ETV Bharat / entertainment

জনপ্রিয় রিয়্যালিটি শো'য়ের শুটিং সারলেন মমতা, 'বাংলার দিদি'ই কি নং 1? - Mamata Banerjee

Mamata Banerjee Completes Didi No 1 Shooting: ছোট পর্দার জনপ্রিয় রিয়্যালিটি শো দিদি নম্বর ওয়ান'-এ যে মুখ্যমন্ত্রী মমতা অংশ নেবেন, তা আগেই ঠিক ছিল। বুধবার সকালে শোয়ের শুটিং করতে ডুমুরজলা স্টেডিয়ামে পৌঁছন মমতা। তার আগে থেকেই শুটিং ফ্লোরের বাইরে-ভিতরে ছিল কড়া নিরাপত্তাবেষ্টনী।

বাংলার দিদি মমতা এবার রচনার শো'তে
Mamata Banerjee in Didi No 1
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 8:32 PM IST

হাওড়া, 21 ফেব্রুয়ারি: রাজনীতির আঙিনায় সময়ের সঙ্গে সঙ্গে টেক্কা দিয়েছেন অনেক প্রতিযোগীকেই। তাঁদের কেউ কালের গর্ভে হারিয়ে গিয়েছেন, আবার কেউ বর্তমানে তাঁরই অনুসরণকারী। এহেন দিদি এবার নিজেই এলেন বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো'য়ের প্রতিযোগী হয়ে। হ্যাঁ, তিনি বাংলার দিদি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লোকসভা নির্বাচনের আগে জনসংযোগের ক্ষেত্রে রিয়্যালিটি শোকেও ব্রাত্য রাখলেন না মুখ্যমন্ত্রী। একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই শোয়ের প্রতিযোগী হিসেবে দেখতে ওই শো'য়ের টিআরপি আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহালমহল। বুধবার রিয়্যালিটি শো 'দিদি নম্বর 1'-এর শুটিং সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খানিকটা নিভৃতেই বুধবার বেলা 12টা নাগাদ হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের ভিতর আঁটোসাঁটো নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই শুটিং পর্ব সম্পন্ন হল। যা টেলিভিশনে সম্প্রচারিত হবে দিনকয়েকের মধ্যেই ৷ তখনই জানা যাবে এই পর্বের সেরা কে হলেন?

সূত্রের খবর, বাংলা সিরিয়ালের বিষয়ে যথেষ্টই খোঁজ খবর রাখেন মমতা। ব্যস্ত সময়ের মধ্যেও দিদি নম্বর-1 অনুষ্ঠানের আপডেট রাখেন। গত মাসে প্রাথমিক আলাপচারিতায় রচনা বন্দ্যোপাধ্যায় নবান্নে এসেছিলেন। সেই সময় কানাঘুষো শোনা যাচ্ছিল যে রচনা তৃণমূলে নাকি যোগ দিচ্ছেন ৷ যদিও পরবর্তীতে বিষয়টি স্পষ্ট হয় যে, প্রথমবার রিয়্যালিটি শো'য়ে পা রাখছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে বুধবার 'দিদি নম্বর 1'-এর শুটিং সেটে ছিলেন সৌরভ-জায়া ডোনা গঙ্গোপাধ্যায়ও।

21 ফেব্রুয়ারি পঞ্জাব সফরে যাওয়ার কথা ছিল মমতার ৷ যদিও কৃষক বিক্ষোভের জেরে আপতত স্থগিত সেই সফর। তাই বুধবার মুখ্যমন্ত্রী শুটিং সারলেন। মুখোমুখি হলেন দুই দিদি। সূত্রের খবর, চারজন প্রতিযোগী ছিলেন 'দিদি নম্বর 1'-এর এই পর্বে। মমতা বন্দ্যোপাধ্যায়, ডোনা গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি তৃতীয় এবং চতুর্থ প্রতিযোগী হিসাবে ছিলেন সঙ্গীতশিল্পী অরুন্ধতী হোমচৌধুরী এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। গোটা বিষয় নিয়ে উচ্ছ্বসিত অনুষ্ঠানের সঞ্চালিকাও। এটাই তাঁর জীবনের সেরা মুহূর্ত বলেই দাবি করেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:

  1. দিদির মুখোমুখি দিদি, এবার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শোয়ে অংশ নিতে পারেন মমতা !
  2. লোকসভা ভোটের মুখে মহিলাদের মন ছুঁতে 'লাখপতি দিদি' নিয়ে বড় ঘোষণা নির্মলার
  3. মুখ্যমন্ত্রী-রাজ্যপালের বিরুদ্ধে শিক্ষার সর্বনাশের অভিযোগ সিপিএম-কংগ্রেসের, মমতাকে ‘ধরনা দিদি’ বললেন সুকান্ত

হাওড়া, 21 ফেব্রুয়ারি: রাজনীতির আঙিনায় সময়ের সঙ্গে সঙ্গে টেক্কা দিয়েছেন অনেক প্রতিযোগীকেই। তাঁদের কেউ কালের গর্ভে হারিয়ে গিয়েছেন, আবার কেউ বর্তমানে তাঁরই অনুসরণকারী। এহেন দিদি এবার নিজেই এলেন বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো'য়ের প্রতিযোগী হয়ে। হ্যাঁ, তিনি বাংলার দিদি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লোকসভা নির্বাচনের আগে জনসংযোগের ক্ষেত্রে রিয়্যালিটি শোকেও ব্রাত্য রাখলেন না মুখ্যমন্ত্রী। একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই শোয়ের প্রতিযোগী হিসেবে দেখতে ওই শো'য়ের টিআরপি আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহালমহল। বুধবার রিয়্যালিটি শো 'দিদি নম্বর 1'-এর শুটিং সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খানিকটা নিভৃতেই বুধবার বেলা 12টা নাগাদ হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের ভিতর আঁটোসাঁটো নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই শুটিং পর্ব সম্পন্ন হল। যা টেলিভিশনে সম্প্রচারিত হবে দিনকয়েকের মধ্যেই ৷ তখনই জানা যাবে এই পর্বের সেরা কে হলেন?

সূত্রের খবর, বাংলা সিরিয়ালের বিষয়ে যথেষ্টই খোঁজ খবর রাখেন মমতা। ব্যস্ত সময়ের মধ্যেও দিদি নম্বর-1 অনুষ্ঠানের আপডেট রাখেন। গত মাসে প্রাথমিক আলাপচারিতায় রচনা বন্দ্যোপাধ্যায় নবান্নে এসেছিলেন। সেই সময় কানাঘুষো শোনা যাচ্ছিল যে রচনা তৃণমূলে নাকি যোগ দিচ্ছেন ৷ যদিও পরবর্তীতে বিষয়টি স্পষ্ট হয় যে, প্রথমবার রিয়্যালিটি শো'য়ে পা রাখছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে বুধবার 'দিদি নম্বর 1'-এর শুটিং সেটে ছিলেন সৌরভ-জায়া ডোনা গঙ্গোপাধ্যায়ও।

21 ফেব্রুয়ারি পঞ্জাব সফরে যাওয়ার কথা ছিল মমতার ৷ যদিও কৃষক বিক্ষোভের জেরে আপতত স্থগিত সেই সফর। তাই বুধবার মুখ্যমন্ত্রী শুটিং সারলেন। মুখোমুখি হলেন দুই দিদি। সূত্রের খবর, চারজন প্রতিযোগী ছিলেন 'দিদি নম্বর 1'-এর এই পর্বে। মমতা বন্দ্যোপাধ্যায়, ডোনা গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি তৃতীয় এবং চতুর্থ প্রতিযোগী হিসাবে ছিলেন সঙ্গীতশিল্পী অরুন্ধতী হোমচৌধুরী এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। গোটা বিষয় নিয়ে উচ্ছ্বসিত অনুষ্ঠানের সঞ্চালিকাও। এটাই তাঁর জীবনের সেরা মুহূর্ত বলেই দাবি করেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:

  1. দিদির মুখোমুখি দিদি, এবার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শোয়ে অংশ নিতে পারেন মমতা !
  2. লোকসভা ভোটের মুখে মহিলাদের মন ছুঁতে 'লাখপতি দিদি' নিয়ে বড় ঘোষণা নির্মলার
  3. মুখ্যমন্ত্রী-রাজ্যপালের বিরুদ্ধে শিক্ষার সর্বনাশের অভিযোগ সিপিএম-কংগ্রেসের, মমতাকে ‘ধরনা দিদি’ বললেন সুকান্ত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.