজন ৷ আর্মি পরিবারে জন্ম নেওয়া পরিণীতি ইংল্যান্ডের ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে বিজনেস, ফিন্যান্স এবং ইকোনমিক্সে ট্রিপল অনার্স ডিগ্রি নিয়েছেন। একই সময়ে, 2009 সালে ভারতে ফিরে আসার পর, পরিণীতি প্রথমে যশ রাজ ফিল্ম প্রোডাকশনে পিআর (পাবলিক রিলেশন অফিসার) হিসাবে কাজ করেন ৷ তারপর 'ইশকজাদে' ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেন পরিণীতি চোপড়া ৷

সোহা আলি খান

সোহা আলি খান বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক মনসুর আলি খান পতৌদির কন্যা। সোহা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মর্ডান হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেন ৷ তারপর লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিকাল সায়েন্স থেকে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর ডিগ্রি নেন। একই সময়ে, পড়াশোনার পর, সোহা 2004 সালে রম-কম ছবি 'দিল মাঙ্গে মোর' দিয়ে বলিউডে পা রাখেন।

বিদ্যা বালান

বলিউডের 'মঞ্জুলিকা' বিদ্যা বালানকে বর্তমানে 'ভুল ভুলাইয়া 3' ছবিতে নিজের ক্যারিশ্মা দেখাচ্ছেন ৷ কিন্তু অনেকেই জানেন না অভিনেত্রী মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে সমাজবিজ্ঞানে স্নাতক এবং মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বলিউডে আসার আগে, বিদ্যা ছোট পর্দায় অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন।

রণদীপ হুডা

অভিনেতা রণদীপ হুডা হাই প্রোফাইল পরিবার থেকে এসেছেন। তাঁর বাবা একজন মেডিকেল সার্জন এবং বোন একজন ডাক্তার। রণদীপের পরিবারও চেয়েছিল তিনি ডাক্তার হোক। তিনি মেলবোর্ন বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনিই একমাত্র বলিউড অভিনেতা যিনি পেশাদারিত্বের সঙ্গে ঘোড়সওয়ার করতে পারেন ৷ এর জন্য তিনি একাধিক পুরস্কারও জিতেছেন ৷

ভিকি কৌশল

2015 সালে 'মাসান' ছবি দিয়ে বিটাউনে পা রাখেন তিনি ৷ আজ তিনি প্রথম সারির সফল অভিনেতাদের মধ্যে একজন ৷ ভিকি কৌশল ইঞ্জিনিয়ারিং সেক্টরের ছাত্র ছিলেন। তিনি রাজীব গান্ধি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নেন। এরপর তিনি অনুরাগ কাশ্যপের ছবি 'গ্যাংস অফ ওয়াসেপুর'-এ সহকারি হিসাবে বিটাউনে কাজ শুরু করেন ৷

আয়ুষ্মান খুরানা

আয়ুষ্মান খুরানা, যিনি বিশ্বের 100 জন প্রভাবশালী অভিনেতার তালিকায় নাম নথিভুক্ত করেছেন (2020), তিনিও উচ্চ শিক্ষিত তারকাদের তালিকায় রয়েছেন ৷ 'ভিকি ডোনার' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন আয়ুষ্মান ৷ প্রথম ছবিই তাঁর সুপারহিট ৷ তিনি চণ্ডীগড়ের ডিএভি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে ডিগ্রি অর্জন করেছেন। একই সময়ে, অভিনেতা পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশনে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। আয়ুষ্মান খুরানা রোডিজ বিজয়ী। অভিনেতা হওয়ার আগে তিনি রেডিয়ো এবং ভিডিয়ো জকি হিসেবে কাজ করেছেন। তাঁকে বলিউডে লঞ্চ করেন অভিনেতা জন আব্রাহাম ৷

জন আব্রাহাম

বলিউডের মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন জন আব্রাহাম ৷ তিনি মুম্বই বিশ্ববিদ্যালয়ের জয় হিন্দ কলেজ থেকে অর্থনীতি নিয়ে পাশ করেছেন ৷ তারপর নরসি মানজি কলেজ অফ ম্যানেজমেন্ট স্টাডিজ থেকে এমবিএ করেন। মডেলিং-এর পাশাপাশি মিডিয়া প্ল্যানার হিসেবেও কাজ করেন জন। 2003 সালে বিপাশা বাসুর বিপরীতে 'জিসম' ছবিতে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেন জন আব্রাহাম ৷

কৃতি স্যানন

জেপি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন কৃতি ৷ সিনেমা জগতে আসার আগে ফ্যাশন দুনিয়ায় মডেলিং করেছেন তিনি ৷ কৃতি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি একজন ইঞ্জিনিয়ার হতে চান। একই সময়ে, কৃতি দুটি জায়গা থেকে কাজের প্রস্তাবও পেয়েছিলেন, কিন্তু তাঁর ভাগ্যে ছিল অভিনেত্রী হওয়া।

শাহরুখ খান

সফল অভিনেতা হওয়ার পাশাপাশি শাহরুখ খান উচ্চ শিক্ষিত ব্যক্তিও। শাহরুখ খান স্কুলের পর দিল্লির হংসরাজ কলেজে যোগ দেন এবং সেখানে অর্থনীতিতে অনার্স নিয়ে পড়াশোনা করেন ৷ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি থেকে মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা মাঝপথেই ছেড়ে দেন। ফ্রান্স সরকার শাহরুখ খানকে Ordre des Arts et des Lettres এবং Legion of Honor-এ সম্মানিত করেছে। শাহরুখ খানেরও রয়েছে ডক্টরেট উপাধিও ৷

অমিতাভ বচ্চন

মেগাস্টার অমিতাভ বচ্চন শুধুমাত্র একজন অভিনেতাই নন, লেখক-কবিও বটে। নৈনিতালের শেরউড কলেজ থেকে স্নাতক হওয়ার পর, বিগ বি দিল্লির কিরোরি মাল কলেজ থেকে কলা ও বিজ্ঞানে পড়াশোনা করেন। একই সঙ্গে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি থেকে ডক্টর ডিগ্রি নিয়েছেন বিগ বি। সিনে দুনিয়ায় আসার আগে অমিতাভ কলকাতায় বিজনেস এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন।

হায়দরাবাদ, 11 নভেম্বর : প্রত্যেক বছর এই দিন পালিত হয় জাতীয় শিক্ষা দিবস ৷ 2008 সালের 11 নভেম্বর দেশে জাতীয় শিক্ষা দিবস উদযাপন শুরু হয়। সেই থেকে বিগত 16 বছর ধরে দেশে বিশেষ এই দিন পালন করা হয়ে থাকে ৷ এই উপলক্ষে এক নজরে দেখে নেওয়া যাক, বলিউড তারকাদের শিক্ষাগত যোগ্যতার দিকে ৷ সিনেমায় হাতেখড়ি হওয়ার আগে কোন তারকা, কোন বিষয়ে উচ্চশিক্ষা করেছেন দেখে নেওয়া যাক ৷

পরিণীতি চোপড়া

রাজনীতিবিদ রাঘব চাড্ডার তারকা স্ত্রী পরিণীতি চোপড়া উচ্চ শিক্ষিত তারকাদের মধ্যে একজন ৷ আর্মি পরিবারে জন্ম নেওয়া পরিণীতি ইংল্যান্ডের ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে বিজনেস, ফিন্যান্স এবং ইকোনমিক্সে ট্রিপল অনার্স ডিগ্রি নিয়েছেন। একই সময়ে, 2009 সালে ভারতে ফিরে আসার পর, পরিণীতি প্রথমে যশ রাজ ফিল্ম প্রোডাকশনে পিআর (পাবলিক রিলেশন অফিসার) হিসাবে কাজ করেন ৷ তারপর 'ইশকজাদে' ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেন পরিণীতি চোপড়া ৷

সোহা আলি খান

সোহা আলি খান বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক মনসুর আলি খান পতৌদির কন্যা। সোহা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মর্ডান হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেন ৷ তারপর লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিকাল সায়েন্স থেকে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর ডিগ্রি নেন। একই সময়ে, পড়াশোনার পর, সোহা 2004 সালে রম-কম ছবি 'দিল মাঙ্গে মোর' দিয়ে বলিউডে পা রাখেন।

বিদ্যা বালান

বলিউডের 'মঞ্জুলিকা' বিদ্যা বালানকে বর্তমানে 'ভুল ভুলাইয়া 3' ছবিতে নিজের ক্যারিশ্মা দেখাচ্ছেন ৷ কিন্তু অনেকেই জানেন না অভিনেত্রী মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে সমাজবিজ্ঞানে স্নাতক এবং মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বলিউডে আসার আগে, বিদ্যা ছোট পর্দায় অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন।

রণদীপ হুডা

অভিনেতা রণদীপ হুডা হাই প্রোফাইল পরিবার থেকে এসেছেন। তাঁর বাবা একজন মেডিকেল সার্জন এবং বোন একজন ডাক্তার। রণদীপের পরিবারও চেয়েছিল তিনি ডাক্তার হোক। তিনি মেলবোর্ন বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনিই একমাত্র বলিউড অভিনেতা যিনি পেশাদারিত্বের সঙ্গে ঘোড়সওয়ার করতে পারেন ৷ এর জন্য তিনি একাধিক পুরস্কারও জিতেছেন ৷

ভিকি কৌশল

2015 সালে 'মাসান' ছবি দিয়ে বিটাউনে পা রাখেন তিনি ৷ আজ তিনি প্রথম সারির সফল অভিনেতাদের মধ্যে একজন ৷ ভিকি কৌশল ইঞ্জিনিয়ারিং সেক্টরের ছাত্র ছিলেন। তিনি রাজীব গান্ধি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নেন। এরপর তিনি অনুরাগ কাশ্যপের ছবি 'গ্যাংস অফ ওয়াসেপুর'-এ সহকারি হিসাবে বিটাউনে কাজ শুরু করেন ৷

আয়ুষ্মান খুরানা

আয়ুষ্মান খুরানা, যিনি বিশ্বের 100 জন প্রভাবশালী অভিনেতার তালিকায় নাম নথিভুক্ত করেছেন (2020), তিনিও উচ্চ শিক্ষিত তারকাদের তালিকায় রয়েছেন ৷ 'ভিকি ডোনার' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন আয়ুষ্মান ৷ প্রথম ছবিই তাঁর সুপারহিট ৷ তিনি চণ্ডীগড়ের ডিএভি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে ডিগ্রি অর্জন করেছেন। একই সময়ে, অভিনেতা পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশনে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। আয়ুষ্মান খুরানা রোডিজ বিজয়ী। অভিনেতা হওয়ার আগে তিনি রেডিয়ো এবং ভিডিয়ো জকি হিসেবে কাজ করেছেন। তাঁকে বলিউডে লঞ্চ করেন অভিনেতা জন আব্রাহাম ৷

জন আব্রাহাম

বলিউডের মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন জন আব্রাহাম ৷ তিনি মুম্বই বিশ্ববিদ্যালয়ের জয় হিন্দ কলেজ থেকে অর্থনীতি নিয়ে পাশ করেছেন ৷ তারপর নরসি মানজি কলেজ অফ ম্যানেজমেন্ট স্টাডিজ থেকে এমবিএ করেন। মডেলিং-এর পাশাপাশি মিডিয়া প্ল্যানার হিসেবেও কাজ করেন জন। 2003 সালে বিপাশা বাসুর বিপরীতে 'জিসম' ছবিতে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেন জন আব্রাহাম ৷

কৃতি স্যানন

জেপি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন কৃতি ৷ সিনেমা জগতে আসার আগে ফ্যাশন দুনিয়ায় মডেলিং করেছেন তিনি ৷ কৃতি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি একজন ইঞ্জিনিয়ার হতে চান। একই সময়ে, কৃতি দুটি জায়গা থেকে কাজের প্রস্তাবও পেয়েছিলেন, কিন্তু তাঁর ভাগ্যে ছিল অভিনেত্রী হওয়া।

শাহরুখ খান

সফল অভিনেতা হওয়ার পাশাপাশি শাহরুখ খান উচ্চ শিক্ষিত ব্যক্তিও। শাহরুখ খান স্কুলের পর দিল্লির হংসরাজ কলেজে যোগ দেন এবং সেখানে অর্থনীতিতে অনার্স নিয়ে পড়াশোনা করেন ৷ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি থেকে মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা মাঝপথেই ছেড়ে দেন। ফ্রান্স সরকার শাহরুখ খানকে Ordre des Arts et des Lettres এবং Legion of Honor-এ সম্মানিত করেছে। শাহরুখ খানেরও রয়েছে ডক্টরেট উপাধিও ৷

অমিতাভ বচ্চন

মেগাস্টার অমিতাভ বচ্চন শুধুমাত্র একজন অভিনেতাই নন, লেখক-কবিও বটে। নৈনিতালের শেরউড কলেজ থেকে স্নাতক হওয়ার পর, বিগ বি দিল্লির কিরোরি মাল কলেজ থেকে কলা ও বিজ্ঞানে পড়াশোনা করেন। একই সঙ্গে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি থেকে ডক্টর ডিগ্রি নিয়েছেন বিগ বি। সিনে দুনিয়ায় আসার আগে অমিতাভ কলকাতায় বিজনেস এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.