হায়দরাবাদ, 9 জুলাই: এবছরের কল্কি 2898 এডি এমন একটি ছবি যা দুর্দান্তভাবে বক্স অফিসজুড়ে ঝড় তুলেছে ৷ প্রতিদিনই ছবির আয় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ মুক্তির মাত্র 11 দিনের মধ্যেই (7 জুলাই) ছবির আয় দেশের মাটিতে 500 কোটি পার করেছে ৷ আর বিশ্বব্যাপী সংগ্রহে 1000 কোটির দোড়গোড়ায় দাঁড়িয়ে নাগ অশ্বিন পরিচালিত এই সাই-ফাই ফিল্ম ৷ কিন্তু কেন এত দর্শকদের মন জয় করছে এই ছবিটি ? কী প্রযুক্তি ব্যবহার করেছেন সিনেমার নির্মাতারা ?
এই ছবি যে মুক্তির আগেই তা যে বক্স এফিস কাঁপাবে তা কিছুটা আন্দাজ করা হয়েছিল ৷ তাছাড়া ছবি মুক্তির দিন, 27 জুন সকাল থেকেই দেশজুড়ে প্রেক্ষাগৃহের সামনে দর্শকদের উন্মাদ লক্ষ্য করা গিয়েছিল ৷ পাশাপাশি তো অগ্রিম বুকিং ও প্রথম সপ্তাহের ব্যবসা দেখেই ছবি যে রেকর্ড আয় করতে চলেছে তা বোঝাই যাচ্ছিল। এ তো গেল আয়ের কথা ৷ এবার আসা যাক, ছবিটি দর্শকদের মন জয়ের কারণ ৷
Experience the EPIC MAHA BLOCKBUSTER #Kalki2898AD, now in cinemas.
— Kalki 2898 AD (@Kalki2898AD) July 3, 2024
- https://t.co/ylFvkYIEcJ#EpicBlockbusterKalki @SrBachchan @ikamalhaasan #Prabhas @deepikapadukone @nagashwin7 @DishPatani @Music_Santhosh @VyjayanthiFilms @Kalki2898AD @saregamaglobal @saregamasouth pic.twitter.com/Cq33XUXopm
কল্কি ছবিতে অত্যাধুনিক ভিএফএক্স প্রশংসিত হয়েছে অনুরাগীমহলে। সমালোচকদের মতে, বিনোদনের সমস্ত উপকরণ মজুত রয়েছে এই ছবিতে। সিনেমার ম্যাজিক বলে যদি কিছু থাকে, তবে সেটা এই ছবিই। পুরাণ ও কল্পনাময় ভবিষ্যৎ ফুটিয়ে তুলতে এক অসাধারণ চিত্রনাট্য সাজিয়েছেন অশ্বিন। অনেকেই মনে করছেন এই ছবি দর্শক অনেকদিন মনে রাখবেন। এর পাশাপাশি এর আগে অনেক সিনেমায় ছবির গ্রাফিক্স ছিল অভাবনীয় ৷ কিন্তু এবার কল্কি ছবির সাউন্ড দাগ কেটেছে দর্শকদের মনে ৷ এতে ডলবি অ্যাটমস সাউন্ড ডিজাইনিং ব্যবহৃত হয়েছে ৷ যা এক 'উন্নত শব্দ প্রযুক্তি' ৷
- ডলবি অ্যাটমোস প্রযুক্তি: এই প্রযুক্তির সাহায্যে একটি ত্রিমাত্রিক অডিয়ো অভিজ্ঞতা সঞ্চয় করা যায় ৷ যা প্রাণবন্ত সাউন্ডস্কেপ শোনার আনন্দকে দ্বিগুণ করে তোলে ৷ সিনেমা দেখা, গান শোনা বা গেম খেলা যাই হোক না কেন, ডলবি অ্যাটমস প্রযুক্তি অডিয়োকে দুর্দান্ত করে তোলে। ছবির সাউন্ড এডিটর কানন কৃষ ডলবি অ্যাটমসকে 'শব্দ বিপ্লব' বলে আখ্যা দিয়েছেন ৷
- কে ভারতে প্রথম ডলবি অ্যাটমোস ব্যবহার করেছিলেন? গ্র্যামি এবং অ্য়াকাডেমি পুরস্কার প্রাপ্ত সঙ্গীত পরিচালক এআর রহমান ভারতে প্রথম ডলবি অ্যাটমস ব্যবহার করেন। 2021 সালের একটি ছবির জন্য প্রযোজক-লেখক হিসাবে তাঁরই আত্মপ্রকাশ 99টি গান দেশে প্রথমবারের মতো ডলবি অ্যাটমস ফর্ম্যাটে তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, কল্কি 2898 এডি ছবিটির পরিচালনা করেছেন নাগ অশ্বিন। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, শাশ্বত চট্টোপাধ্যায় প্রমুখকে। বৈজয়ন্তী মুভিজ প্রযোজিত এটি একটি সায়েন্স ফিকশন থ্রিলার ছবি। এই ছবিটি তেলুগু ও হিন্দি ভাষা ছাড়াও তামিল, কন্নড় এবং মালায়লাম ভাষাতেও মুক্তি পেয়েছে। নাগ অশ্বিনের কল্কি ছবির বাজেট 600 কোটি যা, ভারতে নির্মিত সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র ।