ETV Bharat / entertainment

প্রয়াত 'রত্ন শিরোমণি' পুরস্কারপ্রাপ্ত জাদুকর সুবীর সরকার

Magician Subir Sarkar Passes Away: জাদুকর দুনিয়ার নক্ষত্র পতন ৷ প্রয়াত সুবীর সরকার ৷ রবিবার সন্ধ্যেয় তাঁর মৃত্য়ু হয় ৷ তিনি জাদুসম্রাট পিসি সরকারের (সিনিয়র) ছাত্র ছিলেন ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2024, 7:57 AM IST

Updated : Feb 12, 2024, 12:43 PM IST

কলকাতা, 12 ফেব্রুয়ারি: জাদুর দুনিয়ায় আরেক উজ্জ্বল নক্ষত্র সুবীর সরকার। রবিবার সন্ধে 6টা 38মিনিটে প্রয়াত হন তিনি। আর 'গিলি গিলি ছু'তে...সত্যিই ভ্যানিশ হবে না। গতকাল মৃত্যু হল জাদুকর সুবীর সরকারের ৷ তাঁর বয়স হয়েছিল 81 বছর। বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কন্যা শান্তালি সরকার। লেক গার্ডেন্সের বাড়িতেই গতকাল মারা যান 'রত্ন শিরোমণি' পুরস্কারপ্রাপ্ত জাদুকর সুবীর সরকার। জাদুসম্রাট পিসি সরকারের (সিনিয়র) ছাত্র ছিলেন তিনি।

এদিন তাঁর কন্যা শান্তালির কাছ থেকেই জানা যায়, ইন্দিরা গান্ধি থেকে শুরু করে রাহুল গান্ধি, মেনকা গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি, প্রণব মুখোপাধ্যায় পর্যন্ত তাঁর ম্যাজিকের প্রশংসা করেছেন। একসময় দিল্লির রাস্তাতে চোখ বন্ধ করে স্কুটার চালাতেন। দিল্লির রাস্তায় আরও নানা চমকপ্রদ ম্যাজিক দেখিয়েছেন তিনি। শান্তালি বলেন, "বাবা চিরকালই প্রচারবিমুখ ছিলেন। বাবাকে দিল্লির শশী কাপুর বলা হত এক সময়। মহাজাতি সদনে 1981-82 সালে বাবার শো দেখতে উপচে পড়ত ভিড়। ব্ল্যাক হত টিকিট। বয়সের কারণে বছর দশেক আগে থেকেই ম্যাজিক দেখানো ছেড়ে দিয়েছিলেন বাবা।"

তিনি আরও বলেন, "বাবা কয়েকদিন আগে থেকেই বলছিলেন আমি আর বেশিদিন নেই। বলেছিলেন 22 তারিখের পর আমি আর থাকব না। আর সেটাই হল। বাবা আর নেই। ম্যাজিশিয়ান ছিলেন। তাই কি বুঝতে পেরেছিলেন? জানি না।..." প্রসঙ্গত, সুবীর সরকারকে বলা হত 'ওয়ার্ল্ড ফাস্টেস্ট ম্যাজিশিয়ান'। 'উঠতা হুয়া সূরজ' নামেও ডাকা হত তাঁকে। কলকাতা-সহ হালিশহর, ভদ্রেশ্বর, নবদ্বীপ, চুঁচুড়া, জলপাইগুড়ি, কৃষ্ণনগর-সহ একাধিক জায়গায় ম্যাজিক শো দেখাতেন তিনি। এমনকী দেশের বাইরে থাইল্যান্ড, জাপান, হল্যান্ডেও তিনি ম্যাজিক শো করেছেন তিনি ৷ আজ, সোমবার শেষকৃত্য সম্পন্ন হবে 'বিজয়শ্রী' পুরস্কারপ্রাপ্ত জাদুকরের।

আরও পড়ুন:

  1. ছবির প্রিমিয়ারে যাওয়ার পথে হার্ট অ্যাটাক, প্রয়াত অভিনেতা রুবেল
  2. নেই একদিন প্রতিদিনের 'মিনু', প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার
  3. সঙ্গীত জগতে নক্ষত্রপতন! প্রয়াত উস্তাদ রশিদ খান

কলকাতা, 12 ফেব্রুয়ারি: জাদুর দুনিয়ায় আরেক উজ্জ্বল নক্ষত্র সুবীর সরকার। রবিবার সন্ধে 6টা 38মিনিটে প্রয়াত হন তিনি। আর 'গিলি গিলি ছু'তে...সত্যিই ভ্যানিশ হবে না। গতকাল মৃত্যু হল জাদুকর সুবীর সরকারের ৷ তাঁর বয়স হয়েছিল 81 বছর। বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কন্যা শান্তালি সরকার। লেক গার্ডেন্সের বাড়িতেই গতকাল মারা যান 'রত্ন শিরোমণি' পুরস্কারপ্রাপ্ত জাদুকর সুবীর সরকার। জাদুসম্রাট পিসি সরকারের (সিনিয়র) ছাত্র ছিলেন তিনি।

এদিন তাঁর কন্যা শান্তালির কাছ থেকেই জানা যায়, ইন্দিরা গান্ধি থেকে শুরু করে রাহুল গান্ধি, মেনকা গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি, প্রণব মুখোপাধ্যায় পর্যন্ত তাঁর ম্যাজিকের প্রশংসা করেছেন। একসময় দিল্লির রাস্তাতে চোখ বন্ধ করে স্কুটার চালাতেন। দিল্লির রাস্তায় আরও নানা চমকপ্রদ ম্যাজিক দেখিয়েছেন তিনি। শান্তালি বলেন, "বাবা চিরকালই প্রচারবিমুখ ছিলেন। বাবাকে দিল্লির শশী কাপুর বলা হত এক সময়। মহাজাতি সদনে 1981-82 সালে বাবার শো দেখতে উপচে পড়ত ভিড়। ব্ল্যাক হত টিকিট। বয়সের কারণে বছর দশেক আগে থেকেই ম্যাজিক দেখানো ছেড়ে দিয়েছিলেন বাবা।"

তিনি আরও বলেন, "বাবা কয়েকদিন আগে থেকেই বলছিলেন আমি আর বেশিদিন নেই। বলেছিলেন 22 তারিখের পর আমি আর থাকব না। আর সেটাই হল। বাবা আর নেই। ম্যাজিশিয়ান ছিলেন। তাই কি বুঝতে পেরেছিলেন? জানি না।..." প্রসঙ্গত, সুবীর সরকারকে বলা হত 'ওয়ার্ল্ড ফাস্টেস্ট ম্যাজিশিয়ান'। 'উঠতা হুয়া সূরজ' নামেও ডাকা হত তাঁকে। কলকাতা-সহ হালিশহর, ভদ্রেশ্বর, নবদ্বীপ, চুঁচুড়া, জলপাইগুড়ি, কৃষ্ণনগর-সহ একাধিক জায়গায় ম্যাজিক শো দেখাতেন তিনি। এমনকী দেশের বাইরে থাইল্যান্ড, জাপান, হল্যান্ডেও তিনি ম্যাজিক শো করেছেন তিনি ৷ আজ, সোমবার শেষকৃত্য সম্পন্ন হবে 'বিজয়শ্রী' পুরস্কারপ্রাপ্ত জাদুকরের।

আরও পড়ুন:

  1. ছবির প্রিমিয়ারে যাওয়ার পথে হার্ট অ্যাটাক, প্রয়াত অভিনেতা রুবেল
  2. নেই একদিন প্রতিদিনের 'মিনু', প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার
  3. সঙ্গীত জগতে নক্ষত্রপতন! প্রয়াত উস্তাদ রশিদ খান
Last Updated : Feb 12, 2024, 12:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.