ETV Bharat / entertainment

পরিচালকের ভূমিকায় মানসী সিনহা, মুক্তি পেল 'এটা আমাদের গল্প' ছবির টিজার-পোস্টার - Mansi Sinha New Bengali Movie

New Bengali Movie: অভিনয় থেকে পরিচালনায় হাত পাকালেন মানসী সিনহা ৷ আসছে নতুন ছবি 'এটা আমাদের গল্প' ৷ প্রকাশ্যে ছবির টিজার পোস্টার ৷

Etv Bharat
আসছে নতুন ছবি 'এটা আমাদের গল্প'
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 7:32 PM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি: অভিনেত্রী থেকে পরিচালক। সম্প্রতি এই তালিকায় নাম জুড়েছে দু'জনের। চৈতী ঘোষাল এবং মানসী সিনহার। চৈতী ঘোষাল বানাচ্ছেন 'নেভার মাইন্ড'। অন্যদিকে মানসী সিনহার পরিচালনায় আসছে বাংলা ছবি 'এটা আমাদের গল্প'। সম্প্রতি মুক্তি পেয়েছে মানসী সিনহা পরিচালিত 'এটা আমাদের গল্প' ছবির টিজার পোস্টার।

এই ছবিতে জুটিতে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং অপরাজিতা আঢ্য। একঝাঁক তারকা নিয়ে ইতিমধ্যেই শ্যুটিং শেষ হয়ে গিয়েছে এই ছবির। ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য ছাড়াও রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, সোহাগ সেন, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবদূত ঘোষ-সহ আরও অনেকে। এই ছবির হাত ধরেই প্রথমবার পরিচালকের ভূমিকায় অভিনেত্রী মানসী সিনহা।

জানা গিয়েছে, ছবিটি মূলত একটি প্রেমের। এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের জন্য একটা ঘর আছে, সেই ঘরটা খুঁজে নিতে হবে। সেখানে শ্বশুর বাড়ি, বাপের বাড়ি এইগুলো বিষয় নয়- বিষয় হল ভালোবাসা। এমনই নিখাদ ভালোবাসার গল্প বলবে ছবিটি। ছবিতে একটি বাঙালি ও পাঞ্জাবি পরিবারের কাহিনি দেখা যাবে। তবে ছবি মুক্তির তারিখ এখনই প্রকাশ্যে আনতে চাইছেন না অভিনেত্রী তথা পরিচালক মানসী সিনহা। ছবিটি মুক্তি পাবে 'ধাগা প্রোডাকশন'-এর ব্যানারে শুভঙ্কর মিত্র ও সুভাষ বেরার প্রযোজনায়। ছবিতে বেশ কয়েকটি গান রয়েছে। শ্যুটিং হয়েছে কলকাতা শহরে।

প্রসঙ্গত, ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মানসী সিনহা। কমেডি রোল থেকে কড়া ধাঁচের শাশুড়ি সব ভূমিকাতেই অনবদ্য তিনি। এবার পরিচালনায় তাঁর মুন্সিয়ানা কতখানি তা প্রমাণ করার দিন আসন্য ৷ শীঘ্রই মুক্তি পাবে 'এটা আমাদের গল্প'।

আরও পড়ুন:

1. আইনি বিয়ে সারলেন কাঞ্চন-শ্রীময়ী, লালরঙা পোশাকে কাছাকাছি মল্লিক দম্পতি

2. নিজেকে ধন্য মনে করছেন জাহ্নবী, মেয়ের সঙ্গে রাম চরণ-সুরিয়ার ফিল্ম নিয়ে জল্পনা কাটালেন বনি

3. লাস্যময়ী দীপিকা, 'বাফটা'র মঞ্চে সব্যসাচীর শাড়িতে 'মস্তানি' গার্ল টক অফ দ্য টাউন

কলকাতা, 19 ফেব্রুয়ারি: অভিনেত্রী থেকে পরিচালক। সম্প্রতি এই তালিকায় নাম জুড়েছে দু'জনের। চৈতী ঘোষাল এবং মানসী সিনহার। চৈতী ঘোষাল বানাচ্ছেন 'নেভার মাইন্ড'। অন্যদিকে মানসী সিনহার পরিচালনায় আসছে বাংলা ছবি 'এটা আমাদের গল্প'। সম্প্রতি মুক্তি পেয়েছে মানসী সিনহা পরিচালিত 'এটা আমাদের গল্প' ছবির টিজার পোস্টার।

এই ছবিতে জুটিতে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং অপরাজিতা আঢ্য। একঝাঁক তারকা নিয়ে ইতিমধ্যেই শ্যুটিং শেষ হয়ে গিয়েছে এই ছবির। ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য ছাড়াও রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, সোহাগ সেন, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবদূত ঘোষ-সহ আরও অনেকে। এই ছবির হাত ধরেই প্রথমবার পরিচালকের ভূমিকায় অভিনেত্রী মানসী সিনহা।

জানা গিয়েছে, ছবিটি মূলত একটি প্রেমের। এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের জন্য একটা ঘর আছে, সেই ঘরটা খুঁজে নিতে হবে। সেখানে শ্বশুর বাড়ি, বাপের বাড়ি এইগুলো বিষয় নয়- বিষয় হল ভালোবাসা। এমনই নিখাদ ভালোবাসার গল্প বলবে ছবিটি। ছবিতে একটি বাঙালি ও পাঞ্জাবি পরিবারের কাহিনি দেখা যাবে। তবে ছবি মুক্তির তারিখ এখনই প্রকাশ্যে আনতে চাইছেন না অভিনেত্রী তথা পরিচালক মানসী সিনহা। ছবিটি মুক্তি পাবে 'ধাগা প্রোডাকশন'-এর ব্যানারে শুভঙ্কর মিত্র ও সুভাষ বেরার প্রযোজনায়। ছবিতে বেশ কয়েকটি গান রয়েছে। শ্যুটিং হয়েছে কলকাতা শহরে।

প্রসঙ্গত, ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মানসী সিনহা। কমেডি রোল থেকে কড়া ধাঁচের শাশুড়ি সব ভূমিকাতেই অনবদ্য তিনি। এবার পরিচালনায় তাঁর মুন্সিয়ানা কতখানি তা প্রমাণ করার দিন আসন্য ৷ শীঘ্রই মুক্তি পাবে 'এটা আমাদের গল্প'।

আরও পড়ুন:

1. আইনি বিয়ে সারলেন কাঞ্চন-শ্রীময়ী, লালরঙা পোশাকে কাছাকাছি মল্লিক দম্পতি

2. নিজেকে ধন্য মনে করছেন জাহ্নবী, মেয়ের সঙ্গে রাম চরণ-সুরিয়ার ফিল্ম নিয়ে জল্পনা কাটালেন বনি

3. লাস্যময়ী দীপিকা, 'বাফটা'র মঞ্চে সব্যসাচীর শাড়িতে 'মস্তানি' গার্ল টক অফ দ্য টাউন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.