ETV Bharat / entertainment

'আমার মেয়েই বসনহীন হাসপাতালে!'- আরজি কর কাণ্ডে কবিতায় প্রতিবাদ নচিকেতার - RG Kar rape and murder case - RG KAR RAPE AND MURDER CASE

Nachiketa on RG Kar Incident: আরজি কর কাণ্ডে এবার মুখ খুললেন নচিকেতা চক্রবর্তী ৷ যে বাংলায় ধুমধাম করে দুর্গাপুজো হয় সেখানে ধর্ষিত হয়ে খুন বাংলার মেয়ে ৷ দুর্গাপুজোর প্রাক্কালে মাকে মর্ত্যে আসতে মানা 'আগুন পাখি' গায়কের ৷

Nachiketa on RG Kar Incident
কবিতায় প্রতিবাদ নচিকেতার (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 14, 2024, 3:54 PM IST

আসানসোল, 14 অগস্ট: আরজি কর কাণ্ডে প্রতিবাদে সামিল বিশিষ্ট গায়ক ও কম্পোজার নচিকেতা চক্রবর্তী। আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে পেন ধরলেন গায়ক নচিকেতা ৷ সোশাল মিডিয়ায় সেই কবিতা নিজেই পাঠ করলেন ৷ বুধবার গায়কের পোস্টে পাশে থেকেছে নেটপাড়াও ।

দুর্গাপুজোর বাকি আর মাত্র দু'মাস ৷ ঘরে আসবেন মা উমা ৷ কিন্তু বর্তমান সময়ে যা চলছে সেখানে নিরাপত্তা নেই মেয়েদের ৷ তাই মা দুর্গাকে উদ্দেশ্য করেই কবিতা লিখেছেন নচিকেতা ৷ তিনি লিখেছেন, " মা দুর্গা তুমি এসো না / এই পৃথিবী আমাদেরই বাসযোগ্য নেই / তোমার হবে কি করে? / এখানে ধর্ষিত হয় মানবতা/ মানুষ হারিয়ে গভীরতা / নারী সম্মান পথের ধুলোয় / প্রহসনে নারী স্বাধীনতা।/ মা তুমি এসো না.../ পারবো না দিতে সম্মান/ মেয়েকেই দিতে পারি না/ তোমায় দেবো কি করে? "

এই কবিতাতেই সমাজের জমকালো আলোর নীচে যে অন্ধকার রয়েছে তা চোখে আঙুল দিয়ে দেখালেন নচিকেতা ৷ তিনি লিখলেন, "মা তুমি এসো না.../ লক্ষ টাকা খরচ করে তোমায় সাজাই/ আরও কত লক্ষ টাকার বসন ভূষন/ এদিকে আমার মেয়েই বসনহীন হাসপাতালে/ আকাশ বাতাস কালো করে ঘৃণার দূষণ / মা তুমি এসো না, এই বিচার বিহীন পৃথিবীতে/ তুমি এসোই না ৷"

বলা যায়, বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা ৷ সেই আবহে নারকীয় এই ঘটনায় শিল্পী ক্ষুব্ধ। তাঁর প্রতিবাদী কলমে বেরিয়ে এল জ্বলন্ত কবিতা। বিষয়টি নিয়ে নচিকেতা চক্রবর্তীর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় বুধবার রাজ্যের বিভিন্ন স্থানে অভিনব প্রতিবাদের আয়োজন করা হয়েছে।

রাজনীতি, ধর্ম, বর্ণ সবকিছুর উর্দ্ধে মানুষ পথে নামতে চলেছে। এই ঘটনায় বারবার প্রশ্ন উঠছিল সুশীল সমাজ কি করছে? কেনইবা তাঁরা চুপ? অনেকেই প্রশ্ন তুলেছিলেন গায়ক নচিকেতা চক্রবর্তীকে নিয়ে। সম্প্রতি তিনি মহানায়ক পুরস্কার পেয়েছেন। এরপরেও কি সরকারের বিরুদ্ধে মুখ খুলবেন তা নিয়ে জল্পনা চলছিল ৷ অবশেষে নচিকেতা হাঁটলেন প্রতিবাদের পথে ৷

আসানসোল, 14 অগস্ট: আরজি কর কাণ্ডে প্রতিবাদে সামিল বিশিষ্ট গায়ক ও কম্পোজার নচিকেতা চক্রবর্তী। আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে পেন ধরলেন গায়ক নচিকেতা ৷ সোশাল মিডিয়ায় সেই কবিতা নিজেই পাঠ করলেন ৷ বুধবার গায়কের পোস্টে পাশে থেকেছে নেটপাড়াও ।

দুর্গাপুজোর বাকি আর মাত্র দু'মাস ৷ ঘরে আসবেন মা উমা ৷ কিন্তু বর্তমান সময়ে যা চলছে সেখানে নিরাপত্তা নেই মেয়েদের ৷ তাই মা দুর্গাকে উদ্দেশ্য করেই কবিতা লিখেছেন নচিকেতা ৷ তিনি লিখেছেন, " মা দুর্গা তুমি এসো না / এই পৃথিবী আমাদেরই বাসযোগ্য নেই / তোমার হবে কি করে? / এখানে ধর্ষিত হয় মানবতা/ মানুষ হারিয়ে গভীরতা / নারী সম্মান পথের ধুলোয় / প্রহসনে নারী স্বাধীনতা।/ মা তুমি এসো না.../ পারবো না দিতে সম্মান/ মেয়েকেই দিতে পারি না/ তোমায় দেবো কি করে? "

এই কবিতাতেই সমাজের জমকালো আলোর নীচে যে অন্ধকার রয়েছে তা চোখে আঙুল দিয়ে দেখালেন নচিকেতা ৷ তিনি লিখলেন, "মা তুমি এসো না.../ লক্ষ টাকা খরচ করে তোমায় সাজাই/ আরও কত লক্ষ টাকার বসন ভূষন/ এদিকে আমার মেয়েই বসনহীন হাসপাতালে/ আকাশ বাতাস কালো করে ঘৃণার দূষণ / মা তুমি এসো না, এই বিচার বিহীন পৃথিবীতে/ তুমি এসোই না ৷"

বলা যায়, বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা ৷ সেই আবহে নারকীয় এই ঘটনায় শিল্পী ক্ষুব্ধ। তাঁর প্রতিবাদী কলমে বেরিয়ে এল জ্বলন্ত কবিতা। বিষয়টি নিয়ে নচিকেতা চক্রবর্তীর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় বুধবার রাজ্যের বিভিন্ন স্থানে অভিনব প্রতিবাদের আয়োজন করা হয়েছে।

রাজনীতি, ধর্ম, বর্ণ সবকিছুর উর্দ্ধে মানুষ পথে নামতে চলেছে। এই ঘটনায় বারবার প্রশ্ন উঠছিল সুশীল সমাজ কি করছে? কেনইবা তাঁরা চুপ? অনেকেই প্রশ্ন তুলেছিলেন গায়ক নচিকেতা চক্রবর্তীকে নিয়ে। সম্প্রতি তিনি মহানায়ক পুরস্কার পেয়েছেন। এরপরেও কি সরকারের বিরুদ্ধে মুখ খুলবেন তা নিয়ে জল্পনা চলছিল ৷ অবশেষে নচিকেতা হাঁটলেন প্রতিবাদের পথে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.