হায়দরাবাদ, 19 জুলাই: বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে ৷ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এপার বাংলার পরিচালক মানসী সিনহা, ঋদ্ধি সেন, স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে ওপার বাংলার অভিনেতা চঞ্চল চৌধুরী, শাকিব খান, পরিচালক মোস্তাফা সরওয়ার ফারুকি ৷ অস্থির সময় দ্রুত কেটে যাক, প্রার্থনা সকলের ৷
শুক্রবার পরিচালক মানসী সিনহা বাংলাদেশের ছাত্রী তানিয়া তনুর লেখা তুলে ধরেন নিজের ফেসবুক ওয়ালে ৷ সেখানে লেখা, "আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছিল । সে ভাবেনি পুলিশ তাঁকে সত্যিই গুলি করবে । তাই প্রথম গুলিটা খেয়ে সে একটু হতভম্ব হয়ে কেঁপে উঠল । তাঁর বিশ্বাস হল না, ওই প্রান্তের পুলিশ তাঁর মতোই বাংলায় কথা বলে, তাঁর মতো দু'বেলা ভাত খায়, একই মাটির গন্ধ গায়ে…৷ বোনটা শেষবার আদর করে কী বলেছিল সেটাও বোধ করি মনে পড়ে গেল । আবু সাইদের ঘরে ফেরার কথা ছিল রাত দশটায় । দশটা কি বেজে গেছে ? মায়ের গায়ের গন্ধটা বারুদের মতো হয়ে গেল কী করে ?" হ্যাশট্যাগে লিখেছেন, "সেভ বাংলাদেশি স্টুডেন্স, ছাত্র আন্দোলন জিন্দাবাদ ৷"
অভিনেতা ঋদ্ধি সেন ফেসবুকে সৈফত আহমেদ খানের একটি পোস্ট শেয়ার করেন ৷ এরপর ক্যাপশনে প্রতিবাদের ভাষা হিসাবে তুলে ধরেন শামসুর রহমানের কবিতা ৷ তিনি লেখেন, "কে বা কারা আমার পথে বিস্তর কাঁটা বিছিয়ে আমাকে রক্তাক্ত দেখে বিকট ভঙ্গিতে নাচতে থাকে, ছড়া কাটে, থুতু ছিটোয় আমার দিকে। নিশ্চুপ আমি হেঁটে যেতে থাকি উঁচিয়ে মাথা অন্য কোনওখানে । অন্ধকারের কেল্লা নিশ্চিত একদিন সুশীল, সুগঠিত, বিশাল মিছিলের স্লোগানে হবে বিলীন ।"
অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও একটি ছবি পোস্ট করেন ৷ যে ছবিতে লেখা "বুকের ভেতর অনেক ঝড় ৷ বুক পেতেছি গুলি কর ৷" এরপর তিনি পোস্টে লেখেন, "আজ একটা ভিডিয়ো দেখলাম, গুলির ধোঁয়া । বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আক্রান্ত । ছাত্র বয়স গিয়েছে সেই কবে, তবে জাহাঙ্গীর নগর আর আমার যাদবপুর খুব কাছাকাছি । কাঠগোলাপের গাছগুলিও কেমন এক রকম । এক রকম আকাশের মেঘগুলিও । কেবল আজ ওখানে বারুদের গন্ধ ।"
এরপর অভিনেত্রী লেখেন, "আজ, অস্থির লাগছে । আমিও তো সন্তানের জননী । আশা করব বাংলাদেশ শান্ত হবে । অনেকটা দূরে আছি, এই প্রার্থনাটুকুই করতে পারি । অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো - সেই আমাদের আলো… আলো হোক ৷ ভালো হোক সকলের ৷"
ওপার বাংলার অভিনেতা চঞ্চল চৌধুরী ও শাকিব খানও অস্থির বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৷ কেন পুলিশের গুলিতে ছাত্রমৃত্যুর ঘটনা ঘটল, প্রশ্ন তুলেছেন অভিনেতা ৷ তিনি বলেন, "এই কয়েকদিন খবরগুলো দেখে হতবাক হয়েছি ৷ হয়েছি শোকাহত ! সমাধানের অন্য কোনও পথ কি খোলা ছিল না ? গুলি কেন করতে হল ?...তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝরে গেল, তার দায় কে নেবে ? যে মায়ের বুক খালি হল, তাঁর আর্তনাদ কি কোনও জনমে শেষ হবে ? হায়রে দুর্ভাগা দেশ ! নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক !"
পরিচালক মোস্তাফা সরওয়ার ফারুকি সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে ঘটনার প্রতিবাদ করেন ৷ সেই লেখা ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ তিনি লেখেন, "আপনারা যারা ভাবছেন আন্দোলনটা স্রেফ একটা চাকরীর জন্য, তাঁরা বোকার স্বর্গে আছেন। আপনারা স্নোগান খেয়াল করুন। দেখবেন, এই আন্দোলন নাগরিকের সম-মর্যাদার জন্য। এই আন্দোলন নিজের দেশে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে না বাঁচার জন্য। এই আন্দোলন রাষ্ট্রক্ষমতায় যাঁরা আছেন তাঁদের মনে করিয়ে দেওয়ার জন্য যে, দেশের মালিক তাঁরা নন। আসল মালিক জনগণ। শহীদের রক্ত কখনও বিফলে যায় না।"
অভিনেতা শাকিব খান লেখেন, "আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না ৷ কারও মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না ৷ সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই ৷"