ETV Bharat / entertainment

বৃন্দাবনে রোদচশমা ছিনতাই করল বাঁদর, কীভাবে ফিরে পেলেন মিমি ? দেখুন ভিডিয়ো - Mimi shares hilarious video - MIMI SHARES HILARIOUS VIDEO

Monkey takes Mimi Chakraborty's sunglasses: বৃন্দাবনে মিমি চক্রবর্তীর রোদচশমা ছিনতাই করল এক বাঁদর ৷ কীভাবে সাধের চশমাটি ফিরে পেলেন অভিনেত্রী ? দেখে নিন ভিডিয়োয় ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 24, 2024, 4:16 PM IST

কলকাতা, 24 মার্চ: বৃন্দাবনে লঙ্কাকাণ্ড ! তাও আবার মিমি চক্রবর্তীর রোদচশমা নিয়ে ৷ বিদায়ী তৃণমূল সাংসদের সাধের সানগ্লাস ছিনতাই করে হুলুস্থুল কাণ্ড বাঁধাল এক রামভক্ত ৷ না হনুমান নয়, এই লঙ্কাকাণ্ডের কারিগর বৃন্দাবনের এক বাঁদর ৷ তবে সে পশুপ্রেমী অভিনেত্রীকে নিরাশ করেনি ৷ সামান্য খাবার ঘুষ নিয়েই সে মিমিকে তাঁর রোদচশমা ফিরিয়ে দেয় ৷ গোটা ঘটনার এক মজাদার ভিডিয়ো নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন অভিনেত্রী ৷

সূত্র মারফৎ জানা যায়, লোকসভা নির্বাচনের কর্মযজ্ঞ যখন জোরকদমে, তখন বাবা-মাকে নিয়ে বৃন্দাবনে বেড়াতে গিয়েছিলেন যাদবপুরের বিদায়ী সাংসদ মিমি চক্রবর্তী ৷ সেখানে লাল-হলুদ আবির মেখে তাঁর বসন্ত উৎসব পালনের ছবি নিয়ে ইতিমধ্যেই চর্চা চলছে অনুরাগীদের মধ্যে ৷ এরই মধ্যে বৃন্দাবনের আরও একটি মজার ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করলেন মিমি চক্রবর্তী ৷

সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাঁদর প্রথমে মিমির মায়ের চশমা ছিনিয়ে নিয়ে যায় ৷ মিমির গলায় বলতে শোনা যায়, "মায়ের চশমা নিয়ে নিয়েছে ৷" তবে মিমি তখনও ঠাহর করতে পারেননি যে, ওই বাঁদরের টার্গেটে আছে তাঁর রোদচশমাও ৷ হাসি-ঠাট্টার মাঝেই বাঁদরটি সোজা ঝাঁপিয়ে পড়ে মিমির উপর এবং তাঁর সানগ্লাসটি ছিনিয়ে পালায় ৷

তবে অভিনেত্রীর গলা শুনে বোঝা গিয়েছে যে, তিনি এতে ভয় পাননি ৷ তিনি বলতে থাকেন, "ইউ জাস্ট টেক মাই ফেভরিট সানগ্লাসেস ৷" হাসতে হাসতেই মিমি ইংরেজির পর বৃন্দাবনের বাঁদরের সঙ্গে হিন্দিতে কমিউনিকেট করার চেষ্টা করেন ! বলেন, "সানগ্রাস কিঁউ লে লিয়া মেরা, ইয়ে কোই খানে লায়েক চিজ থোড়ি না হ্যায় ৷"

এরপর খালি পায়েই বাঁদরের পিছু নেন মিমি ৷ তিনি ততক্ষণে বুঝে গিয়েছেন, তাঁর সাধের চশমা ফেরত পেতে গেলে কিছু একটা ঘুষ দিতে হবে ৷ বৃন্দাবনে বাঁদরের এমন কীর্তির শিকার অনেকেই হয়েছেন ৷ ফলে এটা মোটামুটি সবার জানা যে, খাবারের অভাবেই এই ব্ল্যাকমেইলিং করে থাকে এই পূর্বপুরুষেরা ৷ মিমিও সেটা বুঝতে পেরে স্পোর্টিংলি নেন বিষয়টিকে ৷ বাড়ির পোষ্য কুকুরের সঙ্গে যেভাবে কথা বলেন, সেভাবেই হিন্দিতে কথা চালিয়ে যান চশমা ছিনতাইকারী বাঁদরের সঙ্গে ৷

বলেন, "আজা, দে দে মুঝে ৷ মেরা চশমা দে দে ইয়ার ৷" বাঁদরটি ততক্ষণে অভিনেত্রীর চশমা হাতে নিয়ে একটি টোটোর নীচে আশ্রয় নিয়েছে, আর ঘুষের জন্য অপেক্ষা করছে ৷ মিমি হাত বাড়িয়ে একটি খাবারের প্যাকেট এগিয়ে দেন ৷ বাঁদরের রূপের প্রশংসাও করতে দেখা যায় মিমিকে ৷ বলেন, "বহত আচ্ছা লগ রহে হো ৷ অব দে দে ৷" এরপর বাঁদরটি চশমা ফেলে খাবারের প্যাকেটটি নিয়ে চম্পট দেয় ৷ আর মিমি তাঁর সাধের চশমা ফিরে পেয়ে আনন্দে চিৎকার করে ওঠেন ৷ যেন কোনও যুদ্ধজয় করে ফেলেছেন ৷

মিমি যেভাবে ওই বাঁদরটিকে বাগে এনেছেন, তার কুর্নিশ করেছেন নেট নাগরিকরা ৷ মজার এই ভিডিয়োটি শেয়ার করে মিমি লিখেছেন, "আজ আমাকে একটি বাঁদরের সঙ্গে বিনিময় করতে হল ৷" তবে এই বিনিময় শুধু স্বার্থে নয়, এতে অভিনেত্রীর পশুদের প্রতি ভালোবাসাও প্রকাশ পেয়েছে বলে মত তাঁর অনুরাগীদের ৷

আরও পড়ুন:

  1. মিমি কেন, যাঁকেই প্রার্থী করুক হুগলি থেকে খালি হাতে ফিরতে হবে তৃণমূলকে: লকেট
  2. 5 বছরে কোন বিধানসভায়, কত টাকা খরচ ? হিসেব তুলে ধরলেন যাদবপুরের সাংসদ
  3. 'রাজনীতি আমার জন্য নয়'! মমতাকে সাংসদ পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত জানালেন মিমি

কলকাতা, 24 মার্চ: বৃন্দাবনে লঙ্কাকাণ্ড ! তাও আবার মিমি চক্রবর্তীর রোদচশমা নিয়ে ৷ বিদায়ী তৃণমূল সাংসদের সাধের সানগ্লাস ছিনতাই করে হুলুস্থুল কাণ্ড বাঁধাল এক রামভক্ত ৷ না হনুমান নয়, এই লঙ্কাকাণ্ডের কারিগর বৃন্দাবনের এক বাঁদর ৷ তবে সে পশুপ্রেমী অভিনেত্রীকে নিরাশ করেনি ৷ সামান্য খাবার ঘুষ নিয়েই সে মিমিকে তাঁর রোদচশমা ফিরিয়ে দেয় ৷ গোটা ঘটনার এক মজাদার ভিডিয়ো নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন অভিনেত্রী ৷

সূত্র মারফৎ জানা যায়, লোকসভা নির্বাচনের কর্মযজ্ঞ যখন জোরকদমে, তখন বাবা-মাকে নিয়ে বৃন্দাবনে বেড়াতে গিয়েছিলেন যাদবপুরের বিদায়ী সাংসদ মিমি চক্রবর্তী ৷ সেখানে লাল-হলুদ আবির মেখে তাঁর বসন্ত উৎসব পালনের ছবি নিয়ে ইতিমধ্যেই চর্চা চলছে অনুরাগীদের মধ্যে ৷ এরই মধ্যে বৃন্দাবনের আরও একটি মজার ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করলেন মিমি চক্রবর্তী ৷

সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাঁদর প্রথমে মিমির মায়ের চশমা ছিনিয়ে নিয়ে যায় ৷ মিমির গলায় বলতে শোনা যায়, "মায়ের চশমা নিয়ে নিয়েছে ৷" তবে মিমি তখনও ঠাহর করতে পারেননি যে, ওই বাঁদরের টার্গেটে আছে তাঁর রোদচশমাও ৷ হাসি-ঠাট্টার মাঝেই বাঁদরটি সোজা ঝাঁপিয়ে পড়ে মিমির উপর এবং তাঁর সানগ্লাসটি ছিনিয়ে পালায় ৷

তবে অভিনেত্রীর গলা শুনে বোঝা গিয়েছে যে, তিনি এতে ভয় পাননি ৷ তিনি বলতে থাকেন, "ইউ জাস্ট টেক মাই ফেভরিট সানগ্লাসেস ৷" হাসতে হাসতেই মিমি ইংরেজির পর বৃন্দাবনের বাঁদরের সঙ্গে হিন্দিতে কমিউনিকেট করার চেষ্টা করেন ! বলেন, "সানগ্রাস কিঁউ লে লিয়া মেরা, ইয়ে কোই খানে লায়েক চিজ থোড়ি না হ্যায় ৷"

এরপর খালি পায়েই বাঁদরের পিছু নেন মিমি ৷ তিনি ততক্ষণে বুঝে গিয়েছেন, তাঁর সাধের চশমা ফেরত পেতে গেলে কিছু একটা ঘুষ দিতে হবে ৷ বৃন্দাবনে বাঁদরের এমন কীর্তির শিকার অনেকেই হয়েছেন ৷ ফলে এটা মোটামুটি সবার জানা যে, খাবারের অভাবেই এই ব্ল্যাকমেইলিং করে থাকে এই পূর্বপুরুষেরা ৷ মিমিও সেটা বুঝতে পেরে স্পোর্টিংলি নেন বিষয়টিকে ৷ বাড়ির পোষ্য কুকুরের সঙ্গে যেভাবে কথা বলেন, সেভাবেই হিন্দিতে কথা চালিয়ে যান চশমা ছিনতাইকারী বাঁদরের সঙ্গে ৷

বলেন, "আজা, দে দে মুঝে ৷ মেরা চশমা দে দে ইয়ার ৷" বাঁদরটি ততক্ষণে অভিনেত্রীর চশমা হাতে নিয়ে একটি টোটোর নীচে আশ্রয় নিয়েছে, আর ঘুষের জন্য অপেক্ষা করছে ৷ মিমি হাত বাড়িয়ে একটি খাবারের প্যাকেট এগিয়ে দেন ৷ বাঁদরের রূপের প্রশংসাও করতে দেখা যায় মিমিকে ৷ বলেন, "বহত আচ্ছা লগ রহে হো ৷ অব দে দে ৷" এরপর বাঁদরটি চশমা ফেলে খাবারের প্যাকেটটি নিয়ে চম্পট দেয় ৷ আর মিমি তাঁর সাধের চশমা ফিরে পেয়ে আনন্দে চিৎকার করে ওঠেন ৷ যেন কোনও যুদ্ধজয় করে ফেলেছেন ৷

মিমি যেভাবে ওই বাঁদরটিকে বাগে এনেছেন, তার কুর্নিশ করেছেন নেট নাগরিকরা ৷ মজার এই ভিডিয়োটি শেয়ার করে মিমি লিখেছেন, "আজ আমাকে একটি বাঁদরের সঙ্গে বিনিময় করতে হল ৷" তবে এই বিনিময় শুধু স্বার্থে নয়, এতে অভিনেত্রীর পশুদের প্রতি ভালোবাসাও প্রকাশ পেয়েছে বলে মত তাঁর অনুরাগীদের ৷

আরও পড়ুন:

  1. মিমি কেন, যাঁকেই প্রার্থী করুক হুগলি থেকে খালি হাতে ফিরতে হবে তৃণমূলকে: লকেট
  2. 5 বছরে কোন বিধানসভায়, কত টাকা খরচ ? হিসেব তুলে ধরলেন যাদবপুরের সাংসদ
  3. 'রাজনীতি আমার জন্য নয়'! মমতাকে সাংসদ পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত জানালেন মিমি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.