ETV Bharat / entertainment

উইকেন্ডে 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' দেখার প্ল্যান? সোশাল মিডিয়ায় রিভিউ নেটিজেনদের - MR AND MRS MAHI REVIEW - MR AND MRS MAHI REVIEW

Mr & Mrs Mahi X Review: মুক্তি পেয়েছে রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর অভিনীত 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' ৷ প্রথমদিনেই প্রেক্ষাগৃহে ছয় হাঁকিয়েছে এই ছবি ৷ রোমান্স-ড্রামায় ভরপুর এই ছবি সোশাল মিডিয়ায় দেখার আবেদন নেটিজেনদের ৷

Mr & Mrs Mahi X Review
'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 31, 2024, 5:59 PM IST

হায়দরাবাদ, 31 মে: কিছুদিন আগেই রাজকুমার রাওয়ের 'শ্রীকান্ত' ছবি মন কেড়েছে দর্শকদের ৷ এবার তিনি জাহ্নবী কাপুরের সঙ্গে জুটি বেঁধে মন কাড়লেন দর্শকদের ৷ মুক্তি পেয়েছে রোমান্টিক স্পোর্টস ড্রামা 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' ৷ শরণ শর্মা পরিচালিত এই ছবি প্রথমদিনেই বক্সঅফিসে ভালো সাড়া ফেলেছে ৷ বিনোদনের সব মশালাই এই ছবিতে আছে বলে দাবি নেটিজেনদেরও ৷

সোশাল মিডিয়ায় এক অনুরাগী লিখেছেন, "সত্যিই ভালো সিনেমা" ৷ আবার কেউ লিখেছেন, "জাহ্নবী কাপুরের অভিনয় দেখার মতো ৷ গ্ল্যামার ও সৌন্দর্যের উপরে তাঁর অভিনয় নজর কেড়েছে ৷ অনেকদিন পর হালকা সিনেমার একটি সিনেমা মন কাড়ল ৷ বিনোদনের সব কিছু রয়েছে এই ছবিতে ৷" আবার এক অনুরাগী জানিয়েছেন, বলিউডে নতুন জুটি প্রথম ছবিতেই ক্লিক করে গিয়েছে ৷ তিনি লেখেন, "রোমান্সের পাশাপাশি ক্রিকেট খেলাকে এখানে অনবদ্যভাবে তুলে ধরা হয়েছে৷ ছবির ইমোশন দর্শকদের ধরে রাখবে ৷ চলতি বছরে বলিউডের অন্যতম ছবি ৷"

শ্রীবল্লির সঙ্গে রোম্যান্টিক মুডে পুষ্পা, প্রেম-বন্ধুত্বের অফস্ক্রিন কেমিস্ট্রি ধরা পড়ল নতুন গানে

আসলে সকল নেটিজেন জানিয়েছেন, 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' গল্প বলার ধরণ একদমই আলাদা ৷ ফলে শুরু থেকে শেষ পর্যন্ত ছবির সংলাপ ও দৃশ্যায়ণ গায়ে কাঁটা দিতে বাধ্য ৷ এর আগে জাহ্নবী কাপুরের 'মিলি' ছবিতে দর্শক তাঁর অভিনয়ের প্রশংসা করেছিল ৷ এবার যেন সেই মাত্রা আরও অনেকটাই বেড়েছে বলে মত অনুরাগীদের ৷ এক অনুরাগী জানিয়েছেন, জাহ্নবী কাপুরের অভিনয় অবাক করেছে ৷ তিনি যে এত ভালো অভিনয় করতে পারেন, তা এই ছবি না দেখা পর্যন্ত কেউ জানতে পারতেন না ৷

শুধু তাই নয়, অনেকে এই ছবির ক্লাইম্যাক্স নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন ৷ সকলে একবাক্যে স্বীকার করেছেন, শেষের 20 মিনিট অসাধারণ, অনুপ্রেরণামূলক ৷ এর পাশাপাশি, গানগুলিও শ্রুতিমধুর ৷ মুক্তির প্রথম দিনে মার্কেটিং স্ট্র্যাটেজি হিসাবে 99 টাকায় টিকিট বিক্রির ঘোষণার পর উচ্ছ্বসিত হয়ে পড়েন দর্শক ৷ ফলে প্রথমদিনের বক্সঅফিসে ছবির কালেকশন হয়েছে ভালোই ৷ ছবিটি প্রযোজনা করেছে ধরমা প্রোডাকশন ও জি স্টুডিয়ো ৷

'ফুলটু দেশি' মুডে কাজল, তলোয়ার নিয়ে মারকাটারি দৃশ্যে তাক লাগালেন অভিনেত্রী

মূলত গল্পে উঠে এসেছে, এখ দম্পতি, যাঁরা ক্রিকেট ভীষণ পছন্দ করেন ৷ মাহি অর্থাৎ রাজকুমার ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন ৷ কিন্তু পরিবারের চাপে সেই স্বপ্ন পূরণ হয় না ৷ অন্যদিকে, মাহি খেয়াল করেন তাঁর স্ত্রী ক্রিকেট নিয়ে আলাদা প্যাশন রয়েছে ৷ ফলে মাহি তাঁর স্ত্রীকে জাতীয় ক্রিকেট টিমে খেলার জন্য অনুপ্রাণিত করতে থাকে ৷ তারপর কী হয়, তা জানতে হলে দেখতে হবে 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' ৷

হায়দরাবাদ, 31 মে: কিছুদিন আগেই রাজকুমার রাওয়ের 'শ্রীকান্ত' ছবি মন কেড়েছে দর্শকদের ৷ এবার তিনি জাহ্নবী কাপুরের সঙ্গে জুটি বেঁধে মন কাড়লেন দর্শকদের ৷ মুক্তি পেয়েছে রোমান্টিক স্পোর্টস ড্রামা 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' ৷ শরণ শর্মা পরিচালিত এই ছবি প্রথমদিনেই বক্সঅফিসে ভালো সাড়া ফেলেছে ৷ বিনোদনের সব মশালাই এই ছবিতে আছে বলে দাবি নেটিজেনদেরও ৷

সোশাল মিডিয়ায় এক অনুরাগী লিখেছেন, "সত্যিই ভালো সিনেমা" ৷ আবার কেউ লিখেছেন, "জাহ্নবী কাপুরের অভিনয় দেখার মতো ৷ গ্ল্যামার ও সৌন্দর্যের উপরে তাঁর অভিনয় নজর কেড়েছে ৷ অনেকদিন পর হালকা সিনেমার একটি সিনেমা মন কাড়ল ৷ বিনোদনের সব কিছু রয়েছে এই ছবিতে ৷" আবার এক অনুরাগী জানিয়েছেন, বলিউডে নতুন জুটি প্রথম ছবিতেই ক্লিক করে গিয়েছে ৷ তিনি লেখেন, "রোমান্সের পাশাপাশি ক্রিকেট খেলাকে এখানে অনবদ্যভাবে তুলে ধরা হয়েছে৷ ছবির ইমোশন দর্শকদের ধরে রাখবে ৷ চলতি বছরে বলিউডের অন্যতম ছবি ৷"

শ্রীবল্লির সঙ্গে রোম্যান্টিক মুডে পুষ্পা, প্রেম-বন্ধুত্বের অফস্ক্রিন কেমিস্ট্রি ধরা পড়ল নতুন গানে

আসলে সকল নেটিজেন জানিয়েছেন, 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' গল্প বলার ধরণ একদমই আলাদা ৷ ফলে শুরু থেকে শেষ পর্যন্ত ছবির সংলাপ ও দৃশ্যায়ণ গায়ে কাঁটা দিতে বাধ্য ৷ এর আগে জাহ্নবী কাপুরের 'মিলি' ছবিতে দর্শক তাঁর অভিনয়ের প্রশংসা করেছিল ৷ এবার যেন সেই মাত্রা আরও অনেকটাই বেড়েছে বলে মত অনুরাগীদের ৷ এক অনুরাগী জানিয়েছেন, জাহ্নবী কাপুরের অভিনয় অবাক করেছে ৷ তিনি যে এত ভালো অভিনয় করতে পারেন, তা এই ছবি না দেখা পর্যন্ত কেউ জানতে পারতেন না ৷

শুধু তাই নয়, অনেকে এই ছবির ক্লাইম্যাক্স নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন ৷ সকলে একবাক্যে স্বীকার করেছেন, শেষের 20 মিনিট অসাধারণ, অনুপ্রেরণামূলক ৷ এর পাশাপাশি, গানগুলিও শ্রুতিমধুর ৷ মুক্তির প্রথম দিনে মার্কেটিং স্ট্র্যাটেজি হিসাবে 99 টাকায় টিকিট বিক্রির ঘোষণার পর উচ্ছ্বসিত হয়ে পড়েন দর্শক ৷ ফলে প্রথমদিনের বক্সঅফিসে ছবির কালেকশন হয়েছে ভালোই ৷ ছবিটি প্রযোজনা করেছে ধরমা প্রোডাকশন ও জি স্টুডিয়ো ৷

'ফুলটু দেশি' মুডে কাজল, তলোয়ার নিয়ে মারকাটারি দৃশ্যে তাক লাগালেন অভিনেত্রী

মূলত গল্পে উঠে এসেছে, এখ দম্পতি, যাঁরা ক্রিকেট ভীষণ পছন্দ করেন ৷ মাহি অর্থাৎ রাজকুমার ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন ৷ কিন্তু পরিবারের চাপে সেই স্বপ্ন পূরণ হয় না ৷ অন্যদিকে, মাহি খেয়াল করেন তাঁর স্ত্রী ক্রিকেট নিয়ে আলাদা প্যাশন রয়েছে ৷ ফলে মাহি তাঁর স্ত্রীকে জাতীয় ক্রিকেট টিমে খেলার জন্য অনুপ্রাণিত করতে থাকে ৷ তারপর কী হয়, তা জানতে হলে দেখতে হবে 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.