হায়দরাবাদ, 1 নভেম্বর: "ছেলে আমার মস্ত মানুষ/ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার/ নানান রকম জিনিস আর আসবাব দামি দামি/ সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি…" নচিকেতার জীবনমুখী গান সমাজের এক বাস্তব ছবি তুলে ধরেছিল ৷ যে গান আজও মোচড় দেয় অনেকের বুকে ৷ বাবা-মায়ের প্রতি সন্তানের অবহেলা তথা সমাজের কঠিন রূপ এবার পর্দায় তুলে ধরতে চলেছেন রাজ চক্রবর্তী ৷ আসছে 'সন্তান' ৷ শুক্রবার মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ৷
বৃদ্ধ বাবা-মাকে দেখে না সন্তান ৷ অপমানে-অভিমানে আদালতের দ্বারস্থ বাবা ৷ ছেলেকে তুললেন কাঠগড়ায় ৷ আইনি লড়াই লড়বেন ছেলের বিরুদ্ধে। সন্তান-এর আবেগী ট্রেলারে বাবার ভূমিকায় মিঠুন চক্রবর্তী। ছেলের চরিত্রে ঋত্বিক চক্রবর্তী৷ ঋত্বিকের বিরুদ্ধে আদালতে মামলা লড়বেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ অর্থাৎ রাজের হাত ধরেই পরিণীতি জুটি আরও একবার পর্দায় ৷ তবে এবার আর ভালোবাসা নয়, শুরু হবে কঠিন লড়াই ৷
পুজোতে রূপোলি পর্দায় মুক্তি পেয়েছে মিঠুন চক্রবর্তীর শাস্ত্রী ৷ বছর শেষেও রাজের হাত ধরে বড়পর্দায় রাখছেন চমক ৷ ডিসেম্বরে এই ছবি মুক্তি পাবে বলে জানা গিয়েছে ৷ ওই একই সময়ে মুক্তি পাবে দেবের খাদান। সহজ ভাষায় শীতের আবহে বক্স অফিস দখলে মুখোমুখি প্রতিযোগিতায় দেব-শুভশ্রী ৷ ছবিতে মিঠুন চক্রবর্তীর চরিত্রের নাম শরদিন্দু বোস। আইনজীবী ইন্দ্রানী সেনের ভূমিকায় নজরকাড়া শুভশ্রী।
ট্রেলার শুরুতে দেখা যায়, শুভশ্রী অর্থাৎ আইনজীবী ইন্দ্রানীর দরবারে উপস্থিত বৃদ্ধ শরদিন্দু ৷ তিনি এসে বলেন, "আমার ছেলে আমাকে আর আমার বউকে দেখে না। আমি ওর বিরুদ্ধে মামলা করতে চাই।" এখান থেকেই জমতে থাকে ট্রেলারের খেলা ৷ উঠে আসে ছেলে স্ত্রী-বাচ্চাকে নিয়ে যখন ব্যস্ত আনন্দ করতে, বেড়াতে যেতে তখন বৃদ্ধ বাবা-মা অসহায় অবস্থা ৷ নেই চিকিৎসা করানোর টাকা ৷ যে সন্তানকে কোলেপিঠে, আগলে রেখে মানুষ করেন বাবা-মা, আজ তাঁরাই ব্রাত্য হয়ে ওঠেন ৷ 'সন্তান' ছবিতে বাবা-সন্তানের জটিল সমীকরণের পাশাপাশি কোর্টরুম ড্রামা দর্শকদের ভাবাবে-কাঁদাবে তা আন্দাজ করা যায় ৷