কলকাতা, 12 ফেব্রুয়ারি: সুস্থ হয়ে সোমবার দুপুরে বাড়ি ফিরলেন মিঠুন চক্রবর্তী। বাড়ি ফেরার পথে সংবাদ মাধ্যমে জানালেন তাঁর শারীরিক অবস্থার কথাও। খাদ্যরসিক হওয়ার দরুণ অসুস্থ হয়ে পড়েছিলেন স্বীকারোক্তি মহাগুরুর।
হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার পথে তিনি বলেন, "প্রথমদিন একটু খারাপ ছিলাম। কালকেও খারাপ ছিলাম ৷ আজকে ভালো আছি। যা বুঝলাম কিছুতেই সমস্যা নেই, সমস্যা শুধু খাওয়াতে। আমি গ্রোগ্রাসে খাই।" এরপর তিনি জানান, বেঙ্গালুরু-মুম্বইতে সব ধরণের খাওয়ার পাওয়া যায় না। তাই কলকাতায় ফিরে সেই পছন্দের খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন ৷
মহাগুরু বলেন, "সাংবাদিরদের মাধ্যমে সকলকে বলতে চাই, যাঁদের ডায়াবেটিস আছে, ভাববেন না মিষ্টি না খেলে আপনার কিছু হবে না ৷ সব সমস্যা খাওয়াতে ৷ সেটাকে কন্ট্রোল করুন ৷ আর ভয় পাবেন না ইনসুলিনকে ৷ সেটা নিরাপদ ওষুধ ৷ তাতে আপনার শরীর ভালো থাকবে ৷ কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই ৷ আমার সমস্যা অতিরিক্ত খেয়েছি ৷ আমি রাক্ষস !"
মিঠুন হাসপাতালে ভর্তি শুনেই রবিবার তাঁকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কী বললেন তিনি? মিঠুন বলেন, "বাকি কী কথা হয়েছে বলব না ৷ একটু বকলেন ৷ প্রধানমন্ত্রীর থেকে বকা খেলাম ৷" কবে থেকে তিনি শুটিং ফ্লোরে ফিরবেন সেই প্রশ্নের উত্তরে মহাগুরু বলেন, "আমি কাল থেকেই কাজ করতে পারি। সবটাই আমার উপর। কিন্তু আমি কিছুদিন বিশ্রাম নেব। 19 বা 20 তারিখ থেকে আবার কাজে নামব।" হাসপাতাল থেকে বেরোনোর সময় মহাগুরুকে একবার দেখার জন্য গোটা চত্বরের বাইরে ভিড় জমান অনুরাগীরা। তাঁদেরকে হাত নেড়ে নিজের সুস্থতার কথা জানিয়ে ছেলেকে সঙ্গে নিয়ে গাড়িতে উঠেন 'ডিস্কো ডান্সার'।
উল্লেখ্য, শনিবার সকাল 9:40 নাগাদ অসুস্থ মিঠুন চক্রবর্তীকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ অভিনেতা- বিধায়ক সোহম চক্রবর্তী তাঁকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন । হাসপাতালে ভর্তির পর তাঁকে দেখছিলেন নিউরো ফিজিশিয়ান, গ্যাস্ট্রোনেটারোলজিস্ট এবং কার্ডিয়লজিস্ট বিভাগের চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে জানা যায়, তাঁকে নরম এবং তরল খাওয়ার বেশি দেওয়া হয়েছে। এখন তিনি সম্পূর্ণ সুস্থ।
আরও পড়ুন:
1. লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে বড় ঘোষণা, হাসপাতাল থেকে বেরিয়ে কী বললেন মিঠুন?
2. সন্দেশখালিতে যা চলছে তা গ্রহণযোগ্য নয়: মিঠুন
3. মমতার তৈরি করা ভস্মাসুরই তাঁকে জ্বালিয়ে গিলে খাবে, সন্দেশখালি নিয়ে কটাক্ষ দিলীপের