ETV Bharat / entertainment

যৌন হেনস্তার অভিযোগের জের! পদ ছাড়লেন অভিনেতা মোহনলাল - Hema Committee Report - HEMA COMMITTEE REPORT

Sexual Harassment Allegations in Malayalam film Industry: বাঙালি অভিনেত্রী শ্রীলেখা মিত্রের প্রতিবাদে ঝড় আছড়ে পড়েছে মালয়লম ছবির জগতে ৷ যৌন হেনস্তার শিকার হয়েছেন, এমন অনেক মহিলা শিল্পী প্রকাশ্যে মুখ খুলেছেন ৷ এই পরিস্থিতিতে অ্যাসোসিয়েশন অফ মালয়লম মুভি আর্টিস্টস(AMMA)-এর সভাপতি মোহনলাল-সহ সকল কর্মকর্তা পদ থেকে সরে দাঁড়ালেন ৷

mohanlal resigns as amma chief
পদ ছাড়লেন অভিনেতা মোহনলাল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 27, 2024, 6:15 PM IST

কোচি (কেরালা), 27 অগস্ট: হেমা কমিটির রিপোর্ট নাড়িয়ে দিয়েছে মালয়লম সিনেমার জগতে ৷ যৌন হেনস্তার শিকার শুধুমাত্র বাঙালি অভিনেত্রী শ্রীলেখা মিত্র হননি, মালয়লম ছবির দুনিয়ায় এমন ঘটনা আরও রয়েছে ৷ এই পরিস্থিতিতে অ্যাসোসিয়েশন অফ মালয়লম মুভি আর্টিস্টস(AMMA)-এর সভাপতি তথা অভিনেতা মোহনলাল-সহ সকল কর্মকর্তা পদ থেকে সরে দাঁড়ালেন ৷

মঙ্গলবার এই অনলাইন মিটিংয়ের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা সামনে আসে ৷ বিগত কয়েকদিন ধরে মালয়লম ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির ব্যক্তিত্বদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন একাধিক মহিলা শিল্পী ৷ এই ঘটনায় চাপে মুখে পড়েছে অ্যাসোসিয়েশন অফ মালয়লম মুভি আর্টিস্টস বা আম্মা ৷ এই সংগঠনের সভাপতি পদে ছিলেন বিশিষ্ট অভিনেতা মোহনলাল। এদিন, এক বিবৃতি প্রকাশ করে অ্যাসোসিয়েশনের তরফে এই ঘোষণার কথা সামনে আনা হয়েছে ৷

মোহনলাল ছাড়াও সহ-সভাপতি জয়ন চেরথালা, জগদীশ, যুগ্ম সম্পাদক বাবুরাজ এবং সংগঠনের কার্যনির্বাহী সদস্যদের অন্যান্য সদস্যরা পদত্যাগ করেছেন। নতুন পদাধিকারী নির্বাচিত না হওয়া পর্যন্ত বর্তমান গভর্নিং বডি স্ট্যান্ডবাই অবস্থানে থাকবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সাংগঠনিক সভা আহ্বান করে দুই মাসের মধ্যে নতুন গভর্নিং বডি নির্বাচন করা হবে

কেরালা সরকার হেমা কমিটির ফলাফল প্রকাশ করার পরে, বেশ কয়েকজন মহিলা শিল্পী তাঁদের সঙ্গে হওয়া যৌন হেনস্তার কথা প্রকাশ্যে আনেন ৷ যে কারণে প্রখ্যাত মালায়ালাম চলচ্চিত্র পরিচালক রঞ্জিত এবং অভিনেতা সিদ্দিক যথাক্রমে কেরালা চলচিত্র অ্যাকাডেমির চেয়ারম্যান এবং আম্মার (AMMA)-এর সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন।

ইতিমধ্যেই বাঙালি অভিনেত্রী শ্রীলেখা মিত্রর লিখিত অভিযোগের জেরে পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কোচি পুলিশ ৷ ইমেল মারফত মালয়লম পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ জানান অভিনেত্রী ৷ তারপরেই নড়েচড়ে বসেছে কোচি পুলিশ ৷

কোচি (কেরালা), 27 অগস্ট: হেমা কমিটির রিপোর্ট নাড়িয়ে দিয়েছে মালয়লম সিনেমার জগতে ৷ যৌন হেনস্তার শিকার শুধুমাত্র বাঙালি অভিনেত্রী শ্রীলেখা মিত্র হননি, মালয়লম ছবির দুনিয়ায় এমন ঘটনা আরও রয়েছে ৷ এই পরিস্থিতিতে অ্যাসোসিয়েশন অফ মালয়লম মুভি আর্টিস্টস(AMMA)-এর সভাপতি তথা অভিনেতা মোহনলাল-সহ সকল কর্মকর্তা পদ থেকে সরে দাঁড়ালেন ৷

মঙ্গলবার এই অনলাইন মিটিংয়ের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা সামনে আসে ৷ বিগত কয়েকদিন ধরে মালয়লম ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির ব্যক্তিত্বদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন একাধিক মহিলা শিল্পী ৷ এই ঘটনায় চাপে মুখে পড়েছে অ্যাসোসিয়েশন অফ মালয়লম মুভি আর্টিস্টস বা আম্মা ৷ এই সংগঠনের সভাপতি পদে ছিলেন বিশিষ্ট অভিনেতা মোহনলাল। এদিন, এক বিবৃতি প্রকাশ করে অ্যাসোসিয়েশনের তরফে এই ঘোষণার কথা সামনে আনা হয়েছে ৷

মোহনলাল ছাড়াও সহ-সভাপতি জয়ন চেরথালা, জগদীশ, যুগ্ম সম্পাদক বাবুরাজ এবং সংগঠনের কার্যনির্বাহী সদস্যদের অন্যান্য সদস্যরা পদত্যাগ করেছেন। নতুন পদাধিকারী নির্বাচিত না হওয়া পর্যন্ত বর্তমান গভর্নিং বডি স্ট্যান্ডবাই অবস্থানে থাকবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সাংগঠনিক সভা আহ্বান করে দুই মাসের মধ্যে নতুন গভর্নিং বডি নির্বাচন করা হবে

কেরালা সরকার হেমা কমিটির ফলাফল প্রকাশ করার পরে, বেশ কয়েকজন মহিলা শিল্পী তাঁদের সঙ্গে হওয়া যৌন হেনস্তার কথা প্রকাশ্যে আনেন ৷ যে কারণে প্রখ্যাত মালায়ালাম চলচ্চিত্র পরিচালক রঞ্জিত এবং অভিনেতা সিদ্দিক যথাক্রমে কেরালা চলচিত্র অ্যাকাডেমির চেয়ারম্যান এবং আম্মার (AMMA)-এর সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন।

ইতিমধ্যেই বাঙালি অভিনেত্রী শ্রীলেখা মিত্রর লিখিত অভিযোগের জেরে পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কোচি পুলিশ ৷ ইমেল মারফত মালয়লম পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ জানান অভিনেত্রী ৷ তারপরেই নড়েচড়ে বসেছে কোচি পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.