কলকাতা, 13 নভেম্বর: দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। সামাজিক মাধ্যমে নিজের বেবি বাম্পের ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। শুভেচ্ছা জানাতে শুরু করেছেন অনুরাগীরাও ৷ মানসীর এক সামাজিক মাধ্যমের বন্ধু লিখেছেন, "টুহু রানি দিদি হতে চলেছে।" এই অবস্থাতেও নেগেটিভ রোল পেয়ে গিয়েছেন বাংলা ধারাবাহিকে। 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকে এখন তাঁকে দেখা যাচ্ছে অহনার চরিত্রে।
এক রৌদ্রোজ্জ্বল দিনে একটি গাড়ির সামনে দাঁড়িয়ে নিজের ছবি পোস্ট করেছেন মানসী সেনগুপ্ত। তাঁকে এই মুহূর্তে দেখা যাচ্ছে 'কোন গোপনে মন ভেসেছে' এবং 'নিম ফুলের মধু' ধারাবাহিকে। অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয় ইটিভি ভারতের তরফে।
দুটি ধারাবাহিকেরই শুটিং সমান তালে চালিয়ে যাচ্ছেন লড়াকু অভিনেত্রী। উল্লেখ্য, 'নিম ফুলের মধু'র শুটিং হয় ইন্দ্রপুরী স্টুডিওতে আর 'কোন গোপনে মন ভেসেছে'র শুটিং চলে দাসানি 1-এ। দু'টির দূরত্ব কম হওয়ায় একটু হলেও সুবিধা বলে মনে করেন অভিনেত্রী। মানসী বলেন, "অন্তঃসত্ত্বা অবস্থায় মেয়েদের শরীরে অনেক পরিবর্তন আসে জেনেও 'কোন গোপনে মন ভেসেছে' সিরিয়ালে অহনার মতো গুরুত্বপূর্ণ নেগেটিভ রোল আমাকে দেওয়া হয়েছে। এর জন্য আমি কৃতজ্ঞ।"
অভিনেত্রী আরও বলেন, "অনেক সময়েই এই অবস্থায় মেয়েদের গুরুত্বপূর্ণ চরিত্র দেওয়া হয় না। তাঁদের মধ্যে অনেক পরিবর্তন আসে বলে। কিন্তু এই চ্যানেল সেই সব ভাবেনি। আমার কাজকে গুরুত্ব দিয়েছে। আমি তাই কৃতজ্ঞ। আমার দিকে খেয়াল রাখা হচ্ছে যাতে বেশি চাপ আমার উপর না আসে এবং আমি যাতে চরিত্রটা করতে পারি। আমিও আমার কাজটা মন প্রাণ দিয়ে সময় মতো করছি। টেলিকাস্টের চাপ আমাদের থাকেই। সেদিকে আমাদের সকলকেই সজাগ দৃষ্টি দিতে হয়।"
প্রসঙ্গত, একাধিক ধারাবাহিকে নেগেটিভ রোলে নিজের জায়গা বুঝিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। 'কী করে বলব তোমায়' হোক বা 'নিম ফুলের মধু'- দর্শকের আলাদা নজর সবসময়েই থাকে তাঁর দিকে। গল্পের ভিলেন বা অ্যান্টাগনিস্ট হিসেবে সুন্দরীদের বেছে নেওয়ার চল আছে বাংলা টেলিভিশনে। যার অন্যতম উদাহরণ মানসী সেনগুপ্ত। ধারাবাহিকে তাঁর চোখের তীক্ষ্ণ দৃষ্টি, সাজসজ্জা, বাচনভঙ্গি দর্শকের কাছে তাঁকে আলাদা জায়গা করে দিয়েছে।
জনপ্রিয়তার ডানায় ভর করেই মানসী একটার পর একটা শক্তিশালী চরিত্রে অভিনয় করে চলেছেন। 'কাটাকুটি' নামে একটি ওয়েব সিরিজেও কাজ করেন তিনি। হিন্দিতে 'বান্নি চাও হোম ডেলিভারি'-তে অভিনয় করেন মানসী, যা ছিল বাংলার 'খুকুমণি হোম ডেলিভারি'র রিমেক। এ ছাড়াও কাজ করেন 'মো সে ছল কিয়া যায়ে' নামের একটি ধারাবাহিকেও। মানসী বলেন, "আমার প্রথম সন্তান 28 সপ্তাহে হয়েছিল। অর্থাৎ প্রি ম্যাচিওরড বেবি। তাই এবার খুব সাবধানে আছি।"