ETV Bharat / entertainment

আসছে মির্জাপুর সিজন 3, কবে-কোথায় দেখবেন? - Mirzapur Season 3

author img

By ETV Bharat Bangla Team

Published : May 30, 2024, 4:48 PM IST

Mirzapur Season 3 Release Date OUT: দীর্ঘ প্রতিক্ষার অবসান ৷ আসছে ক্রাইম থ্রিলার সিরিজ মির্জাপুরের তৃতীয় সিজন ৷ মুক্তির তারিখ সামনে এল বুধবার । জেনে নিন কবে ও কোথায় দেখা যাবে গুড্ডু ও কালিন ভাইয়াকে ।

Mirzapur Season 3
মির্জাপুর সিজন 3 (নিজস্ব ছবি)

মুম্বই, 30 মে: মির্জাপুর এবং মির্জাপুর 2 দুটি সিজনই সুপার হিট ৷ এই দুই সিজনের পর মির্জাপুরের তৃতীয় সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবাই । সেই অপেক্ষার দিন শেষ ৷ দর্শকদের মন জয় করতে খুব শীঘ্র আসছে মির্জাপুর সিজন 3 । এই ক্রাইম থ্রিলার সিরিজের তৃতীয় সিজনের মুক্তির তারিখ প্রকাশ্যে এসেছে । শোনা যাচ্ছিল যে মির্জাপুর সিজন 3 জুলাই মাসে মুক্তি পাবে ৷ সেই জল্পনাই সত্যি হল ৷

মির্জাপুর 3 কবে মুক্তি পাবে?

মিডিয়া রিপোর্ট অনুসারে, মির্জাপুর 3 অ্যামাজন প্রাইম ভিডিয়োতে স্ট্রিম হতে চলেছে আগামী 9 জুলাই থেকে । ইতিমধ্যে মির্জাপুর 3-এর নির্মাতা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলের পেজে পঙ্কজ ত্রিপাঠি এবং আলী ফয়জলের পোস্টার শেয়ার করেছে । পোস্টারে আলী ফয়জলকে হাতে একটি লাঠি ও বন্দুক ধরে থাকতে দেখা গিয়েছে। ক্যাপশনে লেখা রয়েছে, "ঠান্ডা থাকুন ৷ তাপমাত্রা এবং মির্জাপুর 3-এর সংলাপ গরম ।" একই সঙ্গে গুড্ডু ভাইয়ার পোস্টারের ক্যাপশনে লেখা রয়েছে, "আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন ৷ মুক্তি পেতে চলেছে মির্জাপুর 3 ।"

আরও পড়ুন: এই পথ যদি না শেষ হয়... 'পঞ্চায়েত' সিজনের জার্নি নিয়ে নয়া চমক পরিচালক দীপকের

এক্সেল এন্টারটেইনমেন্ট 2022 সাল থেকে মির্জাপুর 3 তৈরি করছে । মির্জাপুর 3 সিজনে অভিনয় করতে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠি, রসিকা দুগ্গাল, আলী ফয়জল, শ্বেতা ত্রিপাঠি, হর্ষিতা গৌর এবং বিজয় ভার্মাকে ৷ পাশাপাশি, মির্জাপুরের এই সিজনে কিছু নতুন মুখ দেখা যাবে বলেও শোনা যাচ্ছে । অনেকবার মুক্তির তারিখ বদল হওয়ায় ক্রাইম থ্রিলারটি দেখার আগ্রহ বেড়েছে দর্শকদের মধ্যে ।

মির্জাপুর সিজন 3-এ কী দেখা যাবে?

মির্জাপুর 2 শেষ হয়েছে নাটকীয়ভাবে। মির্জাপুর 3-তে সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে ৷ যেখানে গুড্ডু ভাইয়ার (আলি ফয়জল) হাতে মুন্না ভাইয়ার (দিব্যেন্দু শর্মা) মৃত্যুর পরে কালিন ভাইয়া (পঙ্কজ ত্রিপাঠি) শারদের (আঞ্জুম শর্মা) সঙ্গে হাত মিলিয়েছিলেন । এখন কালিন-গুড্ডু-শারদ-বীনা-গোলুর মধ্যে ক্ষমতার লড়াই দেখা যাবে, যা খুব মারাত্মক হতে চলেছে । মির্জাপুর সিজন 3 পরিচালনা করেছেন গুরমিত সিং এবং আনন্দ আইয়ার ।

আরও পড়ুন: বলিউডে দীপিকা রাজ ! বাদশা-প্রভাসকে হারিয়ে আইএমডিবি'র তালিকার শীর্ষে অভিনেত্রী

মুম্বই, 30 মে: মির্জাপুর এবং মির্জাপুর 2 দুটি সিজনই সুপার হিট ৷ এই দুই সিজনের পর মির্জাপুরের তৃতীয় সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবাই । সেই অপেক্ষার দিন শেষ ৷ দর্শকদের মন জয় করতে খুব শীঘ্র আসছে মির্জাপুর সিজন 3 । এই ক্রাইম থ্রিলার সিরিজের তৃতীয় সিজনের মুক্তির তারিখ প্রকাশ্যে এসেছে । শোনা যাচ্ছিল যে মির্জাপুর সিজন 3 জুলাই মাসে মুক্তি পাবে ৷ সেই জল্পনাই সত্যি হল ৷

মির্জাপুর 3 কবে মুক্তি পাবে?

মিডিয়া রিপোর্ট অনুসারে, মির্জাপুর 3 অ্যামাজন প্রাইম ভিডিয়োতে স্ট্রিম হতে চলেছে আগামী 9 জুলাই থেকে । ইতিমধ্যে মির্জাপুর 3-এর নির্মাতা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলের পেজে পঙ্কজ ত্রিপাঠি এবং আলী ফয়জলের পোস্টার শেয়ার করেছে । পোস্টারে আলী ফয়জলকে হাতে একটি লাঠি ও বন্দুক ধরে থাকতে দেখা গিয়েছে। ক্যাপশনে লেখা রয়েছে, "ঠান্ডা থাকুন ৷ তাপমাত্রা এবং মির্জাপুর 3-এর সংলাপ গরম ।" একই সঙ্গে গুড্ডু ভাইয়ার পোস্টারের ক্যাপশনে লেখা রয়েছে, "আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন ৷ মুক্তি পেতে চলেছে মির্জাপুর 3 ।"

আরও পড়ুন: এই পথ যদি না শেষ হয়... 'পঞ্চায়েত' সিজনের জার্নি নিয়ে নয়া চমক পরিচালক দীপকের

এক্সেল এন্টারটেইনমেন্ট 2022 সাল থেকে মির্জাপুর 3 তৈরি করছে । মির্জাপুর 3 সিজনে অভিনয় করতে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠি, রসিকা দুগ্গাল, আলী ফয়জল, শ্বেতা ত্রিপাঠি, হর্ষিতা গৌর এবং বিজয় ভার্মাকে ৷ পাশাপাশি, মির্জাপুরের এই সিজনে কিছু নতুন মুখ দেখা যাবে বলেও শোনা যাচ্ছে । অনেকবার মুক্তির তারিখ বদল হওয়ায় ক্রাইম থ্রিলারটি দেখার আগ্রহ বেড়েছে দর্শকদের মধ্যে ।

মির্জাপুর সিজন 3-এ কী দেখা যাবে?

মির্জাপুর 2 শেষ হয়েছে নাটকীয়ভাবে। মির্জাপুর 3-তে সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে ৷ যেখানে গুড্ডু ভাইয়ার (আলি ফয়জল) হাতে মুন্না ভাইয়ার (দিব্যেন্দু শর্মা) মৃত্যুর পরে কালিন ভাইয়া (পঙ্কজ ত্রিপাঠি) শারদের (আঞ্জুম শর্মা) সঙ্গে হাত মিলিয়েছিলেন । এখন কালিন-গুড্ডু-শারদ-বীনা-গোলুর মধ্যে ক্ষমতার লড়াই দেখা যাবে, যা খুব মারাত্মক হতে চলেছে । মির্জাপুর সিজন 3 পরিচালনা করেছেন গুরমিত সিং এবং আনন্দ আইয়ার ।

আরও পড়ুন: বলিউডে দীপিকা রাজ ! বাদশা-প্রভাসকে হারিয়ে আইএমডিবি'র তালিকার শীর্ষে অভিনেত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.