ETV Bharat / entertainment

অপেক্ষার অবসান, এই তারিখেই আসছে মির্জাপুর 3-এর ট্রেলার - MIRZAPUR 3 TRAILER RELEASE DATE - MIRZAPUR 3 TRAILER RELEASE DATE

MIRZAPUR 3 TRAILER RELEASE DATE: মির্জাপুর 3 আগামী জুলাইয়েই অ্যামাজন প্রাইম ভিডিয়োতে আসতে চলেছে ৷ তার আগে অধীর আগ্রহে ট্রেলারের জন্য অপেক্ষায় অনুরাগীরা ৷ এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে মির্জাপুর 3-এর ট্রেলার প্রকাশের দিনক্ষণ ঘোষণা করা হল ৷

ETV BHARAT
মির্জাপুর 3-এর ট্রেলার প্রকাশ কবে ? (মির্জাপুর 3-এর পোস্টার)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 18, 2024, 4:43 PM IST

হায়দরাবাদ, 18 জুন: পঙ্কজ ত্রিপাঠি এবং আলি ফজলের মির্জাপুর 3 অ্যামাজন প্রাইম ভিডিয়োতে আসছে আসন্ন জুলাই মাসে ৷ টিজারটি আগেই এই প্ল্যাটফর্মে দেওয়া হয়েছিল ৷ নির্মাতারা ইঙ্গিত দিয়েছিলেন যে, 'জঙ্গল মে ভাউকাল মচনেওয়ালা হ্যায়'৷ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'জঙ্গলে বিশৃঙ্খলা হতে চলেছে ।' আর এবার বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে মির্জাপুর 3-এর ট্রেলার উন্মোচনের জন্য প্রস্তুত নির্মাতারা ।

5 জুলাই হতে চলেছে মির্জাপুর 3-এর প্রিমিয়ার ৷ উত্তরপ্রদেশের মির্জাপুরের কেন্দ্রস্থলে এক ব্যবসায়ীকে ঘিরে এগিয়েছে গল্প, যে ব্যবসায়ী জড়িয়ে রয়েছেন মাফিয়াদের সঙ্গে ৷ এই সিরিজের অনুরাগীরা অধীর আগ্রহে ট্রেলারের অপেক্ষায় রয়েছেন ৷ আর এবার নির্মাতারা ট্রেলার প্রকাশের দিনক্ষণ ঘোষণা করেছেন ৷

মির্জাপুরের ক্রিয়েটিভ শক্তি এক্সেল এন্টারটেইনমেন্ট ট্রেলার মুক্তির তারিখ ঘোষণা করেছে সোশাল মিডিয়ায় ৷ প্রধান চরিত্রগুলির ছবি দিয়ে তারা ক্যাপশনে লিখেছে, "মির্জাপুরের ট্রেলারের তারিখ, 20 জুন অফিসিয়াল ট্রেলার রিলিজ ৷"

গুরমিত সিং এবং আনন্দ আইয়ার দ্বারা পরিচালিত এবং এক্সেল এন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত মির্জাপুর 3 তার পূর্বসূরীদের তুলনায় আরও আকর্ষণীয় হতে চলেছে বলে প্রতিশ্রুতি দিয়েছেন নির্মাতারা । ফলে আসন্ন সিজনের জন্য প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে অনুরাগীদের । মির্জাপুর 3-তে পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, শ্বেতা ত্রিপাঠি শর্মা, রসিকা দুগাল, হর্ষিতা গৌর, বিজয় ভার্মা, আঞ্জুম শর্মা, শিবা চাড্ডা এবং রাজেশ তাইলাং প্রধান ভূমিকায় অভিনয় করেছেন ।

অভ্যন্তরীণ ব্যক্তিরা ইঙ্গিত দিয়েছেন এই সিজনে নতুন চরিত্রগুলি একে আরও আকর্ষণীয় করে তুলবে ৷ 2018 সালে অ্যামাজন প্রাইম ভিডিয়োয় আত্মপ্রকাশের পর থেকে মির্জাপুরের প্রতিটি সিজন দর্শকদের মুগ্ধ করেছে । তাই এবার আরও প্রত্যাশা নিয়ে অপেক্ষায় রয়েছেন দর্শকরা ৷

হায়দরাবাদ, 18 জুন: পঙ্কজ ত্রিপাঠি এবং আলি ফজলের মির্জাপুর 3 অ্যামাজন প্রাইম ভিডিয়োতে আসছে আসন্ন জুলাই মাসে ৷ টিজারটি আগেই এই প্ল্যাটফর্মে দেওয়া হয়েছিল ৷ নির্মাতারা ইঙ্গিত দিয়েছিলেন যে, 'জঙ্গল মে ভাউকাল মচনেওয়ালা হ্যায়'৷ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'জঙ্গলে বিশৃঙ্খলা হতে চলেছে ।' আর এবার বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে মির্জাপুর 3-এর ট্রেলার উন্মোচনের জন্য প্রস্তুত নির্মাতারা ।

5 জুলাই হতে চলেছে মির্জাপুর 3-এর প্রিমিয়ার ৷ উত্তরপ্রদেশের মির্জাপুরের কেন্দ্রস্থলে এক ব্যবসায়ীকে ঘিরে এগিয়েছে গল্প, যে ব্যবসায়ী জড়িয়ে রয়েছেন মাফিয়াদের সঙ্গে ৷ এই সিরিজের অনুরাগীরা অধীর আগ্রহে ট্রেলারের অপেক্ষায় রয়েছেন ৷ আর এবার নির্মাতারা ট্রেলার প্রকাশের দিনক্ষণ ঘোষণা করেছেন ৷

মির্জাপুরের ক্রিয়েটিভ শক্তি এক্সেল এন্টারটেইনমেন্ট ট্রেলার মুক্তির তারিখ ঘোষণা করেছে সোশাল মিডিয়ায় ৷ প্রধান চরিত্রগুলির ছবি দিয়ে তারা ক্যাপশনে লিখেছে, "মির্জাপুরের ট্রেলারের তারিখ, 20 জুন অফিসিয়াল ট্রেলার রিলিজ ৷"

গুরমিত সিং এবং আনন্দ আইয়ার দ্বারা পরিচালিত এবং এক্সেল এন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত মির্জাপুর 3 তার পূর্বসূরীদের তুলনায় আরও আকর্ষণীয় হতে চলেছে বলে প্রতিশ্রুতি দিয়েছেন নির্মাতারা । ফলে আসন্ন সিজনের জন্য প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে অনুরাগীদের । মির্জাপুর 3-তে পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, শ্বেতা ত্রিপাঠি শর্মা, রসিকা দুগাল, হর্ষিতা গৌর, বিজয় ভার্মা, আঞ্জুম শর্মা, শিবা চাড্ডা এবং রাজেশ তাইলাং প্রধান ভূমিকায় অভিনয় করেছেন ।

অভ্যন্তরীণ ব্যক্তিরা ইঙ্গিত দিয়েছেন এই সিজনে নতুন চরিত্রগুলি একে আরও আকর্ষণীয় করে তুলবে ৷ 2018 সালে অ্যামাজন প্রাইম ভিডিয়োয় আত্মপ্রকাশের পর থেকে মির্জাপুরের প্রতিটি সিজন দর্শকদের মুগ্ধ করেছে । তাই এবার আরও প্রত্যাশা নিয়ে অপেক্ষায় রয়েছেন দর্শকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.