ETV Bharat / entertainment

জাজমেন্টাল হবেন না ! হার্দিকের সঙ্গে ডিভোর্সের জল্পনার মাঝে কী ইঙ্গিত নাতাশার ? - HARDIK NATASA divorce rumours - HARDIK NATASA DIVORCE RUMOURS

HARDIK NATASA divorce rumours: বেশি জাজমেন্টাল হবেন না, একটু ধৈর্য ধরুন ! হার্দিক পান্ডিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের জল্পনার মাঝেই ভিডিয়ো বার্তায় বিশেষ ইঙ্গিত দিলেন নাতাশা স্ট্যানকোভিচ ৷ নিজের ইনস্টাগ্রাম পোস্টে তিনি কী বলেছেন, দেখে নিন ৷

ETV BHARAT
হার্দিকের সঙ্গে ডিভোর্সের জল্পনার মাঝে কী ইঙ্গিত নাতাশার ? (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 11, 2024, 12:47 PM IST

মুম্বই, 11 জুলাই: ক্রিকেটার হাবি হার্দিক পান্ডিয়ার সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের জল্পনা চলছে ৷ এরই মধ্যে নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী-মডেল নাতাশা স্ট্যানকোভিচ ৷ একটি ভিডিয়ো পোস্ট করে তিনি বলেছেন, কোনও কিছু অন্যরকম দেখলেই মানুষ সেটা নিয়ে বিচার করতে শুরু করে ৷ তাঁদের মধ্যে সহানুভূতির অভাব দেখা যায় ৷

নিজের ইনস্টাগ্রামের ভিডিয়োতে নাতাশা বলেন, "মানুষ হিসাবে, আমরা কত দ্রুত বিচার করে ফেলি ? আমরা যদি কারওকে তাঁর চরিত্রের বাইরে অভিনয় করতে দেখি, আমরা ধীর হই না, আমরা পর্যবেক্ষণ করি না এবং আমাদের সহানুভূতির অভাব হয় । আমরা সরাসরি বিচার করার জন্য ঝাঁপিয়ে পড়ি ৷"

সবার জন্য তাঁর পরামর্শ, "আসুন আমরা কম বিচার করি, আরও পর্যবেক্ষণ করি, আরও সহানুভূতিশীল হই এবং ধৈর্য ধরি ।"

নাতাশা সোশাল মিডিয়ায় তাঁর চিন্তাভাবনা ভাগ করে নিলেও, পান্ডিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করা থেকে বিরত থেকেছেন । 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের জয়ের সেলিব্রেশনে হার্দিকের পরিবার যে পার্টির আয়োজন করেছিলেন সেখানেও যাননি নাতাশা ৷

2020 সালের 31 মে বিবাহবন্ধনে আবদ্ধ হন হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচ ৷ যদিও এই দম্পতিকে প্রকাশ্যে একসঙ্গে খুব একটা দেখা যায় না ৷ তবে সোশাল মিডিয়ায় ছেলে অগস্ত্যের সঙ্গে তাঁদের একসঙ্গে ছবি রয়েছে ।

নাতাশা টিভি বিজ্ঞাপনে অভিনয় দিয়ে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন । প্রকাশ ঝা'র 'সত্যাগ্রহ' দিয়ে বলিউডে তাঁর অভিষেক ঘটে ৷ তবে সেখানে শুধু একটি গানে দেখা গিয়েছে তাঁকে ৷ পরে নাতাশা 'ঢিশকিয়াউন', 'অ্যাকশন জ্যাকসন', '7 আওয়ারস টু গো' এবং 'জিরো'-এর মতো ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন ।

এছাড়াও প্রথমে 'বিগ বস 8' এবং পরে ডান্স রিয়েলিটি শো 'নাচ বলিয়ে 9'-এ অংশগ্রহণের মাধ্যমে জনপ্রিয়তা পান নাতাশা ৷

মুম্বই, 11 জুলাই: ক্রিকেটার হাবি হার্দিক পান্ডিয়ার সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের জল্পনা চলছে ৷ এরই মধ্যে নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী-মডেল নাতাশা স্ট্যানকোভিচ ৷ একটি ভিডিয়ো পোস্ট করে তিনি বলেছেন, কোনও কিছু অন্যরকম দেখলেই মানুষ সেটা নিয়ে বিচার করতে শুরু করে ৷ তাঁদের মধ্যে সহানুভূতির অভাব দেখা যায় ৷

নিজের ইনস্টাগ্রামের ভিডিয়োতে নাতাশা বলেন, "মানুষ হিসাবে, আমরা কত দ্রুত বিচার করে ফেলি ? আমরা যদি কারওকে তাঁর চরিত্রের বাইরে অভিনয় করতে দেখি, আমরা ধীর হই না, আমরা পর্যবেক্ষণ করি না এবং আমাদের সহানুভূতির অভাব হয় । আমরা সরাসরি বিচার করার জন্য ঝাঁপিয়ে পড়ি ৷"

সবার জন্য তাঁর পরামর্শ, "আসুন আমরা কম বিচার করি, আরও পর্যবেক্ষণ করি, আরও সহানুভূতিশীল হই এবং ধৈর্য ধরি ।"

নাতাশা সোশাল মিডিয়ায় তাঁর চিন্তাভাবনা ভাগ করে নিলেও, পান্ডিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করা থেকে বিরত থেকেছেন । 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের জয়ের সেলিব্রেশনে হার্দিকের পরিবার যে পার্টির আয়োজন করেছিলেন সেখানেও যাননি নাতাশা ৷

2020 সালের 31 মে বিবাহবন্ধনে আবদ্ধ হন হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচ ৷ যদিও এই দম্পতিকে প্রকাশ্যে একসঙ্গে খুব একটা দেখা যায় না ৷ তবে সোশাল মিডিয়ায় ছেলে অগস্ত্যের সঙ্গে তাঁদের একসঙ্গে ছবি রয়েছে ।

নাতাশা টিভি বিজ্ঞাপনে অভিনয় দিয়ে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন । প্রকাশ ঝা'র 'সত্যাগ্রহ' দিয়ে বলিউডে তাঁর অভিষেক ঘটে ৷ তবে সেখানে শুধু একটি গানে দেখা গিয়েছে তাঁকে ৷ পরে নাতাশা 'ঢিশকিয়াউন', 'অ্যাকশন জ্যাকসন', '7 আওয়ারস টু গো' এবং 'জিরো'-এর মতো ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন ।

এছাড়াও প্রথমে 'বিগ বস 8' এবং পরে ডান্স রিয়েলিটি শো 'নাচ বলিয়ে 9'-এ অংশগ্রহণের মাধ্যমে জনপ্রিয়তা পান নাতাশা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.